মালদা, 19 ডিসেম্বর : স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন ৷ কিন্তু চালকের দরজায় তালা ৷ স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকলেও দেখা নেই একজন যাত্রীরও ৷ মালদা কোর্ট স্টেশনের আজকের ছবিটা এরকমই ৷ এর আগে এমনটা কবে হয়েছে, তা মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা ৷ গত শুক্র ও শনিবার (13 ও 14 ডিসেম্বর) হরিশ্চন্দ্রপুর ও ভালুকা রোড স্টেশনে যে তাণ্ডব চলেছিল তার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা ৷ এই স্টেশন থেকে প্রতিদিন কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন ছাড়ে ৷ চলাচল করে কাটিহার, NJP, কোচবিহার পর্যন্ত ৷ কিন্তু গত শুক্রবার রাত থেকে একটি ট্রেনেরও হুইসল বাজেনি স্টেশনে ৷
মালদা স্টেশনের উপর থেকে চাপ কমাতে বছর দেড়েক ধরে মালদা কোর্ট স্টেশনটিকে গুরুত্ব দিতে শুরু করে উত্তর পূর্ব সীমান্ত রেল ৷ তখন থেকেই এই স্টেশন থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ট্রেনগুলি চলাচল করতে শুরু করে ৷ স্টেশনের বাইরে তৈরি হয় অনেক অস্থায়ী দোকান ৷ গত শনিবার থেকে সেই ব্যবসায়ীদের বেহাল দশা ৷ দোকানে পসরা সাজিয়ে বসলেও দেখা মিলছে না ক্রেতার ৷ তার উপর সম্প্রতি ওই এলাকায় রিফিলিং সেন্টারটি বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷ ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগে যেখানে তাঁদের প্রত্যেকের দিনে 1000 টাকার ব্যবসা হত, এখন সেখানে দিনে 200 টাকার ব্যবসাও হচ্ছে না ৷
আরও পড়ুন : বেহাল উত্তর-দক্ষিণ পরিষেবা, বিশেষ ট্রেনের ব্যবস্থা পূর্ব রেল কর্তৃপক্ষের
চায়ের দোকানদার মিঠুন শীল বলেন, "গত শনিবার থেকে ব্যবসা প্রায় শেষ ৷ লোকজনই নেই ৷ ট্রেন চালু থাকার সময় দোকানে ভালোই ভিড় হত ৷ এখন দিনে 100 থেকে 200 টাকার ব্যবসা করতেই সমস্যা হচ্ছে ৷ এভাবে কি সংসার চলে?" একই বক্তব্য আরেক ব্যবসায়ী অর্চনা সিং-এর ৷ স্টেশন চত্বরে তাঁর খাবারের দোকান ৷ তিনি বলেন, "এখন আমাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে ৷ ট্রেন চলছে না ৷ লোকজনের দেখা নেই ৷ স্থানীয় মানুষজনই যা দোকানে আসছে ৷ এই অবস্থায় আমাদের সংসার কীভাবে চলবে জানা নেই ৷ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে জানি না ৷"
আরও পড়ুন : ধুলিয়ান স্টেশনে পরিষেবা স্বাভাবিক করতে দেড় মাস লাগবে, জানালেন মালদার DRM
এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে, 24 ডিসেম্বর থেকে মালদা কোর্ট স্টেশন থেকে ফের ট্রেন যাতায়াত করতে পারে ৷ হরিশ্চন্দ্রপুর ও ভালুকা রোড স্টেশনে মেরামতির কাজ চলছে ৷ তবে কন্ট্রোল প্যানেল ও সিগন্যালিং ব্যবস্থা এত তাড়াতাড়ি ঠিক করা সম্ভব নয় ৷ তবুও যাত্রীস্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চলাচল শুরুর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷