মালদা, 4 এপ্রিল : "রাস্তা দাও, ভোট নাও।" ভোটের আগে গ্রামের দেওয়ালগুলিতে এভাবেই ভোট বয়কটের বার্তা দিল ইংরেজবাজার ব্লকের ধানতলা গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, গত চার বছরেও গ্রামের রাস্তা ঠিক হয়নি। তাই তারা এবার ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
মালদা শহর লাগোয়া ধানতলা গ্রামে 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে সাংসদ আবু হাসেম খান চৌধুরির বাসভবন। আর 4 কিলোমিটারের মধ্যে রয়েছে বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাসভবন। অথচ বছর দশেক ধরে বেহাল রাস্তা নিয়ে জেরবার গ্রামবাসীরা। তাই এবার গ্রামের প্রায় 250 পরিবার একজোট হয়েছে, রাস্তা ঠিক না হলে কিছুতেই তারা ভোট দেবে না।
জেলাজুড়ে বরকত সাহেবের নামে প্রচার চললেও অনুন্নয়নের অভিযোগ উঠেছে তাঁর এলাকাতেই। গ্রামের মহিলারা বলেন, "রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও BDO-র কাছে যাওয়া হয়েছিল। পথ অবরোধ করা হয়েছিল। জেলাশাসক এসে ঘোষণা করেছিলেন, দ্রুত রাস্তা মেরামত করা হবে। কিন্তু তিনি আমাদের ধাপ্পা দিয়েছিলেন। কিছুই করেননি। তাই এবার আমরা রাস্তা চাই। না হলে ভোট দেব না। কত পড়ুয়া যে স্কুল যাওয়ার পথে পড়ে গিয়ে হাত-পা ভাঙছে তার ঠিক নেই। আমরা স্থানীয় পঞ্চায়েত, BDO, সাংসদ ডালুমিঞা, বিধায়ক নীহারবাবু সবার কাছে গেছি। প্রাক্তন সাংসদ বরকত সাহেব বেঁচে থাকাকালীন আমাদের কোনও সমস্যা হয়নি। কিন্তু তাঁর ভাইয়ের আমলে কোনও কাজ হচ্ছে না।"