ETV Bharat / city

"রাস্তা দাও, ভোট নাও", বলছে ডালুর বাসভবন সংলগ্ন গ্রামের বাসিন্দারা - Road

রাস্তা চলাচলের উপযুক্ত না হওয়ায় ভোট বয়কটের সিদ্ধান্ত নিল ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ধানতলা গ্রামের বাসিন্দারা।

দেওয়াল লিখন
author img

By

Published : Apr 4, 2019, 1:52 AM IST

মালদা, 4 এপ্রিল : "রাস্তা দাও, ভোট নাও।" ভোটের আগে গ্রামের দেওয়ালগুলিতে এভাবেই ভোট বয়কটের বার্তা দিল ইংরেজবাজার ব্লকের ধানতলা গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, গত চার বছরেও গ্রামের রাস্তা ঠিক হয়নি। তাই তারা এবার ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

মালদা শহর লাগোয়া ধানতলা গ্রামে 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে সাংসদ আবু হাসেম খান চৌধুরির বাসভবন। আর 4 কিলোমিটারের মধ্যে রয়েছে বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাসভবন। অথচ বছর দশেক ধরে বেহাল রাস্তা নিয়ে জেরবার গ্রামবাসীরা। তাই এবার গ্রামের প্রায় 250 পরিবার একজোট হয়েছে, রাস্তা ঠিক না হলে কিছুতেই তারা ভোট দেবে না।

জেলাজুড়ে বরকত সাহেবের নামে প্রচার চললেও অনুন্নয়নের অভিযোগ উঠেছে তাঁর এলাকাতেই। গ্রামের মহিলারা বলেন, "রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও BDO-র কাছে যাওয়া হয়েছিল। পথ অবরোধ করা হয়েছিল। জেলাশাসক এসে ঘোষণা করেছিলেন, দ্রুত রাস্তা মেরামত করা হবে। কিন্তু তিনি আমাদের ধাপ্পা দিয়েছিলেন। কিছুই করেননি। তাই এবার আমরা রাস্তা চাই। না হলে ভোট দেব না। কত পড়ুয়া যে স্কুল যাওয়ার পথে পড়ে গিয়ে হাত-পা ভাঙছে তার ঠিক নেই। আমরা স্থানীয় পঞ্চায়েত, BDO, সাংসদ ডালুমিঞা, বিধায়ক নীহারবাবু সবার কাছে গেছি। প্রাক্তন সাংসদ বরকত সাহেব বেঁচে থাকাকালীন আমাদের কোনও সমস্যা হয়নি। কিন্তু তাঁর ভাইয়ের আমলে কোনও কাজ হচ্ছে না।"

মালদা, 4 এপ্রিল : "রাস্তা দাও, ভোট নাও।" ভোটের আগে গ্রামের দেওয়ালগুলিতে এভাবেই ভোট বয়কটের বার্তা দিল ইংরেজবাজার ব্লকের ধানতলা গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, গত চার বছরেও গ্রামের রাস্তা ঠিক হয়নি। তাই তারা এবার ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

মালদা শহর লাগোয়া ধানতলা গ্রামে 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে সাংসদ আবু হাসেম খান চৌধুরির বাসভবন। আর 4 কিলোমিটারের মধ্যে রয়েছে বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাসভবন। অথচ বছর দশেক ধরে বেহাল রাস্তা নিয়ে জেরবার গ্রামবাসীরা। তাই এবার গ্রামের প্রায় 250 পরিবার একজোট হয়েছে, রাস্তা ঠিক না হলে কিছুতেই তারা ভোট দেবে না।

জেলাজুড়ে বরকত সাহেবের নামে প্রচার চললেও অনুন্নয়নের অভিযোগ উঠেছে তাঁর এলাকাতেই। গ্রামের মহিলারা বলেন, "রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও BDO-র কাছে যাওয়া হয়েছিল। পথ অবরোধ করা হয়েছিল। জেলাশাসক এসে ঘোষণা করেছিলেন, দ্রুত রাস্তা মেরামত করা হবে। কিন্তু তিনি আমাদের ধাপ্পা দিয়েছিলেন। কিছুই করেননি। তাই এবার আমরা রাস্তা চাই। না হলে ভোট দেব না। কত পড়ুয়া যে স্কুল যাওয়ার পথে পড়ে গিয়ে হাত-পা ভাঙছে তার ঠিক নেই। আমরা স্থানীয় পঞ্চায়েত, BDO, সাংসদ ডালুমিঞা, বিধায়ক নীহারবাবু সবার কাছে গেছি। প্রাক্তন সাংসদ বরকত সাহেব বেঁচে থাকাকালীন আমাদের কোনও সমস্যা হয়নি। কিন্তু তাঁর ভাইয়ের আমলে কোনও কাজ হচ্ছে না।"

Intro:মালদা, ২ এপ্রিল : গোরু পাচার করার সময় বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশি পাচারকারীর৷ আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার শোভাপুর সীমান্তে৷ অবশ্য মৃতদেহ দুটি নিয়ে পালিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা৷Body:৭৮ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ ও বৈষ্ণবনগর থানা সূত্রে জানা গেছে, আজ ভোরে বেশ কিছু বাংলাদেশি গোরু পাচারকারী শোভাপুর এলাকায় কাঁটাতারের বেড়া কাটছিল৷ এপারে গোরু পাচার করাই ছিল তাদের উদ্দেশ্য৷ সেই দৃশ্য দেখে ফেলেন সীমান্তে প্রহরারত জওয়ানরা৷ তাঁরা পাচারকারীদের তাড়া করলে বাংলাদেশি দুষ্কৃতীরা জওয়ানদের লক্ষ্য করে একটি গুলি চালায় বলে খবর৷ এরপরেই জওয়ানরা পাচারকারীদের উদ্দেশ্যে গুলি চালান৷ গুলি লাগে দুই পাচারকারীর শরীরে৷ ঘটনাস্থলেই মারা যায় তারা৷ মৃতরা দু'জনই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা৷ তাদের একজনের নাম মিলন শেখ৷ বাড়ি শিবগঞ্জে৷ আরেকজনের নাম সেনারুল ইসলাম৷ তার বাড়ি শিবগঞ্জ থানার থুটাপাড়া গ্রামে৷ Conclusion:এদিকে বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত দুই পাচারকারীর দেহ দীর্ঘক্ষণ পড়ে থাকে কাঁটাতারের বেড়ার ওপারে৷ সুযোগ বুঝে সকালে দুটি মৃতদেহই সেখান থেকে নিয়ে পালায় বাংলাদেশি দুষ্কৃতীরা৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.