ETV Bharat / city

Women's Day 2022: রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন মালদার পিয়ালির

নারী দিবসে (Women's Day 2022) মালদা ডিভিশনের মহিলা রেলকর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচি রেলের ৷

women rail employees of malda
রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন দেখেন মালদার পিয়ালি, নারী দিবসে রেলের বিশেষ কর্মসূচি
author img

By

Published : Mar 8, 2022, 5:26 PM IST

Updated : Mar 8, 2022, 6:04 PM IST

মালদা, 8 মার্চ : তাঁরা কারও থেকে কম না । আন্তর্জাতিক নারী দিবসে সমাজের অন্য নারীদের এই বার্তাই দিলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের মহিলা কর্মীরা (women rail employees) । মঙ্গলবার মালদা ডিভিশনের তরফে মহিলা রেলকর্মীদের নিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয় । চার ধরনের কাজে এদিন নিযুক্ত করা হয়েছিল এই মহিলা রেলকর্মীদের ৷

বর্তমান যুগের মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন ৷ বদলে গিয়েছে নারী ক্ষমতায়নের ভাষা ও সংজ্ঞা ৷ আজকের নারী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটছেন ইউক্রেনের রাস্তায় । প্রতিহত করছেন রাশিয়ার হামলা । আবার কোনও নারী বিমান থেকে বোমা বর্ষণ করছেন । কেউ আবার যাত্রী নিয়ে ট্রেন ছুটিয়ে তাঁদের পৌঁছে দিচ্ছেন নিরাপদ আশ্রয়ে । বর্তমান সময়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচারবিভাগ থেকে শুরু করে ইটভাটা,বাজার, রাস্তা সর্বত্র নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন মহিলারা ৷ নির্দিষ্ট কোনও দিন নয়, বছরভরই চলছে নারীদের সংগ্রাম ৷

আরও পড়ুন : সংসারের পাশাপাশি দক্ষ হাতে থানা সামলাচ্ছেন শৃঙ্খলা

অন্যান্য ক্ষেত্রের মতো দেশে এই মুহূর্তে রেলেও মহিলা কর্মীর সংখ্যা বাড়ছে ৷ বর্তমানে মালদা ডিভিশনে রয়েছেন 23 জন মহিলা মহিলা ট্রেনচালক । ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছেন 33 জন মহিলাকর্মী । তাঁদের নিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রেল কর্তৃপক্ষ । মেকানিক্যাল টেকনিশিয়ান সুপর্ণা সিংহ প্রতিদিনের মতো আজও কাজে এসেছেন । হাতে রেঞ্জ ধরে ইঞ্জিনের নাট শক্ত করেছেন । তিনি বলেন,“আজ আমি একটাই কথা বলতে চাই, মহিলারা এখন আর কোনও ক্ষেত্রে পিছিয়ে নেই । আমরাও এখন ইঞ্জিনের কাজ করি । আজও সেই কাজ করেছি । আমি চাই, মেয়েরা প্রতিটি কাজে এগিয়ে আসুক । এখন ঘরে বসে থাকার দিন নয় ।”

নারী দিবসে মালদা ডিভিশনের মহিলা রেলকর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচি রেলের

ট্রেন চালক পিয়ালি রায়ের চোখে স্বপ্ন, তিনি একদিন রাজধানী এক্সপ্রেস চালাবেন । তাঁর কথায়,“আমি এখন প্যাসেঞ্জার ট্রেন চালাই । রামপুরহাট পর্যন্ত ট্রেন নিয়ে যাই । একদিন রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন দেখি । আজ এই বিশেষ দিনে পৃথিবীর সব নারীকে শুভেচ্ছা জানাই । প্রতিটি নারী যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই কামনা করি । আজ কোনও কাজই মহিলাদের নাগালের বাইরে নয় ।”

মালদা ডিভিশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এসকে তিওয়ারি বলেন, “নারী দিবসে আজ রেলের প্রতিটি বিভাগেই একাধিক কর্মসূচি পালিত হয়েছে । মহিলা রেলকর্মীদের আজ সম্মানিত করা হয়েছে । এখানে চার ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে । বর্তমান সময়ে মহিলারা কোনও ক্ষেত্রেই পুরুষদের থেকে পিছিয়ে নেই। রেলে এখন মহিলা কর্মীদের বেশ ভাল সংখ্যায় নিয়োগ করা হচ্ছে । মালদা ডিভিশনে এখন 23 জন মহিলা পাইলট রয়েছেন । 33 জন মহিলা কর্মী রেল কোচের রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছেন ।”

মালদা, 8 মার্চ : তাঁরা কারও থেকে কম না । আন্তর্জাতিক নারী দিবসে সমাজের অন্য নারীদের এই বার্তাই দিলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের মহিলা কর্মীরা (women rail employees) । মঙ্গলবার মালদা ডিভিশনের তরফে মহিলা রেলকর্মীদের নিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয় । চার ধরনের কাজে এদিন নিযুক্ত করা হয়েছিল এই মহিলা রেলকর্মীদের ৷

বর্তমান যুগের মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন ৷ বদলে গিয়েছে নারী ক্ষমতায়নের ভাষা ও সংজ্ঞা ৷ আজকের নারী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটছেন ইউক্রেনের রাস্তায় । প্রতিহত করছেন রাশিয়ার হামলা । আবার কোনও নারী বিমান থেকে বোমা বর্ষণ করছেন । কেউ আবার যাত্রী নিয়ে ট্রেন ছুটিয়ে তাঁদের পৌঁছে দিচ্ছেন নিরাপদ আশ্রয়ে । বর্তমান সময়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচারবিভাগ থেকে শুরু করে ইটভাটা,বাজার, রাস্তা সর্বত্র নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন মহিলারা ৷ নির্দিষ্ট কোনও দিন নয়, বছরভরই চলছে নারীদের সংগ্রাম ৷

আরও পড়ুন : সংসারের পাশাপাশি দক্ষ হাতে থানা সামলাচ্ছেন শৃঙ্খলা

অন্যান্য ক্ষেত্রের মতো দেশে এই মুহূর্তে রেলেও মহিলা কর্মীর সংখ্যা বাড়ছে ৷ বর্তমানে মালদা ডিভিশনে রয়েছেন 23 জন মহিলা মহিলা ট্রেনচালক । ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছেন 33 জন মহিলাকর্মী । তাঁদের নিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রেল কর্তৃপক্ষ । মেকানিক্যাল টেকনিশিয়ান সুপর্ণা সিংহ প্রতিদিনের মতো আজও কাজে এসেছেন । হাতে রেঞ্জ ধরে ইঞ্জিনের নাট শক্ত করেছেন । তিনি বলেন,“আজ আমি একটাই কথা বলতে চাই, মহিলারা এখন আর কোনও ক্ষেত্রে পিছিয়ে নেই । আমরাও এখন ইঞ্জিনের কাজ করি । আজও সেই কাজ করেছি । আমি চাই, মেয়েরা প্রতিটি কাজে এগিয়ে আসুক । এখন ঘরে বসে থাকার দিন নয় ।”

নারী দিবসে মালদা ডিভিশনের মহিলা রেলকর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচি রেলের

ট্রেন চালক পিয়ালি রায়ের চোখে স্বপ্ন, তিনি একদিন রাজধানী এক্সপ্রেস চালাবেন । তাঁর কথায়,“আমি এখন প্যাসেঞ্জার ট্রেন চালাই । রামপুরহাট পর্যন্ত ট্রেন নিয়ে যাই । একদিন রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন দেখি । আজ এই বিশেষ দিনে পৃথিবীর সব নারীকে শুভেচ্ছা জানাই । প্রতিটি নারী যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই কামনা করি । আজ কোনও কাজই মহিলাদের নাগালের বাইরে নয় ।”

মালদা ডিভিশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এসকে তিওয়ারি বলেন, “নারী দিবসে আজ রেলের প্রতিটি বিভাগেই একাধিক কর্মসূচি পালিত হয়েছে । মহিলা রেলকর্মীদের আজ সম্মানিত করা হয়েছে । এখানে চার ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে । বর্তমান সময়ে মহিলারা কোনও ক্ষেত্রেই পুরুষদের থেকে পিছিয়ে নেই। রেলে এখন মহিলা কর্মীদের বেশ ভাল সংখ্যায় নিয়োগ করা হচ্ছে । মালদা ডিভিশনে এখন 23 জন মহিলা পাইলট রয়েছেন । 33 জন মহিলা কর্মী রেল কোচের রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছেন ।”

Last Updated : Mar 8, 2022, 6:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.