মালদা, 26 অগস্ট: পুলিশ আধিকারিকদের নামে ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট (Fake Social Media Account in The Name of Police) খুলে তোলাবাজির অভিযোগ মালদায়। জেলা পুলিশে এ নিয়ে খুব বেশি অভিযোগ জমা না পড়লেও বিষয়টি মেনে নিয়েছেন খোদ পুলিশ সুপার ৷ অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি ৷
উল্লেখ্য, গত দু-তিন বছর ধরে পুলিশ আধিকারিকদের নামে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তোলাবাজি (Extortion) করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ মালদা জেলার পাশাপাশি এমন অভিযোগ রাজ্যের অন্যান্য জেলাতেও উঠেছে খবর ৷ দুষ্কৃতীরা পুলিশ আধিকারিকদের প্রোফাইল থেকে ফটো ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করছে বলে অভিযোগ ৷ এর পর আসল সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে থাকা বন্ধুদের তথ্য হাতাচ্ছে তারা ৷ সেই মতো ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাঁদের ফ্রেন্ড রিকয়েস্ট পাঠানো হচ্ছে বলে অভিযোগ ৷
পুলিশ সূত্রে খবর, প্রথম কয়েকদিন সাধারণভাবে কথাবার্তা বলার পর, শুরু হচ্ছে তোলাবাজি ৷ অভিযোগ মালদা জেলার বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের নামে এমনই কিছু ভুয়ো অ্যাকাউন্ট সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু করতেই দেখা যাচ্ছে, ওই সব ভুয়ো অ্যাকাউন্ট তৈরিতে ব্যবহৃত মোবাইল নম্বর অন্য জেলা থেকে নেওয়া হয়েছে ৷ সঠিক অভিযোগ না থাকায়, তদন্ত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশ প্রশাসনকে ৷ তবে, সঠিক অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ৷
আরও পড়ুন: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভিনরাজ্য়ের 2
পুলিশ সুপার বলেন, ‘‘গত কয়েক বছর ধরে এ রকম ভুয়ো প্রোফাইল তৈরির ঘটনা সামনে আসছে ৷ দুষ্কৃতীরা পুলিশ অফিসারদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ফটো, ফ্রেন্ড লিস্ট হাতিয়ে নিচ্ছে ৷ কে, কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কোন সময় কে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন, বন্ধুদের কীভাবে সম্বোধন করেন, সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা ৷ এর পরেই ভুয়ো অ্যাকাউন্ট থেকে সাধারণ মানুষদের ফাঁদে ফেলা হচ্ছে ৷’’
তবে, এ নিয়ে বিশেষ অভিযোগ খুব একটা আসছে না বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷ তিনি বলেন, ‘‘এ ধরনের প্রতারণার বেশি অভিযোগ পুলিশে জমা পড়েনি ৷ তবে, আমরা লক্ষ্য করে দেখেছি, এমন ঘটনা অনেক জেলাতেই দেখা যাচ্ছে। আমাদের পুলিশ অফিসারদের নামে এ ধরনের ভুয়ো প্রোফাইল থাকলে, তাঁরা নিজেরাই অভিযোগ জানাতে পারেন ৷ ভুয়ো প্রোফাইল নিয়ে প্রতারিতরা অভিযোগ দায়ের করলে, তাদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে ৷ তবে, এ ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে ৷’’