ETV Bharat / city

এবার মানিকচক কলেজ, মেধাতালিকায় নেহা কক্কর !

author img

By

Published : Aug 30, 2020, 7:11 PM IST

Updated : Aug 31, 2020, 6:19 AM IST

এর আগে রাজ্যের অন্তত তিনটি কলেজের মেধাতালিকায় বিভ্রান্তিকর নাম উঠে আসে ৷ সানি লিওন থেকে শুরু করে মিয়া খালিফা, ড্যানি ড্যানিয়েলস, জনি সিনস... একের পর এক নাম উঠে আসে মেধাতালিকায় । এবার সেই তালিকায় নবতম সংযোজন নেহা কক্কর । সৌজন্যে মানিকচক কলেজের মেধাতালিকা ।

Neha Kakkar
নেহা কক্কর

মালদা, 30 অগাস্ট : এবার মানিকচক কলেজের মেধাতালিকায় পাওয়া গেল সংগীতশিল্পী নেহা কক্করের নাম ৷ এনিয়ে আজ শোরগোল পড়ে যায় জেলায় ৷ ঘটনার জেরে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ৷ কীভাবে গোটা রাজ্যে এমন ঘটনা ঘটে চলেছে, তা নিয়ে চিন্তিত শিক্ষামহল ৷

এর আগে রাজ্যের অন্তত তিনটি কলেজের মেধাতালিকায় বিভ্রান্তিকর নাম উঠে আসে ৷ সানি লিওন থেকে শুরু করে মিয়া খালিফা, ড্যানি ড্যানিয়েলস, জনি সিনস... একের পর এক নাম উঠে আসে মেধাতালিকায় । এনিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে ৷ এবার সেই তালিকায় নাম লেখাল মালদার মানিকচক কলেজও ৷ আজ ওই কলেজের মেধা তালিকায় নেহা কক্করের নাম দেখা দিতেই চারদিকে শোরগোল পড়ে যায় ৷ দেখা যায়, ওই কলেজের স্নাতকস্তরের জেনেরাল কোর্সের মেরিটলিস্টের প্রথমেই নাম রয়েছে বিখ্যাত এই সংগীতশিল্পীর ৷ ইংরাজি ও শিক্ষাবিজ্ঞান অনার্সের মেধাতালিকাতেও তাঁর নাম রয়েছে ৷

আরও পড়ুন : এবার বারাসত, ফের তালিকা-বিভ্রাটে সানি লিওন ; গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন

গোটা বিষয়টির পিছনে অন্য গন্ধ পাচ্ছে কলেজ কর্তৃপক্ষ ৷ কলেজের অধ্যক্ষ অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, “বিষয়টি আমাদেরও নজরে এসেছে ৷ এই তালিকা তৈরির দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছিল ৷ মেধাতালিকায় নেহা কক্করের নামের সঙ্গে যে নম্বর দেওয়া রয়েছে, তাতেই আমাদের সন্দেহ হয় ৷ তাতে দেখা যাচ্ছে, এই নামের সঙ্গে থাকা প্রাপ্ত নম্বর 600৷ অর্থাৎ, 100 শতাংশ নম্বর ৷ এরপরেই আমরা এ-নিয়ে খোঁজখবর শুরু করি ৷ তবে প্রাথমিক মেধাতালিকায় নেহা কক্করের নাম থাকলেও ভরতি তালিকায় সেই নাম রাখা হয়নি ৷ আমাদের সন্দেহ, কেউ বা কারা, কোনও উপায়ে এই নামে আবেদনপত্র জমা করেছে ৷ গোটা ঘটনায় আমরা কলেজের তরফে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি৷”

Neha Kakkar
মানিকচক কলেজের মেধাতালিকায় নেহা কক্কর

আরও পড়ুন : মেধা তালিকায় পর্ন তারকাদের নাম, তদন্তে উঠছে রাজনৈতিক উদ্দেশ্য!

এই ঘটনায় অনিরুদ্ধবাবুর প্রতিক্রিয়া পাওয়া গেলেও গোটা বিষয়টি কার্যত এড়িয়ে গেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চঞ্চল চৌধুরি ৷ এনিয়ে তাঁকে ফোন করা হলে তিনি গোটা বিষয়টি শুনে অন্য ফোন এসেছে বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ৷

আরও পড়ুন : আশুতোষে ইংরেজির পর বজবজ কলেজে বাংলা অনার্সে ভরতির আবেদন সানি লিওনের !

মালদা, 30 অগাস্ট : এবার মানিকচক কলেজের মেধাতালিকায় পাওয়া গেল সংগীতশিল্পী নেহা কক্করের নাম ৷ এনিয়ে আজ শোরগোল পড়ে যায় জেলায় ৷ ঘটনার জেরে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ৷ কীভাবে গোটা রাজ্যে এমন ঘটনা ঘটে চলেছে, তা নিয়ে চিন্তিত শিক্ষামহল ৷

এর আগে রাজ্যের অন্তত তিনটি কলেজের মেধাতালিকায় বিভ্রান্তিকর নাম উঠে আসে ৷ সানি লিওন থেকে শুরু করে মিয়া খালিফা, ড্যানি ড্যানিয়েলস, জনি সিনস... একের পর এক নাম উঠে আসে মেধাতালিকায় । এনিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে ৷ এবার সেই তালিকায় নাম লেখাল মালদার মানিকচক কলেজও ৷ আজ ওই কলেজের মেধা তালিকায় নেহা কক্করের নাম দেখা দিতেই চারদিকে শোরগোল পড়ে যায় ৷ দেখা যায়, ওই কলেজের স্নাতকস্তরের জেনেরাল কোর্সের মেরিটলিস্টের প্রথমেই নাম রয়েছে বিখ্যাত এই সংগীতশিল্পীর ৷ ইংরাজি ও শিক্ষাবিজ্ঞান অনার্সের মেধাতালিকাতেও তাঁর নাম রয়েছে ৷

আরও পড়ুন : এবার বারাসত, ফের তালিকা-বিভ্রাটে সানি লিওন ; গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন

গোটা বিষয়টির পিছনে অন্য গন্ধ পাচ্ছে কলেজ কর্তৃপক্ষ ৷ কলেজের অধ্যক্ষ অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, “বিষয়টি আমাদেরও নজরে এসেছে ৷ এই তালিকা তৈরির দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছিল ৷ মেধাতালিকায় নেহা কক্করের নামের সঙ্গে যে নম্বর দেওয়া রয়েছে, তাতেই আমাদের সন্দেহ হয় ৷ তাতে দেখা যাচ্ছে, এই নামের সঙ্গে থাকা প্রাপ্ত নম্বর 600৷ অর্থাৎ, 100 শতাংশ নম্বর ৷ এরপরেই আমরা এ-নিয়ে খোঁজখবর শুরু করি ৷ তবে প্রাথমিক মেধাতালিকায় নেহা কক্করের নাম থাকলেও ভরতি তালিকায় সেই নাম রাখা হয়নি ৷ আমাদের সন্দেহ, কেউ বা কারা, কোনও উপায়ে এই নামে আবেদনপত্র জমা করেছে ৷ গোটা ঘটনায় আমরা কলেজের তরফে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি৷”

Neha Kakkar
মানিকচক কলেজের মেধাতালিকায় নেহা কক্কর

আরও পড়ুন : মেধা তালিকায় পর্ন তারকাদের নাম, তদন্তে উঠছে রাজনৈতিক উদ্দেশ্য!

এই ঘটনায় অনিরুদ্ধবাবুর প্রতিক্রিয়া পাওয়া গেলেও গোটা বিষয়টি কার্যত এড়িয়ে গেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চঞ্চল চৌধুরি ৷ এনিয়ে তাঁকে ফোন করা হলে তিনি গোটা বিষয়টি শুনে অন্য ফোন এসেছে বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ৷

আরও পড়ুন : আশুতোষে ইংরেজির পর বজবজ কলেজে বাংলা অনার্সে ভরতির আবেদন সানি লিওনের !

Last Updated : Aug 31, 2020, 6:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.