ETV Bharat / city

চোর সন্দেহে যুবককে গণপিটুনি মালদায়

চোর সন্দেহে গণপিটুনি ৷ পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে আসা হয় ।

mob lynching in malda
চোর সন্দেহে যুবককে গণপিটুনি
author img

By

Published : Jan 18, 2020, 11:22 PM IST

Updated : Jan 18, 2020, 11:51 PM IST

মালদা, 18 জানুয়ারি : কিছুদিন থেমে থাকার পর ফের গণপিটুনির ঘটনা মালদায় ৷ এবার তা ইংরেজবাজারে ৷ শনিবার সকালে এক যুবককে ব্যাটারি চোর সন্দেহে গণধোলাই দিল উত্তেজিত জনতা ।

গণধোলাই রুখতে জেলাজুড়ে প্রচার চালাচ্ছে মালদা প্রশাসন । তবু রোখা সম্ভব হচ্ছে না । আজ সকালে ইংরেজবাজারের যদুপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরেন। ব্যাটারি চুরির সন্দেহে চলতে থাকে মারধর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে আসা হয় । আক্রান্ত যুবকের নাম বেলাল শেখ । বাড়ি কালিয়াচক থানার সুজাপুরে ।

আক্রান্ত যুবকের বক্তব্য

আক্রান্ত ওই যুবক বলে, “এক গাড়িচালকের কাছে 1 হাজার টাকার বিনিময়ে ব্যাটারি কিনেছিলাম ৷ স্থানীয় লোকজন চোর সন্দেহে আমাকে মারধর করে ৷” ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে ৷

মালদা, 18 জানুয়ারি : কিছুদিন থেমে থাকার পর ফের গণপিটুনির ঘটনা মালদায় ৷ এবার তা ইংরেজবাজারে ৷ শনিবার সকালে এক যুবককে ব্যাটারি চোর সন্দেহে গণধোলাই দিল উত্তেজিত জনতা ।

গণধোলাই রুখতে জেলাজুড়ে প্রচার চালাচ্ছে মালদা প্রশাসন । তবু রোখা সম্ভব হচ্ছে না । আজ সকালে ইংরেজবাজারের যদুপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরেন। ব্যাটারি চুরির সন্দেহে চলতে থাকে মারধর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে আসা হয় । আক্রান্ত যুবকের নাম বেলাল শেখ । বাড়ি কালিয়াচক থানার সুজাপুরে ।

আক্রান্ত যুবকের বক্তব্য

আক্রান্ত ওই যুবক বলে, “এক গাড়িচালকের কাছে 1 হাজার টাকার বিনিময়ে ব্যাটারি কিনেছিলাম ৷ স্থানীয় লোকজন চোর সন্দেহে আমাকে মারধর করে ৷” ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে ৷

Intro:মালদা, ১৮ জানুয়ারি: কিছুদিন থেমে থাকার পর ফের গণপিটুনির ঘটনা ঘটল মালদায়৷ এবার খোদ ইংরেজবাজারে৷ শনিবার সকালে এক যুবককে ব্যাটারি চোর সন্দেহে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। গণধোলাই রুখতে জেলা জুড়ে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। তবু রোখা যাচ্ছে না গণধোলাইয়ের ঘটনা।Body:এদিন সকালে ইংরেজবাজারের যদুপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা এক যুবককে ধরে ফেলেন। ব্যাটারি চোর সন্দেহে চলতে থাকে উত্তম মধ্যম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যায় পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে আসা হয়। আক্রান্ত যুবকের নাম বেলাল শেখ। বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে।
বেলাল জানান, “এক গাড়ির চালকের কাছে ১ হাজার টাকা দিয়ে ব্যাটারি কিনেছিলাম৷ স্থানীয় লোকজন চোর সন্দেহে আমাকে মারধর করে৷” ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে পুলিশ সূত্রে জানা গেছে, বেলালের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগ রয়েছে৷
Conclusion:গণপিটুনির মতো ঘটনা রুখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনার প্রচার করা হচ্ছে জেলা জুড়ে৷ তবুও যেন রোখা যাচ্ছে না গণপিটুনি৷ তবে কি পুলিশি প্রচার সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারছে না?
Last Updated : Jan 18, 2020, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.