ETV Bharat / city

Wedding Gift : বিবাহবার্ষিকীতে আকাশের থেকে চাঁদের জমি উপহার পেয়ে হতভম্ব দেবযানী - Man Surprises Wife in second Wedding Anniversary with a Plot of Land on Moon

বিবাহবার্ষিকীতে অন্যরকম উপহার ৷ স্বামী দ্বিতীয় বিবাহবার্ষিকীতে (second wedding anniversary) স্ত্রীকে উপহার হিসাবে চাঁদে কিনে ফেললেন এক একর জমি ৷ নথিপত্র দেখে হতভম্ব স্ত্রী (wife surprised to see land document on moon as a wedding anniversary gift) ৷

Wedding Gift
বিবাহবার্ষিকীতে আকাশের থেকে চাঁদের জমি উপহার পেয়ে হতভম্ব দেবযানী
author img

By

Published : Mar 5, 2022, 7:17 PM IST

Updated : Mar 5, 2022, 10:51 PM IST

মালদা, 5 মার্চ : বিবাহবার্ষিকীতে ফুল, সোনা গয়না তো অনেকেই উপহার দেন ৷ কিন্তু জমি উপহার দেন ক‘জন ৷ না, তাও আবার পৃথিবীতে নয় ৷ যদি সেটা হয় একেবারে কয়েক লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে চাঁদে ৷ হ্যাঁ ঠিকই শুনেছেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার দিতে স্বামী চাঁদে কিনে ফেললেন এক একর জমি (wife surprised to see land document on moon as a wedding anniversary gift)। এনিয়ে স্বামী আকাশ আগে কিছুই বলেননি স্ত্রী দেবযানীকে । সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে আর কী ! আজ সেই জমির নথিপত্র হাতে এসে পৌঁছেছে । উপহার পেয়ে তো অবাক দেবযানী । চাঁদের জমির মালিক হয়ে গিয়েছেন তাঁরা । জমি পেয়েছেন লেক অফ হ্যাপিনেসের ধারে । সেখানে কীভাবে সুখের ঘর তৈরি করবেন, এখন সেটাই ভাবছে এই দম্পতি ।

আরও পড়ুন : Baul Songs in Book Fair : বইমেলায় এসে বাউল গানে মাতোয়ারা বাঙালি

মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনিতে থাকেন আকাশ-দেবযানী চক্রবর্তী। দু’বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। আকাশ ইংরেজবাজার পৌরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগে স্ত্রীকে কী উপহার দেওয়া যায় ভাবছিলেন তিনি। অবশেষে ইন্টারনেটে দেখতে পান চাঁদে জমি বিক্রি হচ্ছে। তা দেখেই তিনি চাঁদে জমি বিক্রি করা অ্যামেরিকার সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। কথাবার্তা শেষে 68 মার্কিন ডলার দিয়ে কিনেও নেন চাঁদের এক একর জমি ।

Man Surprises Wife in second Wedding Anniversary with a Plot of Land on Moon
আকাশের থেকে চাঁদের জমি উপহার

আজ সেই জমির নথিপত্র তাঁর হাতে এসে পৌঁছেছে। স্বামীর এমন উপহারের কথা আজই জেনেছেন দেবযানী। অবাক তিনি। বারবার উলটেপালটে দেখছেন ওই জমির কাগজপত্র। ইটিভি ভারত-কে বলেন, “ও আজই আমাকে জানায়, আমার জন্য সারপ্রাইজ আছে। প্রথমে ভাবি, বিবাহবার্ষিকীতে হয়তো আমার জন্য দামি কিছু উপহার কিনেছে। কিন্তু যখন শুনলাম, ও আমার জন্য চাঁদে জমি কিনেছে, আমি হতভম্ব হয়ে যাই। এরপরেই ও আমাকে সেই জমির নথিপত্র দেখায়। আমি তারপর বিশ্বাস করি ৷ আমার খুব ভাল লাগছে। কোনওদিন আকাশ আমাকে চাঁদে নিয়ে গেলে আরও খুশি হব, স্বপ্নপূরণ হবে।”

বিবাহবার্ষিকীতে আকাশের থেকে চাঁদের জমি উপহার পেয়ে হতভম্ব দেবযানী

আরও পড়ুন : Salman Khan Painting Show : সলমনের আঁকা ছবির একক প্রদর্শনী

এ প্রসঙ্গে আকাশ বলেন, “এটা অন্যরকম অনুভূতি ৷ এ শুধু স্ত্রীকে দেওয়া আমার বিবাহবার্ষিকীর উপহার নয়, এটা আমাদের দু’জনের একে অন্যকে দেওয়া উপহার। এভাবেই বিয়ের দ্বিতীয় বছরটিকে আমরা স্মরণীয় করে রাখলাম ৷ যদি কোনওদিন সুযোগ হয় দেবযানীকে নিয়ে চাঁদে যাব ।”

মালদা, 5 মার্চ : বিবাহবার্ষিকীতে ফুল, সোনা গয়না তো অনেকেই উপহার দেন ৷ কিন্তু জমি উপহার দেন ক‘জন ৷ না, তাও আবার পৃথিবীতে নয় ৷ যদি সেটা হয় একেবারে কয়েক লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে চাঁদে ৷ হ্যাঁ ঠিকই শুনেছেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার দিতে স্বামী চাঁদে কিনে ফেললেন এক একর জমি (wife surprised to see land document on moon as a wedding anniversary gift)। এনিয়ে স্বামী আকাশ আগে কিছুই বলেননি স্ত্রী দেবযানীকে । সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে আর কী ! আজ সেই জমির নথিপত্র হাতে এসে পৌঁছেছে । উপহার পেয়ে তো অবাক দেবযানী । চাঁদের জমির মালিক হয়ে গিয়েছেন তাঁরা । জমি পেয়েছেন লেক অফ হ্যাপিনেসের ধারে । সেখানে কীভাবে সুখের ঘর তৈরি করবেন, এখন সেটাই ভাবছে এই দম্পতি ।

আরও পড়ুন : Baul Songs in Book Fair : বইমেলায় এসে বাউল গানে মাতোয়ারা বাঙালি

মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনিতে থাকেন আকাশ-দেবযানী চক্রবর্তী। দু’বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। আকাশ ইংরেজবাজার পৌরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগে স্ত্রীকে কী উপহার দেওয়া যায় ভাবছিলেন তিনি। অবশেষে ইন্টারনেটে দেখতে পান চাঁদে জমি বিক্রি হচ্ছে। তা দেখেই তিনি চাঁদে জমি বিক্রি করা অ্যামেরিকার সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। কথাবার্তা শেষে 68 মার্কিন ডলার দিয়ে কিনেও নেন চাঁদের এক একর জমি ।

Man Surprises Wife in second Wedding Anniversary with a Plot of Land on Moon
আকাশের থেকে চাঁদের জমি উপহার

আজ সেই জমির নথিপত্র তাঁর হাতে এসে পৌঁছেছে। স্বামীর এমন উপহারের কথা আজই জেনেছেন দেবযানী। অবাক তিনি। বারবার উলটেপালটে দেখছেন ওই জমির কাগজপত্র। ইটিভি ভারত-কে বলেন, “ও আজই আমাকে জানায়, আমার জন্য সারপ্রাইজ আছে। প্রথমে ভাবি, বিবাহবার্ষিকীতে হয়তো আমার জন্য দামি কিছু উপহার কিনেছে। কিন্তু যখন শুনলাম, ও আমার জন্য চাঁদে জমি কিনেছে, আমি হতভম্ব হয়ে যাই। এরপরেই ও আমাকে সেই জমির নথিপত্র দেখায়। আমি তারপর বিশ্বাস করি ৷ আমার খুব ভাল লাগছে। কোনওদিন আকাশ আমাকে চাঁদে নিয়ে গেলে আরও খুশি হব, স্বপ্নপূরণ হবে।”

বিবাহবার্ষিকীতে আকাশের থেকে চাঁদের জমি উপহার পেয়ে হতভম্ব দেবযানী

আরও পড়ুন : Salman Khan Painting Show : সলমনের আঁকা ছবির একক প্রদর্শনী

এ প্রসঙ্গে আকাশ বলেন, “এটা অন্যরকম অনুভূতি ৷ এ শুধু স্ত্রীকে দেওয়া আমার বিবাহবার্ষিকীর উপহার নয়, এটা আমাদের দু’জনের একে অন্যকে দেওয়া উপহার। এভাবেই বিয়ের দ্বিতীয় বছরটিকে আমরা স্মরণীয় করে রাখলাম ৷ যদি কোনওদিন সুযোগ হয় দেবযানীকে নিয়ে চাঁদে যাব ।”

Last Updated : Mar 5, 2022, 10:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.