ETV Bharat / city

পুকুর থেকে উদ্ধার সরস্বতীর প্রাচীন প্রস্তরমূর্তি - বামনগোলা

স্নানের সময় পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করল প্রাচীন প্রস্তরমূর্তি । বাগদেবী সরস্বতীর আদলে এই প্রস্তরমূর্তি । উদ্ধারের পর থেকেই শুরু আরাধনা । শেষমেশ স্থানীয়দের বুঝিয়ে পুলিশ মূর্তিটিকে থানায় নিয়ে আসে ।

recovered an ancient sculpture at Bamangola
উদ্ধার সরস্বতীর প্রাচীন প্রস্তরমূর্তি
author img

By

Published : Apr 21, 2020, 5:56 PM IST

মালদা, 21 এপ্রিল : লকডাউনে সবকিছুই যেন নিস্তরঙ্গ ৷ তার মধ্যেও আজ দুপুরে চাঞ্চল্য ছড়াল বামনগোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালজয়ী গ্রামে ৷ ওই গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে প্রাচীন এক সরস্বতী মূর্তি ৷ খবর পেয়ে পুলিশ ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ তবে মূর্তিটির ঐতিহাসিক বর্ণনা এখনও পাওয়া যায়নি ৷

লকডাউনে শুধু শহর নয়, গ্রামেগঞ্জেও মানুষের তেমন কোনও কাজ নেই ৷ সরকার কৃষিক্ষেত্রে ছাড় দিলেও এখন চাষের মাঠে তেমন লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না ৷ কারণ, জেলার অনেক শ্রমিক ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে ৷ এই পরিস্থিতিতে আজ দুপুরে গোয়ালজয়ী গ্রামের মণ্ডল সোরেনের পুকুরে স্নান করতে নেমেছিল এলাকার লোকজন ৷ হঠাৎ তাদের একজনের পায়ে শক্ত কিছু ঠেকে ৷ সবাই মিলে সেটিকে পুকুরপাড়ে তুলে আনে ৷ দেখা যায়, সেটি একটি প্রাচীন মূর্তি ৷ কালো পাথরে তৈরি ৷

প্রাথমিকভাবে সবার ধারণা হয়, দুই হাত বিশিষ্ট মূর্তিটি সরস্বতীর ৷ কারণ, মূর্তিটির হাতে বীণা রয়েছে ৷ পিছনদিকে আরও একটি ছোট মূর্তি ওই পাথরের গায়েই খোদাই করা রয়েছে ৷ গ্রামীণ পুলিশ মারফৎ সেই খবর পেয়েই গ্রামে চলে আসে বামনগোলা থানার পুলিশ ৷ ততক্ষণে গ্রামবাসীরা মূর্তিটির পুজোও শুরু করে দিয়েছে ৷ কেউ মূর্তিটিকে পুলিশের হাতে তুলে দিতে রাজি নয় ৷ অনেক বুঝিয়ে পুলিশকর্মীরা মূর্তিটি থানায় নিয়ে যান ৷

বামনগোলা থানার OC অভিষেক তালুকদার বলেন, “মূর্তিটির উচ্চতা এক ফুট ৷ ওজন আড়াই কেজি ৷ মূর্তিটি কালো পাথরে তৈরি ৷ মুখের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত ৷ প্রাথমিকভাবে সেটিকে সরস্বতী মূর্তি বলেই মনে করা হচ্ছে ৷ মূর্তিটি মালদা জেলা মিউজিয়ামে দেওয়া হবে ৷ এনিয়ে মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে ৷”

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকা থেকে মাঝেমধ্যে প্রাচীন মূর্তি উদ্ধার হয় ৷ সম্ভবত ঐতিহাসিক জগজ্জীবনপুর এই এলাকার কাছাকাছি হওয়ার জন্যই এখানে এমন প্রাচীন আমলের মূর্তির আধিক্য ৷

মালদা, 21 এপ্রিল : লকডাউনে সবকিছুই যেন নিস্তরঙ্গ ৷ তার মধ্যেও আজ দুপুরে চাঞ্চল্য ছড়াল বামনগোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালজয়ী গ্রামে ৷ ওই গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে প্রাচীন এক সরস্বতী মূর্তি ৷ খবর পেয়ে পুলিশ ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ তবে মূর্তিটির ঐতিহাসিক বর্ণনা এখনও পাওয়া যায়নি ৷

লকডাউনে শুধু শহর নয়, গ্রামেগঞ্জেও মানুষের তেমন কোনও কাজ নেই ৷ সরকার কৃষিক্ষেত্রে ছাড় দিলেও এখন চাষের মাঠে তেমন লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না ৷ কারণ, জেলার অনেক শ্রমিক ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে ৷ এই পরিস্থিতিতে আজ দুপুরে গোয়ালজয়ী গ্রামের মণ্ডল সোরেনের পুকুরে স্নান করতে নেমেছিল এলাকার লোকজন ৷ হঠাৎ তাদের একজনের পায়ে শক্ত কিছু ঠেকে ৷ সবাই মিলে সেটিকে পুকুরপাড়ে তুলে আনে ৷ দেখা যায়, সেটি একটি প্রাচীন মূর্তি ৷ কালো পাথরে তৈরি ৷

প্রাথমিকভাবে সবার ধারণা হয়, দুই হাত বিশিষ্ট মূর্তিটি সরস্বতীর ৷ কারণ, মূর্তিটির হাতে বীণা রয়েছে ৷ পিছনদিকে আরও একটি ছোট মূর্তি ওই পাথরের গায়েই খোদাই করা রয়েছে ৷ গ্রামীণ পুলিশ মারফৎ সেই খবর পেয়েই গ্রামে চলে আসে বামনগোলা থানার পুলিশ ৷ ততক্ষণে গ্রামবাসীরা মূর্তিটির পুজোও শুরু করে দিয়েছে ৷ কেউ মূর্তিটিকে পুলিশের হাতে তুলে দিতে রাজি নয় ৷ অনেক বুঝিয়ে পুলিশকর্মীরা মূর্তিটি থানায় নিয়ে যান ৷

বামনগোলা থানার OC অভিষেক তালুকদার বলেন, “মূর্তিটির উচ্চতা এক ফুট ৷ ওজন আড়াই কেজি ৷ মূর্তিটি কালো পাথরে তৈরি ৷ মুখের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত ৷ প্রাথমিকভাবে সেটিকে সরস্বতী মূর্তি বলেই মনে করা হচ্ছে ৷ মূর্তিটি মালদা জেলা মিউজিয়ামে দেওয়া হবে ৷ এনিয়ে মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে ৷”

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকা থেকে মাঝেমধ্যে প্রাচীন মূর্তি উদ্ধার হয় ৷ সম্ভবত ঐতিহাসিক জগজ্জীবনপুর এই এলাকার কাছাকাছি হওয়ার জন্যই এখানে এমন প্রাচীন আমলের মূর্তির আধিক্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.