মালদা, 7 ডিসেম্বর : সাড়ে চারশো গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তর করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারদর আনুমানিক সাড়ে চার লাখ টাকা বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ ধৃতরা পুরাতন মালদায় এই মাদক পাচারে যুক্ত ছিল ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে খবর পেয়ে মালদার ইংরেজবাজারের মহদিপুরের লোটন মসজিদ এলাকায় হানা দেয় পুলিশ ৷ তথ্য় অনুযায়ী একটি গাড়ি আটক করে তল্লাশি চালায় ৷ আর তাতেই 450 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ এনিয়ে ইংরেজবাজার থানার আইসি জানান, গতকাল রাতে মহদিপুরের শাইলাপুর থেকে একটি ছোটো গাড়ি নিয়ে তিনজন মালদা শহরের দিকে আসছিল। সেই খবর পেয়ে লুকোচুরি পুলিশ ক্যাম্পের ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশকর্মীরা ওই গাড়ি থামিয়ে তল্লাশি চালান । সেই গাড়ি থেকেই মাদক উদ্ধার হয়েছে ৷ গ্রেপ্তার করা হয়েছে গাড়িতে থাকা তিন পাচারকারীকে ৷ ধৃতদের নাম আশাদুল শেখ (32), তাজেল মিঞাঁ (25) ও আনওয়ার আলি (19) ৷
প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে, তারা পুরাতন মালদা এলাকায় উদ্ধার হওয়া এই মাদকগুলি পাচারের পরিকল্পনা ছিল ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হলে তাদের 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷