কলকাতা, 5 মার্চ : লোকসভা নির্বাচনের আগেও উপযুক্ত নিরাপত্তার দাবি উঠেছিল । নিরাপত্তা না পেলে ভোটগ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন শিক্ষকদের একাংশ । নিরাপত্তার দাবিতে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শনও করেছিলেন ৷ এবার পৌর নির্বাচনের আগেও সেই একই দাবি শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের । গতকাল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে ডেপুটেশন জমা দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরে । সেখানে শিক্ষকরা জানিয়ে দেন উপযুক্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি করবেন না ।
ঐক্য মঞ্চের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টি চরমভাবে বিঘ্নিত হয়েছিল । এক্ষেত্রে তাঁরা প্রশাসনের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনকেও অভিযোগের কাঠগড়ায় তুলেছেন । তাঁদের বক্তব্য, কমিশন এবং প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ভোটকর্মীরা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হন । যাঁরা সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছিলেন, তাঁদের উপর নেমে এসেছিল মানসিক এবং শারীরিক নির্যাতন । ঐক্য মঞ্চের অভিযোগ, নির্বাচন চলাকালীন উত্তর দিনাজপুর জেলার রতনপুর হাই মাদ্রাসার তরুণ শিক্ষক রাজকুমার রায় দায়িত্বরত অবস্থায় নিখোঁজ হয়ে যান । পরে তাঁর দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে । বহু ভোটকর্মী এভাবে আক্রান্ত হয়েছিলেন ।
আর তারপরই গত লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আন্দোলন সংঘটিত হয়েছিল । ঐক্য মঞ্চের দাবি, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্যের অধিকাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী রেখে ভোট করা হয়েছিল । যার ফলে নিরাপত্তার দিকটি সুনিশ্চিত হয়েছিল । তেমন কোনও বড় ঘটনা ঘটেনি । ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এ প্রসঙ্গে বলেন, " আসন্ন পৌরসভা নির্বাচনের আগে ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নিয়ে আশঙ্কিত ভোটকর্মীরা ৷ বুথে নিরপেক্ষ ও নিয়মানুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের জন্য ভোটকর্মীদের নিরাপত্তা অত্যন্ত জরুরি । আমাদের দাবি, ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে । কোথাও সিভিক ভলান্টিয়ারদের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ করা চলবে না । ভোটকর্মী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আমাদের জানতে হবে নিরাপত্তার জন্য় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে । এটা না করা হলে ভোটকর্মী হিসেবে কোনও শিক্ষক কাজ করবে না ।"
যদিও এ বিষয়ে কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।