ETV Bharat / city

TMC stand on Anubrata Mondal: অনুব্রতকে নিয়ে অস্বস্তিতে তৃণমূল, পার্থর মতোই হবে এই দাপুটে নেতার পরিণতি ?

অনুব্রত মণ্ডল (TMC stand on Anubrata Mondal) নিয়ে আপাতত নীরবতাই অস্ত্র তৃণমূল কংগ্রেসের ৷ তবে কি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মতোই হতে চলেছে এই দাপুটে নেতার পরিণতি ? তৃণমূল নেতা শান্তনু সেন বলেছেন, দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে ।

Will TMC remove Anubrata Mondal like Partha Chatterjee
অনুব্রতকে নিয়ে অস্বস্তিতে তৃণমূল, পার্থর মতোই হবে এই দাপুটে নেতার পরিণতি ?
author img

By

Published : Aug 11, 2022, 1:13 PM IST

কলকাতা, 11 অগস্ট: অনুব্রত মণ্ডলকে (TMC stand on Anubrata Mondal) ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই । অভিযোগ, গরু পাচার এবং বালি পাচার মামলায় তাঁর সহযোগী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদে অনুব্রত মণ্ডলের নাম পাওয়া গিয়েছে । আর সেই কারণেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না । তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে । প্রসঙ্গত প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, এ বার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁর গ্রেফতারি নিয়ে কী বলবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ? যদিও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির বিষয়টি প্রকাশ্যে আসতেই ছোট থেকে বড় সব তৃণমূল নেতাই এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছেন । পার্থ চট্টোপাধ্যায়ের ন্যায় এ বারও বলা হয়েছে দল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সঠিক সময়েই এই নিয়ে প্রতিক্রিয়া দেবে তৃণমূল কংগ্রেস ।

এ দিকে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি ত্যাগী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, একটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেস আগেই তাঁদের অবস্থান স্পষ্ট করেছে । কোনও দুর্নীতি বা অস্বচ্ছতা সঙ্গে যুক্ত কোনও নেতার পাশে দাঁড়াবে না দল । এ ক্ষেত্রে তাঁর যুক্তি, অনুব্রত মণ্ডল যদি দোষী হন আইন আইনের পথে চলবে । দল তাতে হস্তক্ষেপ করবে না ।

আরও পড়ুন: জেরায় একের পর এক প্রশ্ন এড়িয়ে অসহযোগিতা ! কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ?

প্রসঙ্গত সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) দল থেকে বহিষ্কারের পর নতুন করে জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ থাকলেও সে সময় তাঁকে সরিয়ে দেওয়ার মতো সাহস দেখাতে পারেনি দল । আর তাই আজ যখন সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে, তখন কোনও সন্দেহ নেই দলের অস্বস্তি বাড়তে চলেছে । খুব স্বাভাবিকভাবেই তাই রাজ্যবাসীর চোখ থাকবে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কি পার্থ চট্টোপাধ্যায়ের ন্যায় বহিষ্কারের দিকেই হাঁটবে দল ?

এ বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা শান্তনু সেন জানান, "কোনও ধরনের দুর্নীতি, কোনও ধরনের অন্যায়ের সঙ্গে তৃণমূল আপোষ করে না । দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে । এটা গুজরাত নয়, যেখানে আনলফুল কাজ দিনের পর দিন করার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না । এখানে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় । দল কোনও অন্যায়ের সঙ্গে আপোষ করবে না । এ ক্ষেত্রেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে ।"

কলকাতা, 11 অগস্ট: অনুব্রত মণ্ডলকে (TMC stand on Anubrata Mondal) ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই । অভিযোগ, গরু পাচার এবং বালি পাচার মামলায় তাঁর সহযোগী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদে অনুব্রত মণ্ডলের নাম পাওয়া গিয়েছে । আর সেই কারণেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না । তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে । প্রসঙ্গত প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, এ বার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁর গ্রেফতারি নিয়ে কী বলবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ? যদিও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির বিষয়টি প্রকাশ্যে আসতেই ছোট থেকে বড় সব তৃণমূল নেতাই এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছেন । পার্থ চট্টোপাধ্যায়ের ন্যায় এ বারও বলা হয়েছে দল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সঠিক সময়েই এই নিয়ে প্রতিক্রিয়া দেবে তৃণমূল কংগ্রেস ।

এ দিকে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি ত্যাগী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, একটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেস আগেই তাঁদের অবস্থান স্পষ্ট করেছে । কোনও দুর্নীতি বা অস্বচ্ছতা সঙ্গে যুক্ত কোনও নেতার পাশে দাঁড়াবে না দল । এ ক্ষেত্রে তাঁর যুক্তি, অনুব্রত মণ্ডল যদি দোষী হন আইন আইনের পথে চলবে । দল তাতে হস্তক্ষেপ করবে না ।

আরও পড়ুন: জেরায় একের পর এক প্রশ্ন এড়িয়ে অসহযোগিতা ! কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ?

প্রসঙ্গত সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) দল থেকে বহিষ্কারের পর নতুন করে জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ থাকলেও সে সময় তাঁকে সরিয়ে দেওয়ার মতো সাহস দেখাতে পারেনি দল । আর তাই আজ যখন সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে, তখন কোনও সন্দেহ নেই দলের অস্বস্তি বাড়তে চলেছে । খুব স্বাভাবিকভাবেই তাই রাজ্যবাসীর চোখ থাকবে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কি পার্থ চট্টোপাধ্যায়ের ন্যায় বহিষ্কারের দিকেই হাঁটবে দল ?

এ বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা শান্তনু সেন জানান, "কোনও ধরনের দুর্নীতি, কোনও ধরনের অন্যায়ের সঙ্গে তৃণমূল আপোষ করে না । দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে । এটা গুজরাত নয়, যেখানে আনলফুল কাজ দিনের পর দিন করার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না । এখানে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় । দল কোনও অন্যায়ের সঙ্গে আপোষ করবে না । এ ক্ষেত্রেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.