ETV Bharat / city

West Bengal Corona Update : রাজ্যে দৈনিক আক্রান্ত 739, সবচেয়ে কম সংক্রমণ মালদা ও পুরুলিয়াতে

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 15 লাখ 37 হাজার 185 । মোট মৃত্যু হয়েছে 18 হাজার 276 জনের । মৃত্যুর হার 1.19 শতাংশ ।

s
s
author img

By

Published : Aug 13, 2021, 8:41 PM IST

কলকাতা, 13 অগস্ট : গতকালই নতুন করে আরও 15 দিন বিধিনিষেধ বাড়ানো হয়েছে রাজ্যে ৷ এর মধ্যে আজ সামান্য কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 739 জন । গতকাল দৈনিক সংক্রামিতের সংখ্যা ছিল 747 । কমল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের । গতকাল সংখ্যাটা ছিল 10 ।

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 37 হাজার 185 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 276 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 749 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.63 শতাংশ । বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 88 এবং উত্তর 24 পরগনায় 89 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদা ও পুরুলিয়ায় ৷ গত 24 ঘণ্টায় দুই জেলায় আক্রান্ত হয়েছে 4 জন করে ৷

আরও পড়ুন: Covid 19 Vaccination : প্রথম ও দ্বিতীয় ডোজ়ের জন্য সময়সূচিতে বদল কলকাতায়

রাজ্যে আরও 15 দিন বিধিনিষেধ বাড়ানো হলেও শিথিল করা হয়েছে বেশ কিছু নিয়ম ৷ এবার থেকে নাইট কার্ফু লাগু হবে রাত 11টায় ৷ জারি থাকবে পরদিন ভোর 5টা অবধি ৷ এছাড়াও 50 শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি 50 শতাংশ উপস্থিতিতে সুইমিংপুলও খোলা যাবে ৷ তবে লোকাল ট্রেন আগের মতোই বন্ধ থাকছে ৷ যদিও বাস ও মেট্রো চলছে ৷

কলকাতা, 13 অগস্ট : গতকালই নতুন করে আরও 15 দিন বিধিনিষেধ বাড়ানো হয়েছে রাজ্যে ৷ এর মধ্যে আজ সামান্য কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 739 জন । গতকাল দৈনিক সংক্রামিতের সংখ্যা ছিল 747 । কমল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের । গতকাল সংখ্যাটা ছিল 10 ।

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 37 হাজার 185 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 276 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 749 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.63 শতাংশ । বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 88 এবং উত্তর 24 পরগনায় 89 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদা ও পুরুলিয়ায় ৷ গত 24 ঘণ্টায় দুই জেলায় আক্রান্ত হয়েছে 4 জন করে ৷

আরও পড়ুন: Covid 19 Vaccination : প্রথম ও দ্বিতীয় ডোজ়ের জন্য সময়সূচিতে বদল কলকাতায়

রাজ্যে আরও 15 দিন বিধিনিষেধ বাড়ানো হলেও শিথিল করা হয়েছে বেশ কিছু নিয়ম ৷ এবার থেকে নাইট কার্ফু লাগু হবে রাত 11টায় ৷ জারি থাকবে পরদিন ভোর 5টা অবধি ৷ এছাড়াও 50 শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি 50 শতাংশ উপস্থিতিতে সুইমিংপুলও খোলা যাবে ৷ তবে লোকাল ট্রেন আগের মতোই বন্ধ থাকছে ৷ যদিও বাস ও মেট্রো চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.