ETV Bharat / city

West Bengal Covid Update : 4 দিন পর সাতশোর নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

author img

By

Published : Aug 15, 2021, 8:07 PM IST

Updated : Aug 15, 2021, 8:36 PM IST

16টি জেলায় গত 24 ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি ৷ জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনায় সর্বোচ্চ 3 জনের মৃত্যু হয়েছে ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ হাওড়া ও নদিয়াও 2 জন করে মারা গিয়েছেন ৷ একজন করে মৃত্যু হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও দক্ষিণ 24 পরগনায় ৷

west-bengal-registers-673-new-covid-19-cases-in-last-24-hours
সাতশোর নিচে নামল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

কলকাতা, 15 অগস্ট : চারদিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ নামল সাতশোর নিচে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 673 জন ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 15 জনের ৷

11 তারিখ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 700 হয়েছিল ৷ 12 তারিখ তা আরও বেড়ে হয় 747 ৷ এরপর 2 দিন দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও তা সাতশোর ঘরেই ছিল ৷ আজ সেই সংখ্যা সাতশোর নিচে নামল ৷

সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 38 হাজার 563 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 709 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 10 হাজার 230 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 10 হাজার 30 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 303 জনের ৷

এই সংক্রান্ত খবর : প্রবীণ ও শয্যাশায়ী ব্যক্তিদের টিকাকরণের নীতি বদল কলকাতা পৌরনিগমের

গত 24 ঘণ্টায় রাজ্যে 43 হাজার 124 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 63 লাখ 87 হাজার 157 ৷ আজ 3 লাখ 39 হাজার 898 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 50 হাজার 944 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 47 লাখ 68 হাজার 163 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ় পেয়েছেন 93 লাখ 89 হাজার 226 জন ৷

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা উত্তর 24 পরগনায় ৷ এই জেলায় 85 জন আক্রান্ত হয়েছেন ৷ কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা 77 ৷ সবচেয়ে কম দৈনিক আক্রান্ত পুরুলিয়াতে ৷ এই জেলায় গত 24 ঘণ্টায় একজন আক্রান্ত হয়েছেন ৷

কলকাতা, 15 অগস্ট : চারদিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ নামল সাতশোর নিচে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 673 জন ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 15 জনের ৷

11 তারিখ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 700 হয়েছিল ৷ 12 তারিখ তা আরও বেড়ে হয় 747 ৷ এরপর 2 দিন দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও তা সাতশোর ঘরেই ছিল ৷ আজ সেই সংখ্যা সাতশোর নিচে নামল ৷

সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 38 হাজার 563 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 709 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 10 হাজার 230 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 10 হাজার 30 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 303 জনের ৷

এই সংক্রান্ত খবর : প্রবীণ ও শয্যাশায়ী ব্যক্তিদের টিকাকরণের নীতি বদল কলকাতা পৌরনিগমের

গত 24 ঘণ্টায় রাজ্যে 43 হাজার 124 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 63 লাখ 87 হাজার 157 ৷ আজ 3 লাখ 39 হাজার 898 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 50 হাজার 944 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 47 লাখ 68 হাজার 163 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ় পেয়েছেন 93 লাখ 89 হাজার 226 জন ৷

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা উত্তর 24 পরগনায় ৷ এই জেলায় 85 জন আক্রান্ত হয়েছেন ৷ কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা 77 ৷ সবচেয়ে কম দৈনিক আক্রান্ত পুরুলিয়াতে ৷ এই জেলায় গত 24 ঘণ্টায় একজন আক্রান্ত হয়েছেন ৷

Last Updated : Aug 15, 2021, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.