ETV Bharat / city

Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় ভাবনা রাজ্য সরকারের - স্বাস্থ্যসাথী কার্ড

স্বাস্থ্যসাথী নিয়ে এ বার বড় ভাবনা রাজ্য সরকারের (Swasthya Sathi Card)৷ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জটিলতা কাটাতে এ বার থেকে ইনশিয়োরেন্স মোডকে বাদ দেওয়া হচ্ছে (Mamata Banerjee)৷

West Bengal Govt takes big decision over Swasthya Sathi card
স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় ভাবনা রাজ্য সরকারের
author img

By

Published : Jul 13, 2022, 3:26 PM IST

কলকাতা, 13 জুলাই: স্বাস্থ্যসাথী কার্ডকে ঘিরে দেখা গিয়েছে একাধিক জটিলতা (Swasthya Sathi Card)। কিছুক্ষেত্রে অভিযোগ ওঠে বেসরকারি নানা হাসপাতাল এই কার্ড গ্রহণ করতে চায় না ৷ স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীর চিকিৎসার টাকা মেটাতে অনেক সময় লাগছে বলেও অভিযোগ করে হাসপাতালগুলি ৷ তবে এ বার এই নিয়ে জটিলতা কাটাতে তৎপর হল রাজ্য সরকার (Mamata Banerjee)। গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের মাধ্যমে সমস্যা দূর করার চেষ্টা করা হচ্ছে ৷

এত দিন স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা মেটানোর ক্ষেত্রে দু’টি পদ্ধতিই চালু ছিল - অ্যাশিয়োরেন্স ও ইনশিয়োরেন্স । তবে এ বার ইনশিয়োরেন্স মোডকে বাদ দিয়ে সম্পূর্ণ অ্যাশিয়োরেন্স মোড চালু করার পরিকল্পনা নিয়েছে নবান্ন । অর্থাৎ বিমা সংস্থাকে পাকাপাকি ভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানানো হয়েছে যে, সরকার সরাসরি এ বার সেই টাকা মেটাবে ।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড না-নেওয়ায় সাতটি নার্সিংহোমকে দেড় কোটি টাকা জরিমানা

এতদিন ইনশিয়োরেন্স মোডে 70 লক্ষ পরিবারের স্বাস্থ্যসাথীর জন্য বছরে প্রায় 600 কোটি টাকার কিস্তি মেটাতে হয় । সেখানে অ্যাশিয়োরেন্স মোডে এক কোটি 70 লক্ষ পরিবারের জন্য বছরে সরকারের খরচ হয় প্রায় 1800 কোটি টাকা । তবে অভিযোগ উঠেছে, ইনশিয়োরেন্স মোডে বিমা সংস্থা টাকা দিতে দেরি করছে । আর সে বিষয়টি বিবেচনা করেই এই ভাবনা রাজ্য সরকারের । এর ফলে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পেতে মানুষকে কোনও সমস্যায় পড়তে হবে না বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Govt takes big decision over Swasthya Sathi card)।

কলকাতা, 13 জুলাই: স্বাস্থ্যসাথী কার্ডকে ঘিরে দেখা গিয়েছে একাধিক জটিলতা (Swasthya Sathi Card)। কিছুক্ষেত্রে অভিযোগ ওঠে বেসরকারি নানা হাসপাতাল এই কার্ড গ্রহণ করতে চায় না ৷ স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীর চিকিৎসার টাকা মেটাতে অনেক সময় লাগছে বলেও অভিযোগ করে হাসপাতালগুলি ৷ তবে এ বার এই নিয়ে জটিলতা কাটাতে তৎপর হল রাজ্য সরকার (Mamata Banerjee)। গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের মাধ্যমে সমস্যা দূর করার চেষ্টা করা হচ্ছে ৷

এত দিন স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা মেটানোর ক্ষেত্রে দু’টি পদ্ধতিই চালু ছিল - অ্যাশিয়োরেন্স ও ইনশিয়োরেন্স । তবে এ বার ইনশিয়োরেন্স মোডকে বাদ দিয়ে সম্পূর্ণ অ্যাশিয়োরেন্স মোড চালু করার পরিকল্পনা নিয়েছে নবান্ন । অর্থাৎ বিমা সংস্থাকে পাকাপাকি ভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানানো হয়েছে যে, সরকার সরাসরি এ বার সেই টাকা মেটাবে ।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড না-নেওয়ায় সাতটি নার্সিংহোমকে দেড় কোটি টাকা জরিমানা

এতদিন ইনশিয়োরেন্স মোডে 70 লক্ষ পরিবারের স্বাস্থ্যসাথীর জন্য বছরে প্রায় 600 কোটি টাকার কিস্তি মেটাতে হয় । সেখানে অ্যাশিয়োরেন্স মোডে এক কোটি 70 লক্ষ পরিবারের জন্য বছরে সরকারের খরচ হয় প্রায় 1800 কোটি টাকা । তবে অভিযোগ উঠেছে, ইনশিয়োরেন্স মোডে বিমা সংস্থা টাকা দিতে দেরি করছে । আর সে বিষয়টি বিবেচনা করেই এই ভাবনা রাজ্য সরকারের । এর ফলে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পেতে মানুষকে কোনও সমস্যায় পড়তে হবে না বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Govt takes big decision over Swasthya Sathi card)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.