ETV Bharat / city

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের কৃতিত্ব কার, দড়ি টানাটানি তৃণমূল-বিজেপিতে - নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প

পশ্চিমবঙ্গের পরিকাঠামোর উন্নয়নে কোনও নজর দেওয়া হয়নি ৷ দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর সম্প্রসারিত অংশের উদ্বোধনের আগে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যদিও তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের দাবি, এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের কৃতিত্ব কার, দড়ি টানাটানি তৃণমূল বিজেপিতে
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের কৃতিত্ব কার, দড়ি টানাটানি তৃণমূল বিজেপিতে
author img

By

Published : Feb 22, 2021, 9:05 PM IST

Updated : Feb 22, 2021, 9:16 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : কলকাতা মেট্রো রেলের নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন হল আজ সোমবার ৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু উদ্বোধন করেছেন বলেই কি এই প্রকল্পের কৃতিত্ব তাঁর সরকার নিতে পারে ? তৃণমূল কংগ্রেসের কাছে এই প্রশ্নের উত্তর অবশ্যই ‘না’ ৷ তারা মনে করছে এই প্রকল্পের কৃতিত্ব পাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

আর কেন এই প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব পাওয়া উচিত, তাই নিয়েই সোমবার টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ তাঁর দাবি, এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে ডেরেক লিখেছেন, ‘‘আজ, প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তিনি বাংলার জন্য নতুন রেল পথের সূচনা করলেন ৷ মিথ্যা ! মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে 2011 সালের 25 ফেব্রুয়ারি বাজেটে এই প্রকল্প বরাদ্দ করেছিলেন ৷’’ এই নিয়ে প্রেস ইনফরমেশন ব্যুরোর একটি তথ্যও শেয়ার করেন ওই টুইটে ৷ সেই কারণে টুইটে তিনি লেখেন যে পিআইবি প্রধানমন্ত্রীর মিথ্যা প্রকাশ করে দিয়েছে ৷

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় দু’দফায় রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ প্রথমাবার বিজেপির অটলবিহারী বাজপেয়ীর সরকারে ৷ আর দ্বিতীয়বার কংগ্রেসের মনমোহন সিংয়ের সরকারে ৷ 2011 সালের বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন রেলমন্ত্রী ৷ ওই বছর রেল বাজেটে তিনি একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ সেই প্রকল্পগুলির মধ্যেই কলকাতা মেট্রো রেলকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের বিষয়টি ছিল বলে দাবি ডেরেকের ৷ পিআইবি-র ওই নথিতেও বিষয়টি রয়েছে ৷

  • Today, the PM claimed to have started new rail routes in Bengal. Jhoot! Mamata Banerjee as Rail Minister allocated the budget, on 25 February 2011!@PIB_India nails the lies of Mr Teleprompter!

    See for yourself 👇PIB official government release pic.twitter.com/55Vw8ofW3c

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) February 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে উচ্চবাচ্য করেননি ৷ প্রধানমন্ত্রী এদিন হুগলির সাহাগঞ্জে দলের একটি জনসভাতেও অংশগ্রহণ করেন ৷ সেই জনসভা থেকেই তিনি দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলাচলের বিষয়টি নিয়ে মুখ খোলেন ৷ তাঁর দাবি, এই প্রকল্প চালু হলে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলির অনেক মানুষ উপকৃত হবেন ৷

আরও পড়ুন : 40 মিনিটেই দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, মেট্রো সম্প্রসারণের ফ্ল্যাগ অফ প্রধানমন্ত্রীর

পাশাপাশি এই প্রকল্পকে সামনে রেখে পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও এদিন তুলে ধরেছেন ৷ তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গে পরিকাঠামো উন্নয়ের বিষয়ে এখানকার সরকার ঠিকমতো নজর দেয়নি ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি : কলকাতা মেট্রো রেলের নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন হল আজ সোমবার ৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু উদ্বোধন করেছেন বলেই কি এই প্রকল্পের কৃতিত্ব তাঁর সরকার নিতে পারে ? তৃণমূল কংগ্রেসের কাছে এই প্রশ্নের উত্তর অবশ্যই ‘না’ ৷ তারা মনে করছে এই প্রকল্পের কৃতিত্ব পাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

আর কেন এই প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব পাওয়া উচিত, তাই নিয়েই সোমবার টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ তাঁর দাবি, এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে ডেরেক লিখেছেন, ‘‘আজ, প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তিনি বাংলার জন্য নতুন রেল পথের সূচনা করলেন ৷ মিথ্যা ! মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে 2011 সালের 25 ফেব্রুয়ারি বাজেটে এই প্রকল্প বরাদ্দ করেছিলেন ৷’’ এই নিয়ে প্রেস ইনফরমেশন ব্যুরোর একটি তথ্যও শেয়ার করেন ওই টুইটে ৷ সেই কারণে টুইটে তিনি লেখেন যে পিআইবি প্রধানমন্ত্রীর মিথ্যা প্রকাশ করে দিয়েছে ৷

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় দু’দফায় রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ প্রথমাবার বিজেপির অটলবিহারী বাজপেয়ীর সরকারে ৷ আর দ্বিতীয়বার কংগ্রেসের মনমোহন সিংয়ের সরকারে ৷ 2011 সালের বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন রেলমন্ত্রী ৷ ওই বছর রেল বাজেটে তিনি একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ সেই প্রকল্পগুলির মধ্যেই কলকাতা মেট্রো রেলকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের বিষয়টি ছিল বলে দাবি ডেরেকের ৷ পিআইবি-র ওই নথিতেও বিষয়টি রয়েছে ৷

  • Today, the PM claimed to have started new rail routes in Bengal. Jhoot! Mamata Banerjee as Rail Minister allocated the budget, on 25 February 2011!@PIB_India nails the lies of Mr Teleprompter!

    See for yourself 👇PIB official government release pic.twitter.com/55Vw8ofW3c

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) February 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে উচ্চবাচ্য করেননি ৷ প্রধানমন্ত্রী এদিন হুগলির সাহাগঞ্জে দলের একটি জনসভাতেও অংশগ্রহণ করেন ৷ সেই জনসভা থেকেই তিনি দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলাচলের বিষয়টি নিয়ে মুখ খোলেন ৷ তাঁর দাবি, এই প্রকল্প চালু হলে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলির অনেক মানুষ উপকৃত হবেন ৷

আরও পড়ুন : 40 মিনিটেই দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, মেট্রো সম্প্রসারণের ফ্ল্যাগ অফ প্রধানমন্ত্রীর

পাশাপাশি এই প্রকল্পকে সামনে রেখে পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও এদিন তুলে ধরেছেন ৷ তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গে পরিকাঠামো উন্নয়ের বিষয়ে এখানকার সরকার ঠিকমতো নজর দেয়নি ৷

Last Updated : Feb 22, 2021, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.