কলকাতা, 15 ফেব্রুয়ারি : আজ, সোমবার থেকে কলকাতা শহরে পাওয়া যাচ্ছে 5 টাকার ডিম ভাত । মহানগরের 16 টি জায়গা থেকে দুপুরে 5 টাকার বিনিময় ডিম ভাত বিতরণ করবে রাজ্য সরকার । ‘মায়ের রান্নাঘর’ প্রকল্পে কলকাতা পৌরনিগম এই দুপুরের আহার বিলি করার আয়োজন করেছে । রাজ্য বাজেটে পাস হওয়ার সাত দিনের মধ্যেই এই প্রকল্প চালু করল কলকাতা পৌরনিগম । আগামিদিনে কলকাতা শহরের 144টি ওয়ার্ডেই মিলবে 5 টাকায় ডিম ভাত । আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন ।
‘মায়ের রান্নাঘর’ প্রকল্পে একটি থালায় 200 গ্রাম চালের ভাত, সবজি ও ডিম দেওয়া দেওয়া হচ্ছে । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যসাথী-খাদ্যসাথী প্রকল্পের ভারপ্রাপ্ত ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণ দরিদ্র মানুষের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছেন । নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রাজনীতি করার কোনও প্রয়োজন নেই । সাধারণ মানুষের উপকার করার জন্যই তিনি এই প্রকল্প ঘোষণা করেছেন । প্রতিদিন 100 জন মানুষকে 5 টাকার বিনিময় ডিম ভাত দেওয়া হবে । আগামিদিনে কলকাতা শহরের সবকটি ওয়ার্ড থেকেই এই প্রকল্প চলবে । আজ উদ্বোধনের দিন বিনামূল্যে গরিব মানুষদের দুপুরের আহার তুলে দেওয়া হয়েছে ।
এই প্রকল্পের সুবিধা নিতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গরিব মানুষদের । ‘মায়ের রান্নাঘর’ প্রকল্পে দুপুরের খাবার পেয়ে খুশি গরিব মানুষেরা । তাঁরা জানিয়েছেন, তাঁরা ভাবতেই পারেননি যে তাঁদের জন্য এই ধরনের কোনও প্রকল্প নিয়ে আসবে রাজ্য সরকার ।
এদিকে এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ভোটের আগে তৃণমূল রাজনীতি করছে । দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ করে এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস বিজেপিকে অনুকরণ করে না । বরং কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের কন্যাশ্রী প্রকল্পকে অনুসরণ করেছে । কিন্তু তারা গরিব মানুষের জন্য যা করতে পারেনি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন ।’’
আরও পড়ুন : পাঁচ টাকাতেই মায়ের রান্নাঘরে ভরবে পেট
এদিন তিনি জানান, 5 টাকার বিনিময় ডিম ভাত প্রকল্প রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে কটুক্তি করতেই পারে । আসলে বিজেপির নিজের কিছু করার ক্ষমতা নেই, তাই অন্যরা কিছু করলে তা নিয়েও তারা কটূক্তি করে ।