ETV Bharat / city

সিভিক ভলান্টিয়র, গ্রিন পুলিশকে নির্বাচনের কাজে না, নির্দেশিকা জারি কমিশনের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

বিরোধীদের অভিযোগ, সিভিক পুলিশ, গ্রিন পুলিশ ও স্টুডেন্ট পুলিশরা অনেক সময় শাসক শিবিরের পক্ষপাতিত্ব করে থাকেন ৷ তাই ভোটের ডিউটিতে তাঁদের ব্যবহার না করার জন্য নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন ৷

Election Commission
নির্বাচন কমিশন
author img

By

Published : Mar 7, 2021, 2:44 PM IST

কলকাতা, 7 মার্চ : সিভিক ভলান্টিয়র, গ্রিন পুলিশ, স্টুডেন্ট পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না ৷ নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের ৷

আরও পড়ুন : সুপার সানডেতে রাজনীতির হাই ভোল্টেজ ম্যাচ রাজ্যের 2 প্রান্তে

নির্দেশিকা অনুয়ায়, সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা নিজেদের এলাকায় নির্বাচনের তিনদিন আগে থেকে ও ভোট শেষ হওয়ার একদিন পরে পর্যন্ত ডিউটি করতে পারবেন না ৷ ইতিমধ্যেই লালবাজার এবং নবান্নে এই নির্দেশিকা পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : বামেদের মৃত্যুঘণ্টা বাজানোর 19 বছর পর পরিবর্তন, বিজেপি ফল পাবে 2 মাসে?

এর আগে একাধিক নির্বাচনে সিভিক পুলিশ ও গ্রিন পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে ৷ বিরোধীদের একাংশের অভিযোগ, অনেকক্ষেত্রে সিভিক ভলান্টিয়রদের নিয়োগের পিছনে শাসকদলের হাত থাকে ৷ তাই নির্বাচনের কাজে শাসকদলের পক্ষপাতিত্ব করে থাকেন অনেকে ৷ তাই তাঁদের যাতে ভোটের সময় ডিউটি দেওয়া না হয় তা নিয়ে বিরোধী দলগুলি একাধিকবার সরব হয়েছে । জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল তখনও বিরোধীদের তরফে এই অভিযোগ করা হয়েছিল ।

বিরোধীদের তরফে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বার বার কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠেছে ৷ 25 মার্চের মধ্যে ৬৫০ কোম্পানি অতিরিক্ত বাহিনীর রাজ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে । বর্তমানে বাহিনীর 125 কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে । পাশাপাশি আরও 170 কোম্পানি এই সপ্তাহের মধ্যে রাজ্যে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 7 মার্চ : সিভিক ভলান্টিয়র, গ্রিন পুলিশ, স্টুডেন্ট পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না ৷ নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের ৷

আরও পড়ুন : সুপার সানডেতে রাজনীতির হাই ভোল্টেজ ম্যাচ রাজ্যের 2 প্রান্তে

নির্দেশিকা অনুয়ায়, সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা নিজেদের এলাকায় নির্বাচনের তিনদিন আগে থেকে ও ভোট শেষ হওয়ার একদিন পরে পর্যন্ত ডিউটি করতে পারবেন না ৷ ইতিমধ্যেই লালবাজার এবং নবান্নে এই নির্দেশিকা পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : বামেদের মৃত্যুঘণ্টা বাজানোর 19 বছর পর পরিবর্তন, বিজেপি ফল পাবে 2 মাসে?

এর আগে একাধিক নির্বাচনে সিভিক পুলিশ ও গ্রিন পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে ৷ বিরোধীদের একাংশের অভিযোগ, অনেকক্ষেত্রে সিভিক ভলান্টিয়রদের নিয়োগের পিছনে শাসকদলের হাত থাকে ৷ তাই নির্বাচনের কাজে শাসকদলের পক্ষপাতিত্ব করে থাকেন অনেকে ৷ তাই তাঁদের যাতে ভোটের সময় ডিউটি দেওয়া না হয় তা নিয়ে বিরোধী দলগুলি একাধিকবার সরব হয়েছে । জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল তখনও বিরোধীদের তরফে এই অভিযোগ করা হয়েছিল ।

বিরোধীদের তরফে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বার বার কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠেছে ৷ 25 মার্চের মধ্যে ৬৫০ কোম্পানি অতিরিক্ত বাহিনীর রাজ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে । বর্তমানে বাহিনীর 125 কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে । পাশাপাশি আরও 170 কোম্পানি এই সপ্তাহের মধ্যে রাজ্যে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.