ETV Bharat / city

বামফ্রন্টের ‘টুম্পা’ কি পারবে বিমুখ ভোটারদের মন জয় করতে ?

বামেদের এমন দশা কেন হল ? কেন মৌলিক কোনও কিছু সৃষ্টি করা গেল না ? ভাইরাল টুম্পা কে নিয়েই কেন প্যারোডি করতে হল ? ভাইরাল টুম্পা কি পারবে বিমুখ ভোটারদের বাম শিবিরে ফেরাতে !

বামফ্রন্টের ‘টুম্পা’ কি পারবে বিমুখ ভোটারদের মন জয় করতে ?
বামফ্রন্টের ‘টুম্পা’ কি পারবে বিমুখ ভোটারদের মন জয় করতে ?
author img

By

Published : Feb 21, 2021, 11:14 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : চিন্তাশীল, যুক্তিবাদী ও সৃজনশীল মানুষেরাই মূলত প্রথম সারিতে থেকে বাম আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় ৷ শুধু বঙ্গ নয়, গোটা পৃথিবীর ক্ষেত্রেই এই মত সমানভাবে শোনা যায় ৷ তাই বিভিন্ন সময় বামেদের শ্রমিক হোক বা কৃষক, ছাত্র হোক বেকারত্ব বিরোধী, প্রায় সমস্ত আন্দোলন থেকেই উঠে আসে নানা বুদ্ধিদীপ্ত স্লোগান ৷ কিংবা কোনও গান অথবা সিনেমা-নাটকের মতো সৃজনশীল কিছু ৷

রাজনীতির ময়দানেও এমন উদাহরণ বিরল নয় ৷ খুব বেশি অতীতে না গিয়ে যদি দেড় দশক পিছনে ফিরে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে 2006 সালের ভোটের আগেই বামফ্রন্টের তরফে স্লোগান তোলা হয় যে ‘বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট’ ৷ কিংবা সিঙ্গুরে কারখানা তৈরির আগে বামেদের তরফে স্লোগান তৈরি হয় যে ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’ ৷

আগামী 28 ফেব্রুয়ারি বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে ব্রিগেড রয়েছে ৷ সেই ব্রিগেডের আগে কয়েকজন বামমনস্ক শিল্পী কলম ধরেছিলেন স্লোগান তৈরিতে ৷ কিন্তু সেই সব স্লোগান নিয়ে প্রচার শুরুর আগে চলে এল ব্রিগেডের প্রচারে তৈরি বামেদের গান ৷ তাও আবার মৌলিক নয় ৷ কয়েক মাস আগে ডিজিটাল মাধ্যমে ভাইরাল ‘টুম্পা’ গানের কথাগুলি বদলে সেটি তৈরি হয়েছে ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠেছে যে বামেদের এমন দশা কেন হল ? কেন মৌলিক কোনও কিছু সৃষ্টি করা গেল না ? তাহলে কি বামেদের মননে এখন ভাঁটার টান !

কারও কারও মতে, মানুষ ক্রমশ বামেদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ভোট শতাংশ কমতে কমতে তলানিতে ঠেকেছে ৷ তাই আর গুরুগম্ভীর স্লোগান নিয়ে মানুষের সামনে হাজির হতে ভরসা পাচ্ছেন না বাম নেতারা ৷ একেবারে মাটির কাছাকাছি যাঁরা থাকেন, অটোওয়ালা, টোটোওয়ালা থেকে আজকের প্রজন্ম তাঁদের সকলকে ফিরে না পেলে যে আবার বঙ্গের ভোটে ভালো ফল করা অসম্ভব, তাও জানেন নেতারা ৷ তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে একেবারে ভাইরাল ‘টুম্পা’কে নিয়েই প্যারোডি করা হয়েছে ৷

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ বিষয়টিকে এই ভাবে দেখতে চান না ৷ তাঁদের মতে, ‘টুম্পা’ গত কয়েক মাসে আট থেকে আশি সকলের কাছে পৌঁছে গিয়েছে ৷ ঘরে ঘরে ঢুকে পড়েছে ৷ বিলাসবহুল ফ্ল্যাট থেকে টালিরচালের বাড়ি, সব জায়গাতেই টুম্পার জনপ্রিয়তা আকাশছোঁয়া ৷ তাই ভোটের আগে এমন একটা গানের প্যারোডি করতে পারলে, তা চট করে মানুষের মনকে ছুঁয়ে ফেলতে পারে ৷

আরও পড়ুন : বিজেপির প্রতিহিংসাতেই কি অভিষেকের বাড়িতে সিবিআই ?

সেই কারণেই ‘টুম্পা’র সাহায্যে মানুষের মনকে ছুঁতে চাইছে বামেরা ৷ কিন্তু ভাইরাল টুম্পা কি পারবে বিমুখ ভোটারদের বাম শিবিরে ফেরাতে !

কলকাতা, 21 ফেব্রুয়ারি : চিন্তাশীল, যুক্তিবাদী ও সৃজনশীল মানুষেরাই মূলত প্রথম সারিতে থেকে বাম আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় ৷ শুধু বঙ্গ নয়, গোটা পৃথিবীর ক্ষেত্রেই এই মত সমানভাবে শোনা যায় ৷ তাই বিভিন্ন সময় বামেদের শ্রমিক হোক বা কৃষক, ছাত্র হোক বেকারত্ব বিরোধী, প্রায় সমস্ত আন্দোলন থেকেই উঠে আসে নানা বুদ্ধিদীপ্ত স্লোগান ৷ কিংবা কোনও গান অথবা সিনেমা-নাটকের মতো সৃজনশীল কিছু ৷

রাজনীতির ময়দানেও এমন উদাহরণ বিরল নয় ৷ খুব বেশি অতীতে না গিয়ে যদি দেড় দশক পিছনে ফিরে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে 2006 সালের ভোটের আগেই বামফ্রন্টের তরফে স্লোগান তোলা হয় যে ‘বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট’ ৷ কিংবা সিঙ্গুরে কারখানা তৈরির আগে বামেদের তরফে স্লোগান তৈরি হয় যে ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’ ৷

আগামী 28 ফেব্রুয়ারি বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে ব্রিগেড রয়েছে ৷ সেই ব্রিগেডের আগে কয়েকজন বামমনস্ক শিল্পী কলম ধরেছিলেন স্লোগান তৈরিতে ৷ কিন্তু সেই সব স্লোগান নিয়ে প্রচার শুরুর আগে চলে এল ব্রিগেডের প্রচারে তৈরি বামেদের গান ৷ তাও আবার মৌলিক নয় ৷ কয়েক মাস আগে ডিজিটাল মাধ্যমে ভাইরাল ‘টুম্পা’ গানের কথাগুলি বদলে সেটি তৈরি হয়েছে ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠেছে যে বামেদের এমন দশা কেন হল ? কেন মৌলিক কোনও কিছু সৃষ্টি করা গেল না ? তাহলে কি বামেদের মননে এখন ভাঁটার টান !

কারও কারও মতে, মানুষ ক্রমশ বামেদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ভোট শতাংশ কমতে কমতে তলানিতে ঠেকেছে ৷ তাই আর গুরুগম্ভীর স্লোগান নিয়ে মানুষের সামনে হাজির হতে ভরসা পাচ্ছেন না বাম নেতারা ৷ একেবারে মাটির কাছাকাছি যাঁরা থাকেন, অটোওয়ালা, টোটোওয়ালা থেকে আজকের প্রজন্ম তাঁদের সকলকে ফিরে না পেলে যে আবার বঙ্গের ভোটে ভালো ফল করা অসম্ভব, তাও জানেন নেতারা ৷ তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে একেবারে ভাইরাল ‘টুম্পা’কে নিয়েই প্যারোডি করা হয়েছে ৷

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ বিষয়টিকে এই ভাবে দেখতে চান না ৷ তাঁদের মতে, ‘টুম্পা’ গত কয়েক মাসে আট থেকে আশি সকলের কাছে পৌঁছে গিয়েছে ৷ ঘরে ঘরে ঢুকে পড়েছে ৷ বিলাসবহুল ফ্ল্যাট থেকে টালিরচালের বাড়ি, সব জায়গাতেই টুম্পার জনপ্রিয়তা আকাশছোঁয়া ৷ তাই ভোটের আগে এমন একটা গানের প্যারোডি করতে পারলে, তা চট করে মানুষের মনকে ছুঁয়ে ফেলতে পারে ৷

আরও পড়ুন : বিজেপির প্রতিহিংসাতেই কি অভিষেকের বাড়িতে সিবিআই ?

সেই কারণেই ‘টুম্পা’র সাহায্যে মানুষের মনকে ছুঁতে চাইছে বামেরা ৷ কিন্তু ভাইরাল টুম্পা কি পারবে বিমুখ ভোটারদের বাম শিবিরে ফেরাতে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.