ETV Bharat / city

তৃণমূল ছাড়লেন ফিরহাদের জামাই ইয়াসির

author img

By

Published : Mar 6, 2021, 9:39 PM IST

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিলেন ইয়াসির হায়দার ৷ বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পারার ক্ষোভেই তিনি পদত্যাগ করলেন ৷ ফিরহাদ হাকিম কোনও প্রতিক্রিয়া দিতে চাননি এই বিষয়ে ৷

তৃণমূল ছাড়লেন ফিরহাদের জামাই ইয়াসির
তৃণমূল ছাড়লেন ফিরহাদের জামাই ইয়াসির

কলকাতা, 6 মার্চ : তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিলেন ইয়াসির হায়দার ৷ বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পারার ক্ষোভেই তিনি পদত্যাগ করলেন ৷ যদিও তাঁকে শুধুমাত্র তৃণমূলের একজন নেতা হিসেবে পরিচয় দিলে, তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যায় ৷ তিনি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ৷ স্বাভাবিক ভাবেই তাঁর পদত্যাগ ঘিরে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷

ফিরহাদ হাকিম বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত অনুচর হিসেবে পরিচিত ৷ তিনি এবার ভোটের লড়াইয়ে রয়েছেন৷ তাই তাঁর জামাই এভাবে ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন কেন ? এই প্রশ্ন শনিবার সন্ধ্যা থেকেই তাঁকে শুনতে হচ্ছে ৷ তবে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি এই বিষয়ে ৷

তবে ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন যে ইয়াসিরের সঙ্গে তাঁর পারিবারিক দূরত্ব দীর্ঘদিন ধরে রয়েছে ৷ মেয়ের সঙ্গে দাম্পত্য কলহের জেরেই এই দূরত্ব তৈরি হয় ৷ তাই ইয়াসিরের সিদ্ধান্ত নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত নন ৷ কারণ, দলেও বিষয়টি অনেকে জানেন ৷ তাই তাঁকে এই নিয়ে কোথাও কৈফিয়ত দিতে হবে না ৷

তাছাড়া কলকাতার প্রাক্তন মেয়র ঘনিষ্ঠমহলে জানিয়েছেন যে তিনি ইয়াসিরকে আগেই সাফ বলে দেন যে তাঁর (ইয়াসির) রাজনৈতিক জীবন তাঁকেই (ইয়াসির) গড়ে নিতে হবে ৷ তিনি (ফিরহাদ) কোনও রকম ভাবে সাহায্য করতে পারবেন না ইয়াসির হায়দারকে ।

আরও পড়ুন : লাগু নির্বাচনী আচরণবিধি, আপতত মিলবে না পৌরনিগমের কমিউনিটি সেন্টারগুলি

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর অনেকেই ক্ষুব্ধ ৷ অনেকে ক্ষোভের কথা প্রকাশ্যে জানিয়েছেন ৷ অনেকে আবার বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ৷ ফলে ইয়াসিরও কি তেমন কোনও পদক্ষেপ করবেন, আপাতত উঠছে এই প্রশ্ন ৷

কলকাতা, 6 মার্চ : তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিলেন ইয়াসির হায়দার ৷ বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পারার ক্ষোভেই তিনি পদত্যাগ করলেন ৷ যদিও তাঁকে শুধুমাত্র তৃণমূলের একজন নেতা হিসেবে পরিচয় দিলে, তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যায় ৷ তিনি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ৷ স্বাভাবিক ভাবেই তাঁর পদত্যাগ ঘিরে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷

ফিরহাদ হাকিম বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত অনুচর হিসেবে পরিচিত ৷ তিনি এবার ভোটের লড়াইয়ে রয়েছেন৷ তাই তাঁর জামাই এভাবে ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন কেন ? এই প্রশ্ন শনিবার সন্ধ্যা থেকেই তাঁকে শুনতে হচ্ছে ৷ তবে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি এই বিষয়ে ৷

তবে ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন যে ইয়াসিরের সঙ্গে তাঁর পারিবারিক দূরত্ব দীর্ঘদিন ধরে রয়েছে ৷ মেয়ের সঙ্গে দাম্পত্য কলহের জেরেই এই দূরত্ব তৈরি হয় ৷ তাই ইয়াসিরের সিদ্ধান্ত নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত নন ৷ কারণ, দলেও বিষয়টি অনেকে জানেন ৷ তাই তাঁকে এই নিয়ে কোথাও কৈফিয়ত দিতে হবে না ৷

তাছাড়া কলকাতার প্রাক্তন মেয়র ঘনিষ্ঠমহলে জানিয়েছেন যে তিনি ইয়াসিরকে আগেই সাফ বলে দেন যে তাঁর (ইয়াসির) রাজনৈতিক জীবন তাঁকেই (ইয়াসির) গড়ে নিতে হবে ৷ তিনি (ফিরহাদ) কোনও রকম ভাবে সাহায্য করতে পারবেন না ইয়াসির হায়দারকে ।

আরও পড়ুন : লাগু নির্বাচনী আচরণবিধি, আপতত মিলবে না পৌরনিগমের কমিউনিটি সেন্টারগুলি

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর অনেকেই ক্ষুব্ধ ৷ অনেকে ক্ষোভের কথা প্রকাশ্যে জানিয়েছেন ৷ অনেকে আবার বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ৷ ফলে ইয়াসিরও কি তেমন কোনও পদক্ষেপ করবেন, আপাতত উঠছে এই প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.