ETV Bharat / city

পৌরসভা নিয়ে কমিশনে মিথ্যে অভিযোগ করছে বিজেপি: ফিরহাদ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

নির্বাচনী আচরণবিধি মানছে না শাসক দল। এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। যদিও অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম।

bjp makes false allegation in election commission, says firhad hakim
পৌরসভা নিয়ে কমিশনে মিথ্যে অভিযোগ করছে বিজেপি: ফিরহাদ
author img

By

Published : Feb 28, 2021, 11:46 AM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: নির্বাচন কমিশনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আচরণবিধি না-মানার অভিযোগ জানিয়েছে বিজেপি । বিজেপির অভিযোগ, কলকাতা পৌরনিগম-সহ রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগম অবৈধভাবে পুরনো তারিখ দেখিয়ে বিভিন্ন বিল পাস করছে । নির্বাচন ঘোষণা হয়ে গেলেও রাজ্য সরকার নির্বাচনী বিধি মানছে না । তবে এ বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপির বাস্তব বুদ্ধি নেই। তাদের কোনও অভিজ্ঞতা নেই বলে এই ধরনের ভুয়া অভিযোগ করছে । তাই মুখে শুধু অভিযোগ করলে হবে না, অভিযোগ প্রমাণ করতে হবে বিজেপিকে ।

ফিরহাদ হাকিম বলেন, পুরসভা ও পৌর নিগমগুলি চলে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য। যদি পুর পরিষেবা ব্যাহত হয়ে যায়, তাহলে শহর অচল হয়ে পড়বে। আর এখন পৌরসভা ও পৌর নিগমগুলিতে ব্যাকডেটে কাজ করা সম্ভব নয়, তার কারণ বেশিরভাগই কাজকর্ম হয় অনলাইনে। ই-ফাইলিং, ই-টেন্ডারিং ব্যবস্থার কাজ হয় পৌরনিগম পৌরসভাগুলিতে। তাই পুরনো তারিখ দেখিয়ে কাজ করা বাস্তবে সম্ভব নয় । তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপির কোনও বাস্তব অভিজ্ঞতা নেই, তাই এই ধরনের মিথ্যা অভিযোগ করছে তারা। তাই যদি বিজেপির এই মিথ্যা অভিযোগকে কমিশন গুরুত্ব দেয়, তাহলে তা দুর্ভাগ্যজনক হবে।

আরও পড়ুন: মাহেন্দ্রক্ষণে উপার্জন বাড়ল পৌরকর্মী ও 100 দিনের শ্রমিকদের

পাশাপাশি বাম কংগ্রেসের ডাকা ব্রিগেড ও আগামী মাসে বিজেপির ব্রিগেড সমাবেশের প্রেক্ষিতে তিনি বলেন, ''টাকা দিয়ে লোক এনে জায়গা ভরিয়ে কোনও লাভ হবে না । এর প্রভাব পড়বে না নির্বাচনে । যে কোনও রাজনৈতিক দল ব্রিগেড সভা করতে পারে । তাতে কিছু এসে যায় না । তার কারণ বাংলার মানুষ দেওয়াল লিখনে মমতা বন্দ্যোপাধ্যায়তে মুখ্যমন্ত্রী হিসেবে লিখে দিয়েছেন। তাই তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের নামে পয়সা খরচ করে মানুষ নিয়ে এলে জনসমর্থন পাওয়া যায় না।''

কলকাতা, 28 ফেব্রুয়ারি: নির্বাচন কমিশনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আচরণবিধি না-মানার অভিযোগ জানিয়েছে বিজেপি । বিজেপির অভিযোগ, কলকাতা পৌরনিগম-সহ রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগম অবৈধভাবে পুরনো তারিখ দেখিয়ে বিভিন্ন বিল পাস করছে । নির্বাচন ঘোষণা হয়ে গেলেও রাজ্য সরকার নির্বাচনী বিধি মানছে না । তবে এ বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপির বাস্তব বুদ্ধি নেই। তাদের কোনও অভিজ্ঞতা নেই বলে এই ধরনের ভুয়া অভিযোগ করছে । তাই মুখে শুধু অভিযোগ করলে হবে না, অভিযোগ প্রমাণ করতে হবে বিজেপিকে ।

ফিরহাদ হাকিম বলেন, পুরসভা ও পৌর নিগমগুলি চলে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য। যদি পুর পরিষেবা ব্যাহত হয়ে যায়, তাহলে শহর অচল হয়ে পড়বে। আর এখন পৌরসভা ও পৌর নিগমগুলিতে ব্যাকডেটে কাজ করা সম্ভব নয়, তার কারণ বেশিরভাগই কাজকর্ম হয় অনলাইনে। ই-ফাইলিং, ই-টেন্ডারিং ব্যবস্থার কাজ হয় পৌরনিগম পৌরসভাগুলিতে। তাই পুরনো তারিখ দেখিয়ে কাজ করা বাস্তবে সম্ভব নয় । তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপির কোনও বাস্তব অভিজ্ঞতা নেই, তাই এই ধরনের মিথ্যা অভিযোগ করছে তারা। তাই যদি বিজেপির এই মিথ্যা অভিযোগকে কমিশন গুরুত্ব দেয়, তাহলে তা দুর্ভাগ্যজনক হবে।

আরও পড়ুন: মাহেন্দ্রক্ষণে উপার্জন বাড়ল পৌরকর্মী ও 100 দিনের শ্রমিকদের

পাশাপাশি বাম কংগ্রেসের ডাকা ব্রিগেড ও আগামী মাসে বিজেপির ব্রিগেড সমাবেশের প্রেক্ষিতে তিনি বলেন, ''টাকা দিয়ে লোক এনে জায়গা ভরিয়ে কোনও লাভ হবে না । এর প্রভাব পড়বে না নির্বাচনে । যে কোনও রাজনৈতিক দল ব্রিগেড সভা করতে পারে । তাতে কিছু এসে যায় না । তার কারণ বাংলার মানুষ দেওয়াল লিখনে মমতা বন্দ্যোপাধ্যায়তে মুখ্যমন্ত্রী হিসেবে লিখে দিয়েছেন। তাই তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের নামে পয়সা খরচ করে মানুষ নিয়ে এলে জনসমর্থন পাওয়া যায় না।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.