ETV Bharat / city

স্কুলের মাঠ দখল করে বিয়ের প্যান্ডেল, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ - স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের মাঠ ফি বছর বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় । স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, সেই ভাড়া স্কুলের তহবিলে জমা পড়ে না ৷ এর পিছনে না কি স্থানীয় কাউন্সিলর রাম পেয়ারের মদত রয়েছে । বৃহস্পতিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৷ কিন্তু পড়ুয়ারা অনুশীলন করতে পারছে না কারণ মাঠের প্রায় 50 শতাংশ দখল করে বিয়েবাড়ির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ মাঠে ঢোকার গেটও বন্ধ করে দেওয়া হয়েছে ।

আর্য পরিষদ স্কুলের মাঠ
খিদিরপুরের সেই স্কুল
author img

By

Published : Jan 22, 2020, 9:29 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: স্কুলের মাঠ দখল করে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে । এই অভিযোগ করেছেন প্রধান শিক্ষিকা কৃষ্ণা শান্তা ৷ খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের মাঠের প্রায় অর্ধেকটা দখল করে বিয়ের আয়োজন চলছে । এর ফলে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য পড়ুয়ারা অনুশীলন করতে পারছে না বলে দাবি প্রধান শিক্ষিকার ।

খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের মাঠ ফি বছর বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় । স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, সেই ভাড়া স্কুলের তহবিলে জমা পড়ে না ৷ এর পিছনে না কি স্থানীয় কাউন্সিলর রাম পেয়ারের মদত রয়েছে । বৃহস্পতিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৷ কিন্তু পড়ুয়ারা অনুশীলন করতে পারছে না কারণ মাঠের প্রায় 50 শতাংশ দখল করে বিয়েবাড়ির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ মাঠে ঢোকার গেটও বন্ধ করে দেওয়া হয়েছে ।

প্রধান শিক্ষিকা বলেন, "সপ্তাহে দু’টি করে বিয়ের আসর বসছে স্কুলের মাঠে ৷ কিছু ক্লাসরুমও ব্যবহার করা হচ্ছে ৷ অথচ প্রধান শিক্ষিকা হিসেবে আমাকে কিছুই জানানো হয়নি । বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে । প্রাণের ভয়ে এতদিন চুপ ছিলাম ।"

অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর ৷ তিনি বলেন, "অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ এলাকার মানুষের সুবিধার জন্য বিয়ের মরশুমে স্কুলের মাঠ ভাড়া দেওয়া হয় ৷ তবে ভাড়া নেওয়া হয় না । "

প্রধান শিক্ষিকা ও কাউন্সিলরের বক্তব্য

বাংলার শিক্ষা পোর্টালের ID না থাকলেও SSK, MSK-র পড়ুয়াদের ভর্তি নিতে হবে, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের

কলকাতা, 22 জানুয়ারি: স্কুলের মাঠ দখল করে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে । এই অভিযোগ করেছেন প্রধান শিক্ষিকা কৃষ্ণা শান্তা ৷ খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের মাঠের প্রায় অর্ধেকটা দখল করে বিয়ের আয়োজন চলছে । এর ফলে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য পড়ুয়ারা অনুশীলন করতে পারছে না বলে দাবি প্রধান শিক্ষিকার ।

খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের মাঠ ফি বছর বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় । স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, সেই ভাড়া স্কুলের তহবিলে জমা পড়ে না ৷ এর পিছনে না কি স্থানীয় কাউন্সিলর রাম পেয়ারের মদত রয়েছে । বৃহস্পতিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৷ কিন্তু পড়ুয়ারা অনুশীলন করতে পারছে না কারণ মাঠের প্রায় 50 শতাংশ দখল করে বিয়েবাড়ির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ মাঠে ঢোকার গেটও বন্ধ করে দেওয়া হয়েছে ।

প্রধান শিক্ষিকা বলেন, "সপ্তাহে দু’টি করে বিয়ের আসর বসছে স্কুলের মাঠে ৷ কিছু ক্লাসরুমও ব্যবহার করা হচ্ছে ৷ অথচ প্রধান শিক্ষিকা হিসেবে আমাকে কিছুই জানানো হয়নি । বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে । প্রাণের ভয়ে এতদিন চুপ ছিলাম ।"

অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর ৷ তিনি বলেন, "অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ এলাকার মানুষের সুবিধার জন্য বিয়ের মরশুমে স্কুলের মাঠ ভাড়া দেওয়া হয় ৷ তবে ভাড়া নেওয়া হয় না । "

প্রধান শিক্ষিকা ও কাউন্সিলরের বক্তব্য

বাংলার শিক্ষা পোর্টালের ID না থাকলেও SSK, MSK-র পড়ুয়াদের ভর্তি নিতে হবে, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের

Intro:খিদিরপুরের বিখ্যাত স্কুল আর্য পরিষদ বিদ্যালয়। সেই বিদ্যালয় 50% করে রমরমিয়ে চলছে বিয়ে বাড়ির অনুষ্ঠান। আগামীকাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রায় এগারো শো ছাত্র-ছাত্রী এই স্কুলের মাঠে অনুশীলন করতে পারছেন না। চলতি একটি বিয়ে বাড়িতে কেন্দ্র করেই গন্ডগোল শুরু হয়েছে। তার কারণ মাঠে ঢোকার গেট এ কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। মাঠের ভেতর পুরোপুরি কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে বাধা হয়েছে মন্ডপ।


Body:বিদ্যালয় মাঠ নয় বিয়ে বাড়ির জন্য ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি ক্লাসরুম। প্রতিদিন যেই মাঠে প্রার্থনা করে ছাত্র-ছাত্রীরা সেটিকেও ইতিমধ্যে তালা মেরে দেয়া হয়েছে। অভিযোগের তীর সরাসরি উঠে এসেছে স্থানীয় 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রামের বিরুদ্ধে। যদিও এই অভিযোগটি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর রাম পেয়ারে রাম। তিনি জানিয়েছেন এলাকার স্থানীয় কাউন্সিলর হিসেবে এলাকার মানুষের অত্যন্ত কাছের লোক উনি। স্থানীয় লোকেদের আবদারে বিয়ের মৌসুমে বিয়ে বাড়ি ভাড়া দেন। আর্থিক সুবিধার জন্য নয় স্থানীয় মানুষের সুবিধার জন্যই তিনি অনুমতি দেন বিয়েবাড়ির হিসেবে ব্যবহার করার জন্য।


Conclusion:প্রধান শিক্ষিকা এর বিরোধিতা করলে তাকে অকথ্য ভাষায় আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি জানিয়েছেন এটি পোর্টারের জমির ওপর এই স্কুলটি তৈরি করা হয়েছে যা রাজ্য সরকারের অনুমোদিত। বেআইনিভাবে গায়ের জোরে জবরদখল করে এইভাবে বিয়ে বাড়ি ওনানা সামাজিক কাজে মাঝেমধ্যেই স্কুলটি ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণ শান্তা। তিনি জানিয়েছেন প্রতিবাদ করলেই আসে সাসানীয় হুমকি। তাই প্রাণের ভয় নিয়ে স্কুল পরিচালনার কাজ সামলাচ্ছেন বলেও জানিয়েছেন প্রধান শিক্ষিকা কৃষ্ণা শান্তা। বহু জায়গায় অভিযোগ জানিয়েছেন কোন লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.