কলকাতা, 22 জানুয়ারি: স্কুলের মাঠ দখল করে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে । এই অভিযোগ করেছেন প্রধান শিক্ষিকা কৃষ্ণা শান্তা ৷ খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের মাঠের প্রায় অর্ধেকটা দখল করে বিয়ের আয়োজন চলছে । এর ফলে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য পড়ুয়ারা অনুশীলন করতে পারছে না বলে দাবি প্রধান শিক্ষিকার ।
খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের মাঠ ফি বছর বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় । স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, সেই ভাড়া স্কুলের তহবিলে জমা পড়ে না ৷ এর পিছনে না কি স্থানীয় কাউন্সিলর রাম পেয়ারের মদত রয়েছে । বৃহস্পতিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৷ কিন্তু পড়ুয়ারা অনুশীলন করতে পারছে না কারণ মাঠের প্রায় 50 শতাংশ দখল করে বিয়েবাড়ির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ মাঠে ঢোকার গেটও বন্ধ করে দেওয়া হয়েছে ।
প্রধান শিক্ষিকা বলেন, "সপ্তাহে দু’টি করে বিয়ের আসর বসছে স্কুলের মাঠে ৷ কিছু ক্লাসরুমও ব্যবহার করা হচ্ছে ৷ অথচ প্রধান শিক্ষিকা হিসেবে আমাকে কিছুই জানানো হয়নি । বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে । প্রাণের ভয়ে এতদিন চুপ ছিলাম ।"
অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর ৷ তিনি বলেন, "অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ এলাকার মানুষের সুবিধার জন্য বিয়ের মরশুমে স্কুলের মাঠ ভাড়া দেওয়া হয় ৷ তবে ভাড়া নেওয়া হয় না । "