ETV Bharat / city

West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের শঙ্কা, মহানগরের পারদ চড়বে চল্লিশে

author img

By

Published : Apr 25, 2022, 7:00 AM IST

এপ্রিলের শেষ রবিবার 39 ডিগ্রি ছুঁয়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, আগামী সাতদিনে এই রেকর্ডও ভাঙবে । শহর কলকাতা পুড়লেও উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিতে ভিজে চলেছে । বিশেষ করে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং সঙ্গে সিকিমের কয়েকটি জায়গায় ঝড়-বৃষ্টি হবে (Weather Forecast in West Bengal) ।

Weather Update
মহানগরের পারদ চড়বে চল্লিশে

কলকাতা, 25 এপ্রিল : সপ্তাহ জুড়েই দাবদাহ অপেক্ষা করছে কলকাতার জন্য । সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি বৃদ্ধি পেলে তাপপ্রবাহ বা লু বইছে বলা হয়ে থাকে । আগামী সাতদিনই সেই শঙ্কা রয়েছে কলকাতায় (Weather Forecast in West Bengal)।

এপ্রিলের শেষ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 39 ডিগ্রি (Kolkata record above 39 degree temperature on Sunday) ৷ যা এ মরসুমে এখনও পর্যন্ত সর্বাধিক ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, আগামী সাতদিনে সেই রেকর্ড ভাঙবে । ইতিমধ্যেই দমদমে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে । রবিবার তা স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ডিগ্রি বেশি ছিল । ফলে দমদমে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে ।

শুধু দমদম নয়, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রার পারদ ছিল 42 ডিগ্রির আশেপাশে । সমস্ত জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রির বেশি ছিল । ফলে নতুন সপ্তাহ জুড়ে পুরোটাই কলকাতায় লু বওয়ার পূর্বাভাস রয়েছে ।

আরও পড়ুন : মরসুমের উষ্ণতম দিন তিলোত্তমায়, আগামী সাতদিনেও নেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর বলছে, বঙ্গে এদিন দিনভর প্রখর রোদ থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 40 এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে । পশ্চিমের জেলাগুলোতে কয়েকদিন আগেই পারদ 40-এর ঘর ছুঁয়েছিল । এবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলেও তা হতে চলেছে ।

আরও পড়ুন : গরমে চুলের যত্ন নেবেন কীভাবে, দেখুন কয়েকটি সহজ টিপস

সুতরাং, বোঝাই যাচ্ছে আগামী সাতদিনেও দাবদাহে নাকাল হতে হবে কলকাতাবাসীকে। তীব্র গরমে নাজেহাল শহরবাসীকে সুস্থ থাকতে টিপস দিচ্ছেন চিকিৎসকরা ৷ বেলা 12টা থেকে-3টে পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছেন তাঁরা ৷ বাইরে বেরোলে ছাতা এবং রোদ চশমা আবশ্যিক ৷ একই সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । তবে কলকাতা পুড়লেও স্বস্তি উত্তরবঙ্গে ৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

কলকাতা, 25 এপ্রিল : সপ্তাহ জুড়েই দাবদাহ অপেক্ষা করছে কলকাতার জন্য । সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি বৃদ্ধি পেলে তাপপ্রবাহ বা লু বইছে বলা হয়ে থাকে । আগামী সাতদিনই সেই শঙ্কা রয়েছে কলকাতায় (Weather Forecast in West Bengal)।

এপ্রিলের শেষ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 39 ডিগ্রি (Kolkata record above 39 degree temperature on Sunday) ৷ যা এ মরসুমে এখনও পর্যন্ত সর্বাধিক ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, আগামী সাতদিনে সেই রেকর্ড ভাঙবে । ইতিমধ্যেই দমদমে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে । রবিবার তা স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ডিগ্রি বেশি ছিল । ফলে দমদমে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে ।

শুধু দমদম নয়, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রার পারদ ছিল 42 ডিগ্রির আশেপাশে । সমস্ত জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রির বেশি ছিল । ফলে নতুন সপ্তাহ জুড়ে পুরোটাই কলকাতায় লু বওয়ার পূর্বাভাস রয়েছে ।

আরও পড়ুন : মরসুমের উষ্ণতম দিন তিলোত্তমায়, আগামী সাতদিনেও নেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর বলছে, বঙ্গে এদিন দিনভর প্রখর রোদ থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 40 এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে । পশ্চিমের জেলাগুলোতে কয়েকদিন আগেই পারদ 40-এর ঘর ছুঁয়েছিল । এবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলেও তা হতে চলেছে ।

আরও পড়ুন : গরমে চুলের যত্ন নেবেন কীভাবে, দেখুন কয়েকটি সহজ টিপস

সুতরাং, বোঝাই যাচ্ছে আগামী সাতদিনেও দাবদাহে নাকাল হতে হবে কলকাতাবাসীকে। তীব্র গরমে নাজেহাল শহরবাসীকে সুস্থ থাকতে টিপস দিচ্ছেন চিকিৎসকরা ৷ বেলা 12টা থেকে-3টে পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছেন তাঁরা ৷ বাইরে বেরোলে ছাতা এবং রোদ চশমা আবশ্যিক ৷ একই সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । তবে কলকাতা পুড়লেও স্বস্তি উত্তরবঙ্গে ৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.