কলকাতা, 7 মার্চ : সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় বিজেপি বিধায়কদের বিক্ষোভের জেরে নিজের পুরো ভাষণ পড়তে পারেননি রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar) ৷ নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা পর ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েই অধিবেশন কক্ষ ত্যাগ করতে হয় তাঁকে ৷ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল ৷
এদিন রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "এদিন বিধানসভার ভিতরে যা হয়েছে তা অনভিপ্রেত ৷ গণতন্ত্রের পক্ষে শুভ নয় ৷ এরকম যাতে আর না ঘটে সেদিকে সকলের লক্ষ্য রাখা উচিত ৷" তাঁর সংযোজন,"আমি চাই না রাজ্যে কোনও সাংবিধানিক সংকট তৈরি হোক ৷ রাজ্যপালকে দায়িত্ব পালনে বাধাদান গণতন্ত্র নয় ৷ আমাদের প্রত্যেকের আত্ম সমালোচনা করা উচিত ৷"
আরও পড়ুন : "ভোটে হেরে নাটক করছে’’, বিধানসভায় বিজেপির বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া মমতার
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, বিজেপির বিধায়কদের বিক্ষোভের জেরে যদি রাজ্যপাল ভাষণ না পড়েই চলে যেতেন তাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত ৷ তবে রাজ্যপাল এদিন অভিযোগ করেছেন শাসক-বিরোধী দুই পক্ষই এদিন বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছে ৷ যদিও মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তৃণমূল বিধায়করা এদিন বিক্ষোভ দেখাননি, তাঁরা রাজ্যপালকে শুধুমাত্র ভাষণ না পড়ে, অধিবেশন কক্ষ না ছাড়তে অনুরোধ করেছিলেন ৷