ETV Bharat / city

গ্রেফতার না করলে দেশে ফিরে সিবিআইকে সহযোগিতার প্রস্তাব বিনয়ের

দেশে ফিরলেও তাঁকে গ্রেফতার করা যাবে না, আইনজীবী মারফত এমন প্রস্তাবই দিয়েছেন বিনয় মিশ্র ৷

vinay-mishra-offer-to-cooperate-with cbi-after-back-in-country
vinay-mishra-offer-to-cooperate-with cbi-after-back-in-country
author img

By

Published : Jun 21, 2021, 7:50 PM IST

কলকাতা, 21 জুন : 12 জুলাইয়ের মধ্যে দেশে ফিরে সিবিআইকে (CBI) তদন্তে সহযোগিতা করতে চান বিনয় মিশ্র (Vinay Mishra) । তবে সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করা যাবে না ৷ কলকাতা হাইকোর্টে বিনয় মিশ্রর বিরুদ্ধে ওঠা মামলার শুনানিতে আইনজীবী মারফত এই প্রস্তাবই দিলেন কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত দেশান্তরী তৃণমূল নেতা ৷ বিনয়ের প্রস্তাব বিবেচনা করে দেখবেন সিবিআই আধিকারিকরা, আদালতকে জানালেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই যে দস্তুর ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে বিনয় মিশ্রর মামলার শুনানি চলছে । গত 7 জুন আদালতে নিজের আইনজীবী অভিষেক মনু সিংভির মারফত বিনয় আবেদন করেন, মহামারি পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সে তাঁর বক্তব্য শোনা হোক ৷ পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোরও আর্জি জানান তিনি ৷ এদিন বিচারপতির তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, বিনয়ের দুটো ভোটার কার্ড, দুইয়ের বেশি পাশপোর্ট রয়েছে । তাঁকে ভিডিয়ো কনফারেন্সে জেরার অনুমতি দেওয়া উচিত নয় । কারণ সে কোথায় তা আমরা জানি না । ভিডিয়ো কনফারেন্সে জেরা হলে তিনি সহজে উত্তর এড়িয়ে যাবেন ।

বিনয় মিশ্রর বিরুদ্ধে সিবিআই যে তদন্ত করছে তার সূত্রপাত এক বিএসএফ কর্মীকে গ্রেফতারের পরে । ওই বিএসএফ কর্মী মারফতই বিনয়ের নাম উঠে আসে ৷ আজ হাইকোর্টকে জানায় সিবিআই । কোনও অভিযোগ ছাড়াই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে সিবিআই কি তদন্ত করতে পারে ? এদিন প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

আরও পড়ুন: Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের

সোমবারের শুনানিতে বিনয় মিশ্রর বিরুদ্ধে তথ্যপ্রমাণ যোগাড়ে সিবিআইয়ের তরফে আরও কিছুদিন সময় চাওয়া হয় ৷ এতে বিচারপতি বলেন, একটি অন্তর্বর্তী আদেশের জন্য দীর্ঘদিন শুনানি চলতে পারে না । আগামীকাল ফের শুনানি রয়েছে এই মামলার ।

কলকাতা, 21 জুন : 12 জুলাইয়ের মধ্যে দেশে ফিরে সিবিআইকে (CBI) তদন্তে সহযোগিতা করতে চান বিনয় মিশ্র (Vinay Mishra) । তবে সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করা যাবে না ৷ কলকাতা হাইকোর্টে বিনয় মিশ্রর বিরুদ্ধে ওঠা মামলার শুনানিতে আইনজীবী মারফত এই প্রস্তাবই দিলেন কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত দেশান্তরী তৃণমূল নেতা ৷ বিনয়ের প্রস্তাব বিবেচনা করে দেখবেন সিবিআই আধিকারিকরা, আদালতকে জানালেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই যে দস্তুর ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে বিনয় মিশ্রর মামলার শুনানি চলছে । গত 7 জুন আদালতে নিজের আইনজীবী অভিষেক মনু সিংভির মারফত বিনয় আবেদন করেন, মহামারি পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সে তাঁর বক্তব্য শোনা হোক ৷ পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোরও আর্জি জানান তিনি ৷ এদিন বিচারপতির তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, বিনয়ের দুটো ভোটার কার্ড, দুইয়ের বেশি পাশপোর্ট রয়েছে । তাঁকে ভিডিয়ো কনফারেন্সে জেরার অনুমতি দেওয়া উচিত নয় । কারণ সে কোথায় তা আমরা জানি না । ভিডিয়ো কনফারেন্সে জেরা হলে তিনি সহজে উত্তর এড়িয়ে যাবেন ।

বিনয় মিশ্রর বিরুদ্ধে সিবিআই যে তদন্ত করছে তার সূত্রপাত এক বিএসএফ কর্মীকে গ্রেফতারের পরে । ওই বিএসএফ কর্মী মারফতই বিনয়ের নাম উঠে আসে ৷ আজ হাইকোর্টকে জানায় সিবিআই । কোনও অভিযোগ ছাড়াই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে সিবিআই কি তদন্ত করতে পারে ? এদিন প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

আরও পড়ুন: Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের

সোমবারের শুনানিতে বিনয় মিশ্রর বিরুদ্ধে তথ্যপ্রমাণ যোগাড়ে সিবিআইয়ের তরফে আরও কিছুদিন সময় চাওয়া হয় ৷ এতে বিচারপতি বলেন, একটি অন্তর্বর্তী আদেশের জন্য দীর্ঘদিন শুনানি চলতে পারে না । আগামীকাল ফের শুনানি রয়েছে এই মামলার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.