কলকাতা, 3 ফেব্রুয়ারি: গত 16 জানুয়ারি থেকে COVID-19-এর টিকা কোভিশিল্ড দেওয়া হচ্ছে এ রাজ্যের স্বাস্থ্যকর্মীদের। আর আজ, বুধবার থেকে তাঁদের COVID-19-এর অন্য টিকা কোভ্যাকসিন দেওয়া হবে। এদিকে, আজই দ্বিতীয় দফায় এ রাজ্যে এসে পৌঁছবে কোভ্যাকসিনের আরও তিন লাখের মতো ডোজ।
আপৎকালীন পরিস্থিতির কারণে গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে COVID-19-এর টিকাকরণ। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে এই টিকা। আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য COVID-19-এর দুটি টিকা কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এ দেশে। ফলে, দেশের কোথাও যেমন কোভিশিল্ড দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের, তেমনই কোথাও আবার কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ রাজ্যে গত 12 জানুয়ারি এবং 20 জানুয়ারি, দুই দফায় এসেছে কোভিশিল্ড। প্রথম দফায় 6.89 লাখ এবং দ্বিতীয় দফায় 6.99 লাখ কোভিশিল্ডের ডোজ রাজ্যে এসেছে। এর পরে গত 22 জানুয়ারি এ রাজ্যে কোভ্যাকসিনের 1.13 লাখ ডোজও আসে। আজ আসছে দ্বিতীয় দফার টিকা। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "বুধবার কোভ্যাকসিনের আরও তিন লাখ ডোজ রাজ্যে আসবে।"
প্রথমে কোভিশিল্ড আসার কারণে গত 16 জানুয়ারি থেকে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের কোভিশিল্ড দেওয়া হচ্ছে। আজ থেকে শুরু হবে কোভ্যাকসিন দেওয়া। স্বাস্থ্য অধিকর্তা বলেছেন, "SSKM হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ এবং আরজিকর মেডিক্যাল কলেজে বুধবার থেকে কোভ্যাকসিন দেওয়া হবে।" কোভ্যাকসিন নেওয়ার পরে কোনও স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে যদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সেই কারণে আজ কোভ্যাকসিনের ব্যবহার শুধুমাত্র কলকাতার এই তিনটি সেন্টারে শুরু করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই তিনটি সেন্টারে 20 জন করে মোট 60 জন স্বাস্থ্যকর্মীকে আজ কোভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে, কলকাতার বাইরে রাজ্যের অন্য বিভিন্ন সেন্টারেও কোভ্যাকসিনের ব্যবহার শুরু করা হবে। দ্বিতীয় দফায় রাজ্যে আরও কোভ্যাকসিনের ডোজ আসছে। ফলে এর ব্যবহার রাজ্যের আরও বেশি সেন্টারে খুব শীঘ্রই শুরু করা হবে।
আরও পড়ুন: করোনার টিকাকরণে দেশে তিন নম্বরে রাজ্য
রাজ্যে কোভ্যাকসিনের ব্যবহার কলকাতার তিনটি সেন্টারে শুরু করার পরিকল্পনা নেওয়া হলেও, প্রথম দফায় এ রাজ্যে আসা কোভ্যাকসিনের 1.13 লাখ ডোজ থেকে 90 হাজার ডোজ রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি 23 হাজার ডোজ কলকাতার জন্য রাখা হয়েছে। আজ রাজ্যে যে কোভ্যাকসিনের যে ডোজ আসছে, তা প্রথমে বাগবাজারে স্বাস্থ্য দপ্তরের স্টোরে রাখা হবে।