ETV Bharat / city

মানিকতলায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী - কসবা

মানিকতলা থেকে গ্রেপ্তার দুই দুষ্কৃতি ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ৷

two miscreants are arrested by police from Kasba
উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুৃজ
author img

By

Published : Dec 21, 2019, 7:06 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : দুই দুষ্কৃতির খোঁজ চলছিল দীর্ঘদিন ধরেই ৷ অবশেষে এল সাফল্য ৷ মানিকতলা থেকে গ্রেপ্তার করা হয় তাদের ৷ কয়েকটি মামলায় অভিযুক্ত তারা ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ৷

এলাকা দখলের লড়াই, তোলাবাজি, ক্লাবে ভাঙচুর চালানোর পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ ছিল কসবার ধর্মতলা লেনের মিন্টু ভাঞ্জা ওরফে মিন্টার বিরুদ্ধে । মিন্টুর দলেরই আর এক সদস্য পাপাই মণ্ডল । তার বিরুদ্ধেও একই অভিযোগ । পাপাইয়ের বাড়ি কসবার শরৎ ঘোষ গার্ডেন রোডে । গতকাল সন্ধ্যায় তারা জড়ো হয় মানিকতলা থানা এলাকায় । গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তাদের আটক করে পুলিশ । মিন্টার কাছে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র । পরে তাদের নিয়ে পাপাইয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । সেখান থেকে উদ্ধার হয় তিনটি কার্তুজ ।

মিন্টু এবং পাপাই মানিকতলায় কী মতলবে এসেছিল তা জানার চেষ্টা চলছে । পুলিশের দাবি, তাদের সঙ্গীরাও ওই চত্বরেই ছিল । কিন্তু মুখ চেনা না থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি । আগ্নেয়াস্ত্র এবং কার্তুজগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

কলকাতা, 21 ডিসেম্বর : দুই দুষ্কৃতির খোঁজ চলছিল দীর্ঘদিন ধরেই ৷ অবশেষে এল সাফল্য ৷ মানিকতলা থেকে গ্রেপ্তার করা হয় তাদের ৷ কয়েকটি মামলায় অভিযুক্ত তারা ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ৷

এলাকা দখলের লড়াই, তোলাবাজি, ক্লাবে ভাঙচুর চালানোর পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ ছিল কসবার ধর্মতলা লেনের মিন্টু ভাঞ্জা ওরফে মিন্টার বিরুদ্ধে । মিন্টুর দলেরই আর এক সদস্য পাপাই মণ্ডল । তার বিরুদ্ধেও একই অভিযোগ । পাপাইয়ের বাড়ি কসবার শরৎ ঘোষ গার্ডেন রোডে । গতকাল সন্ধ্যায় তারা জড়ো হয় মানিকতলা থানা এলাকায় । গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তাদের আটক করে পুলিশ । মিন্টার কাছে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র । পরে তাদের নিয়ে পাপাইয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । সেখান থেকে উদ্ধার হয় তিনটি কার্তুজ ।

মিন্টু এবং পাপাই মানিকতলায় কী মতলবে এসেছিল তা জানার চেষ্টা চলছে । পুলিশের দাবি, তাদের সঙ্গীরাও ওই চত্বরেই ছিল । কিন্তু মুখ চেনা না থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি । আগ্নেয়াস্ত্র এবং কার্তুজগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

Intro:কলকাতা, 21 ডিসেম্বর: দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল কসবা এলাকার দুই দাগি দুস্কৃতির। বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত তারা। অবশেষে এল সাফল্য। মানিকতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই দুজনকে। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।Body:এলাকা দখলের লড়াই। তোলাবাজি আর ক্লাবে ভাঙচুর। পাশাপাশি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শাসানোর অভিযোগ ছিল কসবার ধর্মতলা লেনের মিন্টু ভাঞ্জা ওরফে মিন্টার বিরুদ্ধে। বয়স 29। তাদের গ্যাংয়ে জড়িত ছিল 22 বছরের পাপাই মন্ডল। তাক বিরুদ্ধেও একই অভিযোগ। পাপাইয়ের বাড়ি কসবার শরৎ ঘোষ গার্ডেন রোডে। নির্দিষ্ট মতলবে তারা গতকাল সন্ধ্যায় জড়ো হয় মানিকতলা থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তাদের আটক করে পুলিশ। মিন্টার কাছে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পরে তাদের নিয়ে পাপাইয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় তিনটি কার্তুজ।Conclusion:মিন্টু এবং পাপাই মানিকতলায় কি মতলবে এসেছিল তা জানার চেষ্টা চলছে। পুলিশের দাবি, তাদের সঙ্গী সাথীরা ওই চত্ত্বরেই ছিল। কিন্তু মুখ চেনা না থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। আগ্নেয়াস্ত্র এবং কার্টুন সিজ করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.