ETV Bharat / city

কোরোনা সন্দেহে ভরতি 2 জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা - news about corona in kolkata

COVID-19-এর সংক্রমণ সন্দেহে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে ভরতি হতে এসেছিলেন বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা মক্কা ফেরত 62 বছর বয়সি এক প্রবীণ ব্যক্তি ৷ হাসপাতালে ভরতি হওয়ার কথা শুনে ভয় পেয়ে রোগীকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন পরিজনরা । অবশেষে, তাঁর সোয়াব রিপোর্ট বলছে ইনফ্লুয়েঞ্জা ৷

কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে
coronakolkata
author img

By

Published : Mar 17, 2020, 1:38 PM IST

কলকাতা, 17 মার্চ : কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে কোরোনা সন্দেহে ভরতি 2 জনের রক্তে মিলল ইনফ্লুয়েঞ্জা বি পজ়িটিভ । তাঁদের মধ্যে রয়েছেন মক্কা ফেরত 62 বছর বয়সি এক প্রবীণ ব্যক্তি এবং সুইৎজ়ারল্যান্ড ফেরত এক যুবক ৷ এছাড়াও গার্ডেনরিচের বাসিন্দা এক যুবকের সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত বেলেঘাটার এই হাসপাতালে COVID-19-এর সংক্রমণ সন্দেহে সাত জন ভরতি রয়েছেন । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেও কোরোনা আতঙ্কে ভরতি হয়েছে ওই হাসপাতালের একজন চিকিৎসক ৷ তবে তাঁর সোয়াব নমুনার রিপোর্ট এখনও আসেনি ৷

রবিবার দুপুরে COVID-19-এর সংক্রমণ সন্দেহে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে ভরতি হতে এসেছিলেন বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা মক্কা ফেরত 62 বছর বয়সি এক প্রবীণ ব্যক্তি ৷ হাসপাতালে ভরতি হওয়ার কথা শুনে ভয় পেয়ে রোগীকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন পরিজনরা । অবশেষে, রবিবার রাত আটটা নাগাদ হাসপাতালে তাঁকে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ । সোমবার এই রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে ইনফ্লুয়েঞ্জা বি পজ়িটিভ পাওয়া গেল । অপরদিকে , COVID-19-এর সংক্রমণ সন্দেহে এই হাসপাতালে ভরতি সুইৎজ়ারল্যান্ড ফেরত এক যুবক ৷ তাঁর রিপোর্টেও পাওয়া গেল ইনফ্লুয়েঞ্জা বি পজ়িটিভ । এছাড়াও , থাইল্যান্ড ফেরত 19 বছরের এক যুবককেও সোমবার দমদম বিমানবন্দর থেকে বেলেঘাটার এই হাসপাতালে পাঠানো হয়েছে । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই রোগী বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানা গিয়েছে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , গার্ডেনরিচের বাসিন্দা এক যুবকের সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি তিন জনকে এই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে । এদিকে, রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে সোমবার দমদম বিমানবন্দর থেকে ২৫ জনকে পাঠানো হয় । স্বাস্থ্য পরীক্ষার পরে , ক্রাইটেরিয়া না মেলার কারণে এই ২৫ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়নি ৷ তবে তাঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানিয়েছেন এক আধিকারিক ।

এছাড়াও , কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেও কোরোনা আতঙ্কে ভরতি হয়েছে ওই হাসপাতালের একজন চিকিৎসক ৷ জানা গেছে , চিকিৎসক-নার্সদের পাঁচজনের একটি টিম বাঁকুড়ায় গিয়েছেন কুষ্ঠ রোগীদের চিকিৎসা করতে । রবিবার সেখানেই অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসক ৷ তাঁকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে COVID-19-এর সংক্রমণ সন্দেহে ভরতি করে নেওয়া হয় । পাশাপাশি ওই চিকিৎসকের সঙ্গে থাকা অন্য চারজনকেও পর্যবেক্ষণে রাখা হয়ে । এই চিকিৎসকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করছে এই চারজনকে কতদিন পর্যবেক্ষণে রাখা হবে । প্রসঙ্গত , ১৩ মার্চ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই চিকিৎসক অপারেশনও করেছিলেন । সেই সূত্রে এই হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩০-৩৫ জনের একটি তালিকা তৈরি করেছে মেড়িকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এই চিকিৎসকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে যদি পজ়িটিভ আসে, তাহলে এই ৩০-৩৫ জনকেও তখন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস ।

________

কলকাতা, 17 মার্চ : কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে কোরোনা সন্দেহে ভরতি 2 জনের রক্তে মিলল ইনফ্লুয়েঞ্জা বি পজ়িটিভ । তাঁদের মধ্যে রয়েছেন মক্কা ফেরত 62 বছর বয়সি এক প্রবীণ ব্যক্তি এবং সুইৎজ়ারল্যান্ড ফেরত এক যুবক ৷ এছাড়াও গার্ডেনরিচের বাসিন্দা এক যুবকের সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত বেলেঘাটার এই হাসপাতালে COVID-19-এর সংক্রমণ সন্দেহে সাত জন ভরতি রয়েছেন । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেও কোরোনা আতঙ্কে ভরতি হয়েছে ওই হাসপাতালের একজন চিকিৎসক ৷ তবে তাঁর সোয়াব নমুনার রিপোর্ট এখনও আসেনি ৷

রবিবার দুপুরে COVID-19-এর সংক্রমণ সন্দেহে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে ভরতি হতে এসেছিলেন বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা মক্কা ফেরত 62 বছর বয়সি এক প্রবীণ ব্যক্তি ৷ হাসপাতালে ভরতি হওয়ার কথা শুনে ভয় পেয়ে রোগীকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন পরিজনরা । অবশেষে, রবিবার রাত আটটা নাগাদ হাসপাতালে তাঁকে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ । সোমবার এই রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে ইনফ্লুয়েঞ্জা বি পজ়িটিভ পাওয়া গেল । অপরদিকে , COVID-19-এর সংক্রমণ সন্দেহে এই হাসপাতালে ভরতি সুইৎজ়ারল্যান্ড ফেরত এক যুবক ৷ তাঁর রিপোর্টেও পাওয়া গেল ইনফ্লুয়েঞ্জা বি পজ়িটিভ । এছাড়াও , থাইল্যান্ড ফেরত 19 বছরের এক যুবককেও সোমবার দমদম বিমানবন্দর থেকে বেলেঘাটার এই হাসপাতালে পাঠানো হয়েছে । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই রোগী বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানা গিয়েছে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , গার্ডেনরিচের বাসিন্দা এক যুবকের সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি তিন জনকে এই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে । এদিকে, রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে সোমবার দমদম বিমানবন্দর থেকে ২৫ জনকে পাঠানো হয় । স্বাস্থ্য পরীক্ষার পরে , ক্রাইটেরিয়া না মেলার কারণে এই ২৫ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়নি ৷ তবে তাঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানিয়েছেন এক আধিকারিক ।

এছাড়াও , কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেও কোরোনা আতঙ্কে ভরতি হয়েছে ওই হাসপাতালের একজন চিকিৎসক ৷ জানা গেছে , চিকিৎসক-নার্সদের পাঁচজনের একটি টিম বাঁকুড়ায় গিয়েছেন কুষ্ঠ রোগীদের চিকিৎসা করতে । রবিবার সেখানেই অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসক ৷ তাঁকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে COVID-19-এর সংক্রমণ সন্দেহে ভরতি করে নেওয়া হয় । পাশাপাশি ওই চিকিৎসকের সঙ্গে থাকা অন্য চারজনকেও পর্যবেক্ষণে রাখা হয়ে । এই চিকিৎসকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করছে এই চারজনকে কতদিন পর্যবেক্ষণে রাখা হবে । প্রসঙ্গত , ১৩ মার্চ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই চিকিৎসক অপারেশনও করেছিলেন । সেই সূত্রে এই হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩০-৩৫ জনের একটি তালিকা তৈরি করেছে মেড়িকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এই চিকিৎসকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে যদি পজ়িটিভ আসে, তাহলে এই ৩০-৩৫ জনকেও তখন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস ।

________

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.