ETV Bharat / city

আগ্নেয়াস্ত্রসহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ

বছর চল্লিশের ভাস্কর ওরফে হালদারের কাছে পাওয়া যায় একটি সিঙ্গল শটার পিস্তল । মনোজের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় কার্তুজ । প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, পূর্বাচল এলাকায় কোথাও ডাকাতির ছক ছিল তাদের।

Kolkata Police
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
author img

By

Published : Sep 18, 2020, 8:51 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : রাতের কলকাতায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে ঘুরছিল দুই দুষ্কৃতী । সূত্র মারফত খবর পেয়ে তাদের প্রথমে আটক করে পুলিশ । এরপর তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে আগ্নেয়াস্ত্র । সঙ্গে পাওয়া যায় দু'টি তাজা কার্তুজ। পুলিশের প্রাথমিক সন্দেহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা । ওই দুই দুষ্কৃতীকেই গ্রেপ্তার করেছে পুলিশ । গতরাতে কলকাতার গড়ফা থানা এলাকার ঘটনা ।

রাত তখন প্রায় একটা । প্রিন্স আনোয়ার শাহ রোডের পূর্বাচল ক্রসিংয়ের কাছে আটকানো হয় ভাস্কর মাঝি এবং মনোজ ঘোষকে । পুলিশের কাছে আগেই খবর ছিল এই দু'জনের বিষয়ে । সেই সূত্রেই তাদের আটক করা হয় । শুরু হয় তল্লাশি । বছর চল্লিশের ভাস্কর ওরফে হালদারের কাছে পাওয়া যায় একটি সিঙ্গল শটার পিস্তল । তার বাড়ি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে । 27 বছরের মনোজের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় কার্তুজ । তার বাড়ি দক্ষিণ পূর্বাচল হাসপাতাল রোডে । এরপরই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

আরও পড়ুন : গাছ নিয়ে পারিবারিক বিবাদ, মারধরে মৃত্যু ব্যক্তির

প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, পূর্বাচল এলাকায় কোথাও ডাকাতির ছক ছিল তাদের। কি সেই ছক তা জানার চেষ্টা চলছে। ওই দলে আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতেদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ভারতীয় দণ্ডবিধির 120 (B) ধারায় অপরাধের ষড়যন্ত্রে মামলা রুজু করেছে পুলিশ ।

কলকাতা, 18 সেপ্টেম্বর : রাতের কলকাতায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে ঘুরছিল দুই দুষ্কৃতী । সূত্র মারফত খবর পেয়ে তাদের প্রথমে আটক করে পুলিশ । এরপর তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে আগ্নেয়াস্ত্র । সঙ্গে পাওয়া যায় দু'টি তাজা কার্তুজ। পুলিশের প্রাথমিক সন্দেহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা । ওই দুই দুষ্কৃতীকেই গ্রেপ্তার করেছে পুলিশ । গতরাতে কলকাতার গড়ফা থানা এলাকার ঘটনা ।

রাত তখন প্রায় একটা । প্রিন্স আনোয়ার শাহ রোডের পূর্বাচল ক্রসিংয়ের কাছে আটকানো হয় ভাস্কর মাঝি এবং মনোজ ঘোষকে । পুলিশের কাছে আগেই খবর ছিল এই দু'জনের বিষয়ে । সেই সূত্রেই তাদের আটক করা হয় । শুরু হয় তল্লাশি । বছর চল্লিশের ভাস্কর ওরফে হালদারের কাছে পাওয়া যায় একটি সিঙ্গল শটার পিস্তল । তার বাড়ি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে । 27 বছরের মনোজের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় কার্তুজ । তার বাড়ি দক্ষিণ পূর্বাচল হাসপাতাল রোডে । এরপরই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

আরও পড়ুন : গাছ নিয়ে পারিবারিক বিবাদ, মারধরে মৃত্যু ব্যক্তির

প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, পূর্বাচল এলাকায় কোথাও ডাকাতির ছক ছিল তাদের। কি সেই ছক তা জানার চেষ্টা চলছে। ওই দলে আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতেদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ভারতীয় দণ্ডবিধির 120 (B) ধারায় অপরাধের ষড়যন্ত্রে মামলা রুজু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.