কলকাতা,29 জানুয়ারি :বাস ও ট্যাক্সির পর এবার পথে নামবে ট্রাক সংগঠন । এরাজ্যে ট্রাকের ওভারলোড ও এক্সেল লোডের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ট্রাক সংগঠন । তবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের তরফে কোনও সদুত্তর মেলেনি। তাই আজ প্রতিবাদ মিছিল করে পরিবহন দপ্তরে ডেপুটেশন জমা দেবে ট্রাক মালিক সংগঠন। সম্প্রতি ধুপগুড়িতে ট্রাকের ওভারলোডের কারণে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 14 জন প্রাণ হারায়। পণ্যবাহী ট্রাক ও লরির ক্ষেত্রে সেফ এক্সেল লোড চালু করা, লোডিং পয়েন্ট থেকে ওভারলোড সহ আরও বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে বহুদিনই বিভিন্ন মহলে মালিকপক্ষ সরব হলেও প্রশাসনের তরফে কোনও আমল দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকী রাজ্যপাল জাগদীপ ধনকড়েরও দ্বারস্থ হয় তারা। কিছুতেই কোনও লাভ হয়নি।
এছাড়াও পুলিশি অত্যাচার, জ্বালানির মূল্যবৃদ্ধির অভিযোগ সহ আরও বেশ কয়েক দফা দাবিতে আজ দুপুর 1টার সময় চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে পরিবহন ভবন পর্যন্ত মিছিল করবে ট্রাক সংগঠনের সদস্যরা ৷ পরিবহন সচিবের কাছে সংগঠনের পক্ষে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিও রয়েছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, "রাজ্যে ওভারলোড বন্ধ না হওয়ার একটা বড় কারণ হল এটা বন্ধ হলে বহু পুলিশকর্মীর উপরি উপার্জন বন্ধ হয়ে যাবে। তাই সেই উপার্জনকে চালু রাখতে ওভারলোডের মত একটি ব্যাধিকে জিইয়ে রাখছে সরকার। ভারত সরকারের মোটর ভেহিকেলসের নতুন সেফ এক্সেল লোড চালু করতে হবে, পুলিশি অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে ও ওভারলোড বন্ধ করতে হবে।"
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের তরফে 25 শতাংশ সেফ এক্সেল লোডের অনুমতি দেওয়া হলেও আমাদের রাজ্যে তা এখনও চালু হল না। এর আগেও এই একই ইশুতে বিভিন্ন সময় ধর্মঘট করেছে ট্রাক সংগঠনগুলি। বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ক সহ অন্য দপ্তরগুলিতেও চিঠি দেওয়া হয়েছে। চাক্কা জাম করা হয়েছে। তবে মেলেনি কোন সুরাহার পথ। ওভারলোডের ফলে প্রচুর সংখ্যক গাড়ি বসে রয়েছে। সম্প্রতি ধুপগুড়িতে এতো বড় দুর্ঘটনাও ঘটে গেল।"