ETV Bharat / city

মাতৃশোকে পার্থর পাশে মুকুল-শুভ্রাংশু, সৌজন্যের আবহে কি সম্পর্ক মেরামতির চেষ্টা? - mukul roy news

সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ৷ মঙ্গলবার সেই কারণে মুকুল রায় পার্থর বাড়িতে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশুও ৷

trinamool congress leader mukul roy meets partha chatterjee at his residence
মাতৃশোকে পার্থর পাশে মুকুল-শুভ্রাংশু, সৌজন্যের আবহে কি সম্পর্ক মেরামতির চেষ্টা?
author img

By

Published : Jun 15, 2021, 6:44 PM IST

কলকাতা, 15 জুন : তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুকুল রায় ৷ সম্প্রতি পার্থ চট্টোপাধ্য়ায়ের মাতৃবিয়োগ হয়েছে ৷ সেই কারণে মুকুল রায় সেখানে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশুও ৷ বেশ কিছুক্ষণ তিনি সেখানে ছিলেন ৷

মুকুল রায় সম্প্রতি ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন ৷ তার পর এই প্রথম তিনি দলের কোনও নেতার বাড়িতে উপস্থিত হলেন ৷ এর আগে অবশ্য একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ৷ তবে সেই বৈঠক ছিল রাজনৈতিক ৷ আর মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিল সৌজন্য সাক্ষাৎ ৷

আরও পড়ুন : পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল

যদিও রাজনৈতিক মহল মনে করছে যে এই সাক্ষাৎ আপাতভাবে সৌজন্যের হলেও এর মধ্যে সম্পর্কের মেরামতির উদ্যোগ রয়েছে ৷ কারণ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর মুকুল রায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বাকযুদ্ধ হত বেশি ৷ সেই সময় একদিক থেকে তৃণমূলের হয়ে মুকুল রায়ের বিরুদ্ধে বাক্যবাণ ছুড়তেন পার্থ চট্টোপাধ্যায় ৷ উল্টোদিক থেকে পার্থকে নানা কটাক্ষ করতেন মুকুল রায় ৷

কিন্তু মুকুল রায় এখন তৃণমূল কংগ্রেসে ৷ বিজেপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সেকেন্ড ইনিংস শুরু করেছেন ৷ এই পরিস্থিতিতে পুরনো বিবাদ-বৈরিতাগুলিকে মুকুল রায় মিটিয়ে ফেলতে চাইছেন বলেই মত রাজনৈতিক মহলের ৷ সেই কারণেই তিনি এই সুযোগটি নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

তাঁদের মতে, যে কোনও সম্পর্কের মেরামতির ক্ষেত্রে এই ধরনের শোকের পরিবেশে খুব কার্যকরী হয় ৷ শুধু রাজনীতি নয়, সমাজের যে কোনও ক্ষেত্রেই এটা দেখা গিয়েছে ৷ কুশলী রাজনীতিক মুকুল রায় সেই পথই ধরেছেন ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা

এখানে উল্লেখ করা প্রয়োজন যে পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পর অনেকেই তাঁর বাড়িতে গিয়েছেন ৷ তাঁদের কেউ তৃণমূল কংগ্রেসের ৷ কেউ আবার বিজেপির ৷ এমনকী, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা অনেকেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন ৷

কলকাতা, 15 জুন : তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুকুল রায় ৷ সম্প্রতি পার্থ চট্টোপাধ্য়ায়ের মাতৃবিয়োগ হয়েছে ৷ সেই কারণে মুকুল রায় সেখানে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশুও ৷ বেশ কিছুক্ষণ তিনি সেখানে ছিলেন ৷

মুকুল রায় সম্প্রতি ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন ৷ তার পর এই প্রথম তিনি দলের কোনও নেতার বাড়িতে উপস্থিত হলেন ৷ এর আগে অবশ্য একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ৷ তবে সেই বৈঠক ছিল রাজনৈতিক ৷ আর মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিল সৌজন্য সাক্ষাৎ ৷

আরও পড়ুন : পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল

যদিও রাজনৈতিক মহল মনে করছে যে এই সাক্ষাৎ আপাতভাবে সৌজন্যের হলেও এর মধ্যে সম্পর্কের মেরামতির উদ্যোগ রয়েছে ৷ কারণ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর মুকুল রায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বাকযুদ্ধ হত বেশি ৷ সেই সময় একদিক থেকে তৃণমূলের হয়ে মুকুল রায়ের বিরুদ্ধে বাক্যবাণ ছুড়তেন পার্থ চট্টোপাধ্যায় ৷ উল্টোদিক থেকে পার্থকে নানা কটাক্ষ করতেন মুকুল রায় ৷

কিন্তু মুকুল রায় এখন তৃণমূল কংগ্রেসে ৷ বিজেপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সেকেন্ড ইনিংস শুরু করেছেন ৷ এই পরিস্থিতিতে পুরনো বিবাদ-বৈরিতাগুলিকে মুকুল রায় মিটিয়ে ফেলতে চাইছেন বলেই মত রাজনৈতিক মহলের ৷ সেই কারণেই তিনি এই সুযোগটি নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

তাঁদের মতে, যে কোনও সম্পর্কের মেরামতির ক্ষেত্রে এই ধরনের শোকের পরিবেশে খুব কার্যকরী হয় ৷ শুধু রাজনীতি নয়, সমাজের যে কোনও ক্ষেত্রেই এটা দেখা গিয়েছে ৷ কুশলী রাজনীতিক মুকুল রায় সেই পথই ধরেছেন ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা

এখানে উল্লেখ করা প্রয়োজন যে পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পর অনেকেই তাঁর বাড়িতে গিয়েছেন ৷ তাঁদের কেউ তৃণমূল কংগ্রেসের ৷ কেউ আবার বিজেপির ৷ এমনকী, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা অনেকেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.