কলকাতা, 6 মে: টোল ফ্রি নম্বর চালু ছিলই। কিন্তু রাজ্যজুড়ে রেশন দুর্নীতির হাজারও অভিযোগ ওঠার পর বাড়ানো হল দপ্তরের অপারেটিং ফোনের সংখ্যা। এবার 29টি ফোনের মাধ্যমে অপারেট করা হবে ওই দু'টি টোল ফ্রি নম্বরকে। আজ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, রেশন সংক্রান্ত একাধিক অভিযোগে প্রতিদিন গড়ে 300 ফোন আসছে এই মুহূর্তে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেন তিনি । এদিকে রেশন দুর্নীতির অভিযোগে এখনও পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
180-345-5505 এবং 1967, এই দু'টি হল খাদ্য দপ্তরের টোল ফ্রি নম্বর। দীর্ঘদিন ধরে এই নম্বর দু'টি সক্রিয় রয়েছে। কিন্তু, আগে এই নম্বরগুলির সঙ্গে যুক্ত ছিল দপ্তরের দুটি মাত্র ফোন। মূলত একজন অপারেটরই নিয়ন্ত্রণ করতেন সেই দুটি ফোন। বর্তমান পরিস্থিতিতে বাড়িয়ে দেওয়া হল অপারেটিং ফোনের সংখ্যা । এবার একটি নম্বরের সঙ্গে অপারেটিং 14টি ফোনকে যুক্ত করা হল। অন্য নম্বরটির সঙ্গে 15টি ফোনকে যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে দিনে গড়ে 300 টি করে অভিযোগ আসতে শুরু করেছে।
আজ খাদ্যমন্ত্রী বলেন, “অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হচ্ছে। আবার অনেকে আছেন যাঁদের পুরোনো রেশন কার্ড আছে, তাঁদের এই মুহূর্তে চাল দরকার। তেমন কেউ ফোন করলে আমরা BDO-র মাধ্যমে তাঁকে GR করে দিচ্ছি। তিনি কুপনের মাধ্যমে চাল সংগ্রহ করতে পারছেন।"
এদিকে, দুর্নীতির অভিযোগে এখনও পর্যন্ত 400 ডিলারকে শোকজ় করেছে খাদ্য দপ্তর। সাসপেন্ড করা হয়েছে 67 জনকে। 28 জনের লাইসেন্স বাতিল করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 11 জন ডিলারকে। অন্যদিকে অকারণে বিক্ষোভের জন্য গ্রেপ্তার করা হয়েছে 30 জনকে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, “গতকাল পর্যন্ত 5 কোটি 58 লাখ 72 হাজার 262 টি কার্ডে রেশন তোলা হয়েছে। যা মোট গ্রাহকের 56.19%। আমাদের কাছে যে তথ্য আছে তাতে চাল বেশিরভাগটাই তোলা হয়েছে । একটা কথা আর একবার পরিষ্কার করে দিতে চাই, কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।"