ETV Bharat / city

TMC Protest: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মহিলা তৃণমূলের - tmc protest against price hike of lpg gas

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস (TMC Protest against price hike) । এদিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে হাজরা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷

TMC Protest in kolkata
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের
author img

By

Published : Jul 12, 2022, 8:16 PM IST

কলকাতা, 12 জুলাই: রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমে প্রতিবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের ৷ সাম্প্রতিক সময়ে যেভাবে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের ক্রমেই নাভিশ্বাস উঠছে । হেঁসেলে আগুন লাগার অবস্থা ৷ গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পথে নামল তৃণমূল কংগ্রেস (TMC Protest against price hike) ।

এদিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে হাজরা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ ফাঁসি দেওয়া হয় ঝিঙে, লাউ, কুমড়োর মতো সবজির । তৃণমূলের অভিযোগ, রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলা ক্ষমতায়নের পথে হাঁটছে, ঠিক তখনই মোদি সরকার পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে গৃহস্থের নাভিশ্বাস তোলার চেষ্টা করছে । তার বিরুদ্ধেই এদিনের প্রতিবাদ ।

এদিন তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে উল্লেখযোগ্য ছিল আদিবাসী মহিলাদের উপস্থিতি । এমনিতেই এখন রাষ্ট্রপতি নির্বাচনের আবহে ঘুরে ফিরে আসছে আদিবাসী প্রসঙ্গ । রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এদিন কলকাতায় বিজেপির বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমর্থন চেয়েছেন ।

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাজরা মোড়ে বিক্ষোভ মহিলা তৃণমূলের

আরও পড়ুন: জিটিএ-র শপথে পাহাড়ে আইটি-ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক মহলের মতে, রাজ্যের শাসকদলের মহিলা শাখা কলকাতার রাজপথে আদিবাসী মহিলাদের হাজির করিয়ে এটাই দেখানোর চেষ্টা করল যে দ্রৌপদী মুর্মুকে নিয়ে যতই বিজেপি মাতামাতি করুক না কেন, আসলে তারা আদিবাসীদের কথা ভাবে না । আর তাই উজ্বলার নাম করা বিজেপির আমলে ফের প্রাচীন রান্না পদ্ধতিতেই ফিরতে হচ্ছে মহিলাদের ৷

কলকাতা, 12 জুলাই: রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমে প্রতিবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের ৷ সাম্প্রতিক সময়ে যেভাবে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের ক্রমেই নাভিশ্বাস উঠছে । হেঁসেলে আগুন লাগার অবস্থা ৷ গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পথে নামল তৃণমূল কংগ্রেস (TMC Protest against price hike) ।

এদিন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে হাজরা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ ফাঁসি দেওয়া হয় ঝিঙে, লাউ, কুমড়োর মতো সবজির । তৃণমূলের অভিযোগ, রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলা ক্ষমতায়নের পথে হাঁটছে, ঠিক তখনই মোদি সরকার পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে গৃহস্থের নাভিশ্বাস তোলার চেষ্টা করছে । তার বিরুদ্ধেই এদিনের প্রতিবাদ ।

এদিন তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে উল্লেখযোগ্য ছিল আদিবাসী মহিলাদের উপস্থিতি । এমনিতেই এখন রাষ্ট্রপতি নির্বাচনের আবহে ঘুরে ফিরে আসছে আদিবাসী প্রসঙ্গ । রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এদিন কলকাতায় বিজেপির বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমর্থন চেয়েছেন ।

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাজরা মোড়ে বিক্ষোভ মহিলা তৃণমূলের

আরও পড়ুন: জিটিএ-র শপথে পাহাড়ে আইটি-ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক মহলের মতে, রাজ্যের শাসকদলের মহিলা শাখা কলকাতার রাজপথে আদিবাসী মহিলাদের হাজির করিয়ে এটাই দেখানোর চেষ্টা করল যে দ্রৌপদী মুর্মুকে নিয়ে যতই বিজেপি মাতামাতি করুক না কেন, আসলে তারা আদিবাসীদের কথা ভাবে না । আর তাই উজ্বলার নাম করা বিজেপির আমলে ফের প্রাচীন রান্না পদ্ধতিতেই ফিরতে হচ্ছে মহিলাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.