ETV Bharat / city

Tapas Chatterjee: বিজয়া সম্মেলনীতে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক তাপস, অস্বস্তি তৃণমূলে - বিজয়া সম্মেলনিতে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক তাপস

বুধবার নিউটাউনে রাজ্য সরকারের তরফে বিজয়া সম্মিলনী করা হয় ৷ সেখানে ডাক পাননি রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (TMC MLA Tapas Chatterjee) ৷ এই নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন এই তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ৷

TMC MLA Tapas Chatterjee criticises party after not being invited to bijoya sammilani
Tapas Chatterjee: বিজয়া সম্মেলনিতে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক তাপস, অস্বস্তি তৃণমূলে
author img

By

Published : Oct 13, 2022, 4:00 PM IST

কলকাতা ও বিধাননগর, 13 অক্টোবর : তৃণমূলের (Trinamool Congress) অন্দরের বিবাদ যেন কিছুতেই থামছে না । এবার বুধবারের বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক বক্তব্য করলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (TMC MLA Tapas Chatterjee) ।

তাঁর বিধানসভা এলাকায় অনুষ্ঠান, অথচ ব্রাত্য তিনি । অর্থাৎ তাঁকেই ডাকা হয়নি । এটা শুধু এবার নয় । এই নিয়ে দ্বিতীয়বার । আর এরপরই সরব হলেন তিনি । অভিমানী নেতার আক্ষেপ, ‘‘হয়তো আমার কাজের স্ট্যাটাস ওই অনুষ্ঠানে যাওয়ার মতো নয় ।’’

তাঁর অভিযোগ, ‘‘দু'বছর ধরেই দলে আমার কোনও স্ট্যাটাস নেই । একটা দলে চাকর আর বাবু থাকে, আর দলে আমার স্ট্যাটাসটা চাকরের । চাকরদের সম্মান জানিয়ে বলছি, আমি চিরকাল শ্রমজীবী মানুষের হয়ে লড়াই করেছি ।’’ তাঁর আক্ষেপ, ‘‘যাঁরা 2021 সালে সাম্প্রদায়িকতাকে সমর্থন করেছিলেন । দিদিকে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, তাঁরা নানা কারণে স্থান পেয়ে যান । স্থান পান না আমার মতো লোকেরা ।’’

বিজয়া সম্মেলনিতে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক তাপস, অস্বস্তি তৃণমূলে

তিনি বলেন, ‘‘নিজের বিধানসভা এলাকায় হলেও বিজয়া সম্মিলনী সম্পর্কে কিছু জানি না । আগেও ডাক পাইনি, পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জানিয়েও সদুত্তর পাইনি । আমন্ত্রণ না পাওয়ায় লজ্জিত, মানুষের কাছে মিথ্যে বলে চোখ ঢাকতে হয় । মনে হয় মুখ্যমন্ত্রী বিষয়টি জানেন না, মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ নেই ।’’

তাঁর আরও সংযোজন, ‘‘দলে বাবু ও চাকরের মধ্যে আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত । হয়তো ভাল গান গাইতে পারি না বা নাচতে পারি না, তাই আমন্ত্রণ মেলে না । হয়তো নেত্রীকে ভালো গালিগালাজ করতে পারি না, তাই ডাক পাই না ।’’

এরপরেই বিস্ফোরক তিনি । বললেন, ‘‘আমি সিপিএম (CPIM) থেকে এসেছি বলে হয়তো বিশ্বাসযোগ্যতা নিয়ে এখনও প্রশ্ন আছে । বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে প্রমাণ করতে হবে ।’’

যদিও বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস । দলের মুখপত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, ‘‘তাপস চট্টোপাধ্যায় তৃণমূলের দক্ষ সংগঠক । মন দিয়ে নিজের এলাকায় কাজ করছেন । প্রয়োজনে আমি নিজে তাঁর সঙ্গে কথা বলব । আশা করছি এমন অভিযোগ ওঁকে আগামিদিনে করতে হবে না ।’’

রাজনৈতিক মহলের মতে, তাপস চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) মধ্যে দ্বৈরথের কথা তো কারও অজানা নয় । এক্ষেত্রে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ অথচ সব্যসাচী দত্ত আমন্ত্রিত ৷ এই ঘটনাই তাঁর ক্ষোভ বহুগুণ বাড়িয়ে দিয়েছে ।

প্রসঙ্গত, 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাপসবাবু । তৃণমূলের টিকিটেই পরপর দু'বার বিধায়ক হয়েছেন তিনি । এহেন বর্ষীয়ান নেতার অভিমানী মন্তব্যে শাসককে বিঁধতে ছাড়েনি বিরোধীরা ।

এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘এসব ওদের দলের ব্যাপার । কী বলব ! বিজয়া সম্মিলনীটা কীসের সেটাই বুঝলাম না । তৃণমূল দলটার বিজয়া হচ্ছে, তারই কি সম্মিলনী ?’’

অন্যদিকে, রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটা ওদের দলের অভ্যন্তরীণ রসায়ন । তৃণমূল ছেড়ে ওদের এক নেতা সব্যসাচী দত্ত আমাদের দলে বেড়াতে এসেছিলেন । তিনি তো বলেছিলেন, তাঁর দল ছাড়ার অন্যতম কারণ তাপস চট্টোপাধ্যায় । এখন সেই সব্যসাচী মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ । স্বাভাবিকভাবেই তাপসবাবুর খারাপ লাগছে ।’’

আরও পড়ুন : ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কুণাল গেলেন তাপসের বাড়ি, বিতর্ক জিইয়ে সুদীপ বললেন,'নো কমেন্টস'

কলকাতা ও বিধাননগর, 13 অক্টোবর : তৃণমূলের (Trinamool Congress) অন্দরের বিবাদ যেন কিছুতেই থামছে না । এবার বুধবারের বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক বক্তব্য করলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (TMC MLA Tapas Chatterjee) ।

তাঁর বিধানসভা এলাকায় অনুষ্ঠান, অথচ ব্রাত্য তিনি । অর্থাৎ তাঁকেই ডাকা হয়নি । এটা শুধু এবার নয় । এই নিয়ে দ্বিতীয়বার । আর এরপরই সরব হলেন তিনি । অভিমানী নেতার আক্ষেপ, ‘‘হয়তো আমার কাজের স্ট্যাটাস ওই অনুষ্ঠানে যাওয়ার মতো নয় ।’’

তাঁর অভিযোগ, ‘‘দু'বছর ধরেই দলে আমার কোনও স্ট্যাটাস নেই । একটা দলে চাকর আর বাবু থাকে, আর দলে আমার স্ট্যাটাসটা চাকরের । চাকরদের সম্মান জানিয়ে বলছি, আমি চিরকাল শ্রমজীবী মানুষের হয়ে লড়াই করেছি ।’’ তাঁর আক্ষেপ, ‘‘যাঁরা 2021 সালে সাম্প্রদায়িকতাকে সমর্থন করেছিলেন । দিদিকে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, তাঁরা নানা কারণে স্থান পেয়ে যান । স্থান পান না আমার মতো লোকেরা ।’’

বিজয়া সম্মেলনিতে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক তাপস, অস্বস্তি তৃণমূলে

তিনি বলেন, ‘‘নিজের বিধানসভা এলাকায় হলেও বিজয়া সম্মিলনী সম্পর্কে কিছু জানি না । আগেও ডাক পাইনি, পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জানিয়েও সদুত্তর পাইনি । আমন্ত্রণ না পাওয়ায় লজ্জিত, মানুষের কাছে মিথ্যে বলে চোখ ঢাকতে হয় । মনে হয় মুখ্যমন্ত্রী বিষয়টি জানেন না, মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ নেই ।’’

তাঁর আরও সংযোজন, ‘‘দলে বাবু ও চাকরের মধ্যে আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত । হয়তো ভাল গান গাইতে পারি না বা নাচতে পারি না, তাই আমন্ত্রণ মেলে না । হয়তো নেত্রীকে ভালো গালিগালাজ করতে পারি না, তাই ডাক পাই না ।’’

এরপরেই বিস্ফোরক তিনি । বললেন, ‘‘আমি সিপিএম (CPIM) থেকে এসেছি বলে হয়তো বিশ্বাসযোগ্যতা নিয়ে এখনও প্রশ্ন আছে । বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে প্রমাণ করতে হবে ।’’

যদিও বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস । দলের মুখপত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, ‘‘তাপস চট্টোপাধ্যায় তৃণমূলের দক্ষ সংগঠক । মন দিয়ে নিজের এলাকায় কাজ করছেন । প্রয়োজনে আমি নিজে তাঁর সঙ্গে কথা বলব । আশা করছি এমন অভিযোগ ওঁকে আগামিদিনে করতে হবে না ।’’

রাজনৈতিক মহলের মতে, তাপস চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) মধ্যে দ্বৈরথের কথা তো কারও অজানা নয় । এক্ষেত্রে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ অথচ সব্যসাচী দত্ত আমন্ত্রিত ৷ এই ঘটনাই তাঁর ক্ষোভ বহুগুণ বাড়িয়ে দিয়েছে ।

প্রসঙ্গত, 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাপসবাবু । তৃণমূলের টিকিটেই পরপর দু'বার বিধায়ক হয়েছেন তিনি । এহেন বর্ষীয়ান নেতার অভিমানী মন্তব্যে শাসককে বিঁধতে ছাড়েনি বিরোধীরা ।

এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘এসব ওদের দলের ব্যাপার । কী বলব ! বিজয়া সম্মিলনীটা কীসের সেটাই বুঝলাম না । তৃণমূল দলটার বিজয়া হচ্ছে, তারই কি সম্মিলনী ?’’

অন্যদিকে, রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটা ওদের দলের অভ্যন্তরীণ রসায়ন । তৃণমূল ছেড়ে ওদের এক নেতা সব্যসাচী দত্ত আমাদের দলে বেড়াতে এসেছিলেন । তিনি তো বলেছিলেন, তাঁর দল ছাড়ার অন্যতম কারণ তাপস চট্টোপাধ্যায় । এখন সেই সব্যসাচী মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ । স্বাভাবিকভাবেই তাপসবাবুর খারাপ লাগছে ।’’

আরও পড়ুন : ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কুণাল গেলেন তাপসের বাড়ি, বিতর্ক জিইয়ে সুদীপ বললেন,'নো কমেন্টস'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.