ETV Bharat / city

Dumdum Park Bharat Chakra : মণ্ডপ সজ্জায় বিজেপির ফতোয়া মানব না, হুঁশিয়ারি ফিরহাদের - Trinamool Congress

দুর্গাপুজোর মণ্ডপ সজ্জায় জুতোর ব্যবহার করেছে দমদম পার্ক ভারত চক্র৷ এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

tmc-leader-firhad-hakim-slams-bjp-on-dum-dum-park-bharat-chakra-issue
Dum Dum Park Bharat Chakra : মণ্ডপ সজ্জায় বিজেপির ফাতোয়া মানব না, হুঁশিয়ারি ফিরহাদের
author img

By

Published : Oct 11, 2021, 11:47 AM IST

কলকাতা, 11 অক্টোবর : দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপ সজ্জায় জুতোর ব্যবহার৷ দমদম পার্ক ভারত চক্রের (Dum Dum Park Bharat Chakra) পুজো মণ্ডপকে ঘিরে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এবার সেই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তিনি এই বিতর্কের দায় চাপিয়েছেন বিজেপির (BJP) উপর ৷ জানিয়েছেন, মণ্ডপ সজ্জা নিয়ে বিজেপির ফতোয়া মানা হবে না ৷

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : শুভেন্দুকে খুশি করতে পুজো করি না, অবস্থানে অনড় ভারত চক্র

রবিবার দক্ষিণ 24 পরগনার জোকায় ডায়মন্ড পার্কের উদ্বোধনে হাজির হয়েছিলেন ফিরহাদ হাকিম ৷ উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ও (Ratna Chatterjee) ৷ সেখানেই কলকাতার প্রাক্তন মেয়র এই মন্তব্য করেন ৷ তাঁর অভিযোগ, প্রতি বছর দুর্গাপুজোর সময় বিজেপি নোংরা রাজনীতি করে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে দমদম পার্কের ওই পুজো মণ্ডপকে কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ জুতো দিয়ে মণ্ডপ সজ্জা করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ বিজেপির ৷ রবিবার সন্ধ্যায় কার্যত তারই পালটা উত্তর দিলেন ফিরহাদ হাকিম ৷

মণ্ডপ সজ্জায় বিজেপির ফাতোয়া মানব না, হুঁশিয়ারি ফিরহাদের

আরও পড়ুন : Suvendu Adhikari : মায়ের বোধনের আগে জুতো না সরালে পুজো বয়কট হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের দাবি, ‘‘বিজেপি প্রত্যেকে পুজোতে নোংরা রাজনীতির টেনে নিয়ে আসে । জগদ্ধাত্রী মা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন । মাকে এক একজন একেক রকম ভাবে আহ্বান করেন । আমি যদি মুচি হই আমি যেটা সৃষ্টি করি সেটা দিয়ে মাকে অবাহন করব । আমি যদি ছুতোর হই, আমার তৈরি কাঠের টুকরো দিয়ে মাকে আহ্বান করব ।’’

এর পরই তিনি হুঁশিয়ারি দেন বিজেপিকে ৷ বলেন, ‘‘আমি মণ্ডপ সাজাবো কীসে, সেটা নিয়ে বিজেপি ফতোয়া জারি করবে, সেটা মানা যায় না । কাউকে অপমান করার জন্য ভারতচক্র এই মণ্ডপ তৈরি করেনি, আজকের অবস্থাটা বোঝানোর জন্য এই মণ্ডপ তৈরি করেছে । সেখানে একটি প্রতীকের কাজ করেছে জুতো ৷’’ তাঁর দাবি, ‘‘এটাই বিজেপির গায়ে লেগেছে । কারণ, ওদের মনে পাপ আছে ৷ ওরা দোষী ৷’’

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল

একই সঙ্গে এদিন ডায়মন্ড পার্কের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে সকলকে কোভিড বিধি মেনে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে দুর্গা প্রতিমা দর্শনের পরামর্শ দিয়েছেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম ৷

কলকাতা, 11 অক্টোবর : দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপ সজ্জায় জুতোর ব্যবহার৷ দমদম পার্ক ভারত চক্রের (Dum Dum Park Bharat Chakra) পুজো মণ্ডপকে ঘিরে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এবার সেই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তিনি এই বিতর্কের দায় চাপিয়েছেন বিজেপির (BJP) উপর ৷ জানিয়েছেন, মণ্ডপ সজ্জা নিয়ে বিজেপির ফতোয়া মানা হবে না ৷

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : শুভেন্দুকে খুশি করতে পুজো করি না, অবস্থানে অনড় ভারত চক্র

রবিবার দক্ষিণ 24 পরগনার জোকায় ডায়মন্ড পার্কের উদ্বোধনে হাজির হয়েছিলেন ফিরহাদ হাকিম ৷ উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ও (Ratna Chatterjee) ৷ সেখানেই কলকাতার প্রাক্তন মেয়র এই মন্তব্য করেন ৷ তাঁর অভিযোগ, প্রতি বছর দুর্গাপুজোর সময় বিজেপি নোংরা রাজনীতি করে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে দমদম পার্কের ওই পুজো মণ্ডপকে কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ জুতো দিয়ে মণ্ডপ সজ্জা করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ বিজেপির ৷ রবিবার সন্ধ্যায় কার্যত তারই পালটা উত্তর দিলেন ফিরহাদ হাকিম ৷

মণ্ডপ সজ্জায় বিজেপির ফাতোয়া মানব না, হুঁশিয়ারি ফিরহাদের

আরও পড়ুন : Suvendu Adhikari : মায়ের বোধনের আগে জুতো না সরালে পুজো বয়কট হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের দাবি, ‘‘বিজেপি প্রত্যেকে পুজোতে নোংরা রাজনীতির টেনে নিয়ে আসে । জগদ্ধাত্রী মা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন । মাকে এক একজন একেক রকম ভাবে আহ্বান করেন । আমি যদি মুচি হই আমি যেটা সৃষ্টি করি সেটা দিয়ে মাকে অবাহন করব । আমি যদি ছুতোর হই, আমার তৈরি কাঠের টুকরো দিয়ে মাকে আহ্বান করব ।’’

এর পরই তিনি হুঁশিয়ারি দেন বিজেপিকে ৷ বলেন, ‘‘আমি মণ্ডপ সাজাবো কীসে, সেটা নিয়ে বিজেপি ফতোয়া জারি করবে, সেটা মানা যায় না । কাউকে অপমান করার জন্য ভারতচক্র এই মণ্ডপ তৈরি করেনি, আজকের অবস্থাটা বোঝানোর জন্য এই মণ্ডপ তৈরি করেছে । সেখানে একটি প্রতীকের কাজ করেছে জুতো ৷’’ তাঁর দাবি, ‘‘এটাই বিজেপির গায়ে লেগেছে । কারণ, ওদের মনে পাপ আছে ৷ ওরা দোষী ৷’’

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল

একই সঙ্গে এদিন ডায়মন্ড পার্কের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে সকলকে কোভিড বিধি মেনে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে দুর্গা প্রতিমা দর্শনের পরামর্শ দিয়েছেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.