কলকাতা, 7 সেপ্টেম্বর : কপালে বন্দুক ঠেকিয়ে যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ মুরারিপুকুর এলাকার ঘটনা ৷ মানিকতলা থানায় ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যুবতি ৷ যদিও ঘটনার পর থেকেই ফেরার ওই তৃণমূল নেতা ৷
গণেশ চতুর্থী উপলক্ষ্যে বৃহস্পতিবার এলাকার একটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠান চলছিল ৷ সেই অনুষ্ঠানে গান গাইতে গেছিলেন ওই যুবতি ৷ পারফরমেন্সের পর তিনি গ্রিনরুমে বসেছিলেন ৷ অভিযোগ, সে সময় স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ সাহা ওরফে ভানু তাঁকে ধর্ষণের চেষ্টা করে ৷ যুবতি জানান, হঠাৎ-ই মত্ত অবস্থায় গ্রিনরুমে এসে তাঁর পাশে বসে ভানু ৷ তাঁর বাবার কিডনির সমস্যার কথা জানত সে ৷ তাই সাহায্য বাবদ 10 লাখ টাকা দিতে চায় ৷ কেন তাঁকে সাহায্য করা হচ্ছে জানতে চাইলে যুবতিকে কুপ্রস্তাব দেয় সে ৷ শুধু তাই নয়, গ্রিনরুমে আরও যারা ছিলেন তাঁদের বাইরে বার করে দেয় ভানু ৷ যুবতি তার প্রস্তাবে রাজি না হলে জোর খাটানো শুরু করে ৷ গ্রিনরুমের বাইরে থাকা সঙ্গীদের দরজা বাইরে থেকে বন্ধ করে দিতে বলে ৷ যুবতির কপালে বন্দুক ঠেকিয়ে বলে, "আগের বছর থেকে আমি আশা করে আছি তুমি এবার আসবে ৷ তোমাকে এভাবে বের হতে দেব না ৷ আমার যা যা চাহিদা তা মিটিয়ে আমি এখান থেকে তোমাকে বের হতে দেব ৷" কোনও ক্রমে নিজেকে বাঁচিয়ে ওই যুবতি বাইরে বের হন ৷ সেদিনই মানিকতলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ যদিও এখনও পর্যন্ত ফেরার ভানু ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
ঘটনার পর থেকে আতঙ্কিত ওই যুবতি ও তাঁর পরিবার ৷ যুবতির অভিযোগ, স্থানীয়দের অনেকেই সেদিন তাঁর উপর নির্যাতন হতে দেখেছিল ৷ কিন্তু কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেনি ৷ এমন কী আয়োজকরাও পাশে দাঁড়ায়নি ৷ উল্লেখ্য যে ক্লাবের হয়ে অনুষ্ঠান করতে গেছিলেন, সেখানে অনুষ্ঠানের পোস্টারে নাম রয়েছে স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু ও রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের ৷ যদিও এ বিষয়ে তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷