ETV Bharat / city

সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি তৃণমূলের - MP

ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। একই সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। কিন্তু শুভেন্দু সমস্ত নিয়মকানুন মেনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই তবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সুনীল মণ্ডল সেটা করেননি।

tmc demand rejection of sunil mondal's mp post
সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করার আবেদন জানাল তৃণমূল
author img

By

Published : Jan 4, 2021, 6:27 PM IST

কলকাতা, 04 জানুয়ারি: সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করার দাবি জানাল তৃণমূল কংগ্রেস । তাদের তরফে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে সুনীলের সাংসদ পদ খারিজের আবেদন জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । চিঠিতে তিনি লিখেছেন, সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন যেন প্রয়োগ করা হয়। খারিজ করা হোক তাঁর সাংসদ পদ।

ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। একই সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। কিন্তু শুভেন্দু সমস্ত নিয়মকানুন মেনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই তবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সুনীল মণ্ডল সেটা করেননি। সাংসদ পদ বহাল রেখেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: যে কোনও ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করতে পারে রাজ্য, মন্তব্য হাইকোর্টের

যার ফলে এবার কঠোর পদক্ষেপ করতে চাইছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। তাই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সুনীলের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও । অন্য দল থেকে আসা বিধায়করাও একসময় একে একে ইস্তফা না দিয়েই তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ করেছে বিরোধীরা ।

কলকাতা, 04 জানুয়ারি: সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করার দাবি জানাল তৃণমূল কংগ্রেস । তাদের তরফে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে সুনীলের সাংসদ পদ খারিজের আবেদন জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । চিঠিতে তিনি লিখেছেন, সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন যেন প্রয়োগ করা হয়। খারিজ করা হোক তাঁর সাংসদ পদ।

ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। একই সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। কিন্তু শুভেন্দু সমস্ত নিয়মকানুন মেনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই তবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সুনীল মণ্ডল সেটা করেননি। সাংসদ পদ বহাল রেখেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: যে কোনও ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করতে পারে রাজ্য, মন্তব্য হাইকোর্টের

যার ফলে এবার কঠোর পদক্ষেপ করতে চাইছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। তাই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সুনীলের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও । অন্য দল থেকে আসা বিধায়করাও একসময় একে একে ইস্তফা না দিয়েই তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ করেছে বিরোধীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.