ETV Bharat / city

ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ে মমতার প্রতিবাদ নিয়ে চূড়ান্ত রাজনৈতিক তরজা - ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ে মমতার প্রতিবাদ নিয়ে চূড়ান্ত রাজনৈতিক তরজা

ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম শুনে মমতার প্রতিবাদ নিয়ে রাজনৈতিক তরজা শুরু বঙ্গে৷ একদিকে তৃণমূল মমতার পক্ষেই রয়েছে৷ অন্যদিকে ঘটনার সমালোচনা করলেও বাম-কংগ্রেসের মত, তৃণমূল ও বিজেপি একসঙ্গে এক জায়গায় থাকলে এটাই স্বাভাবিক৷

tmc-congress-and-lefts-reaction-on-mamatas-step-against-jai-sree-ram
ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ে মমতার প্রতিবাদ নিয়ে চূড়ান্ত রাজনৈতিক তরজা
author img

By

Published : Jan 23, 2021, 7:14 PM IST

Updated : Jan 23, 2021, 10:00 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ে শনিবার "পরাক্রম দিবস" অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন উপস্থিত দর্শকদের মধ্যে অনেকে৷ আর তাতেই তেলেবেগুনে জ্বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বক্তব্য না রেখে শুধু ধন্যবাদ দিয়ে নেমে যান পোডিয়াম থেকে।

এই ঘটনা নিয়ে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় চূড়ান্ত রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায় সমর্থন জানান মুখ্যমন্ত্রীকে। তিনি ইটিভি ভারতকে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজ করেছেন। নেতাজির অনুষ্ঠান কি জয় শ্রীরাম স্লোগান দেওয়া জায়গা? এটাতো ধর্মীয় স্লোগান। একটা রাজনৈতিক দল ব্যবহার করে। নেতাজির অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো জায়গায় এই স্লোগান ওঠে৷ তাহলে তো মমতা প্রতিবাদ করবেই৷"

পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘যেখান দুই দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, সেখানে এটাই স্বাভাবিক। রাজনৈতিক সৌজন্যের চূড়ান্ত অভাব। অপসংস্কৃতির বাহক তৃণমূল এবং বিজেপি৷"

আরও পড়ুন : মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

একই মত বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানেরও৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে কালো পতাকা দেখান। প্রধানমন্ত্রী জয় শ্রীরাম ধ্বনি দেওয়ান‌। দুজনেই এক। এ হল এ টিম এবং বি টিমের খেলা৷’’

কলকাতা, 23 জানুয়ারি : ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ে শনিবার "পরাক্রম দিবস" অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন উপস্থিত দর্শকদের মধ্যে অনেকে৷ আর তাতেই তেলেবেগুনে জ্বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বক্তব্য না রেখে শুধু ধন্যবাদ দিয়ে নেমে যান পোডিয়াম থেকে।

এই ঘটনা নিয়ে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় চূড়ান্ত রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায় সমর্থন জানান মুখ্যমন্ত্রীকে। তিনি ইটিভি ভারতকে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজ করেছেন। নেতাজির অনুষ্ঠান কি জয় শ্রীরাম স্লোগান দেওয়া জায়গা? এটাতো ধর্মীয় স্লোগান। একটা রাজনৈতিক দল ব্যবহার করে। নেতাজির অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো জায়গায় এই স্লোগান ওঠে৷ তাহলে তো মমতা প্রতিবাদ করবেই৷"

পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘যেখান দুই দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, সেখানে এটাই স্বাভাবিক। রাজনৈতিক সৌজন্যের চূড়ান্ত অভাব। অপসংস্কৃতির বাহক তৃণমূল এবং বিজেপি৷"

আরও পড়ুন : মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

একই মত বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানেরও৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে কালো পতাকা দেখান। প্রধানমন্ত্রী জয় শ্রীরাম ধ্বনি দেওয়ান‌। দুজনেই এক। এ হল এ টিম এবং বি টিমের খেলা৷’’

Last Updated : Jan 23, 2021, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.