ETV Bharat / city

বিধানসভায় বাম-কংগ্রেসের বৈঠক বয়কট - ১ দিনের জন্য অধিবেশন বসতে পারে রাজ‍্য বিধানসভা

আজ এক দিনের জন্য অধিবেশন বসে রাজ‍্য বিধানসভায় । তপশিলি জাতি ও উপজাতির সংরক্ষণ সংক্রান্ত আইন পাশ করানোর জন্য মাত্র দুই ঘণ্টার জন্য এই অধিবেশন বসে ।

Assembly is likely  a day session  on January 9
১ দিনের জন্য অধিবেশন বসতে পারে রাজ‍্য বিধানসভা
author img

By

Published : Jan 9, 2020, 10:05 AM IST

Updated : Jan 9, 2020, 4:33 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিধানসভায় আজ একটি প্রস্তাব জমা দেয় বাম-কংগ্রেস । কিন্তু বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির বৈঠকে তা খারিজ হয়ে যায়। এরপরই বাম ও কংগ্রেস এই বৈঠক বয়কট করে । আজ বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন বসেছিল ৷ তপশিলি জাতি ও উপজাতির সংরক্ষণ সংক্রান্ত আইন পাশ করানোর জন্য আজ মাত্র দুই ঘণ্টার জন্য অধিবেশন বসে । সম্প্রতি, একদিনের অধিবেশন বসানোর জন্য রাজ্যসভা থেকে বিধানসভায় চিঠি এসেছে বলে জানা যায় । এই জরুরি অধিবেশনের জন্য রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনে হুইপ জারি করার পর রাজ্যপাল শমন পাঠান ।

তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষণের মেয়াদ মোট 10 বছর । ইতিমধ্যেই লোকসভা ও রাজ্যসভায় পাশ করানো হয় আইনটিকে।

নিয়ম অনুযায়ী, 11টি রাজ্যের বিধানসভায় পাশ করতে হবে আইনটিকে । সেইমতো আগামী 10 জানুয়ারির মধ্যে রাজ‍্য বিধানসভায় আইনটি পাশ করিয়ে সংসদে পাঠানোর জন্য রাজ্যসভার সচিবালয় থেকে বিধানসভায় চিঠি এসেছে । সেকারণে আজ একদিনের জন্য অধিবেশন বসে ।

কলকাতা, 9 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিধানসভায় আজ একটি প্রস্তাব জমা দেয় বাম-কংগ্রেস । কিন্তু বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির বৈঠকে তা খারিজ হয়ে যায়। এরপরই বাম ও কংগ্রেস এই বৈঠক বয়কট করে । আজ বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন বসেছিল ৷ তপশিলি জাতি ও উপজাতির সংরক্ষণ সংক্রান্ত আইন পাশ করানোর জন্য আজ মাত্র দুই ঘণ্টার জন্য অধিবেশন বসে । সম্প্রতি, একদিনের অধিবেশন বসানোর জন্য রাজ্যসভা থেকে বিধানসভায় চিঠি এসেছে বলে জানা যায় । এই জরুরি অধিবেশনের জন্য রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনে হুইপ জারি করার পর রাজ্যপাল শমন পাঠান ।

তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষণের মেয়াদ মোট 10 বছর । ইতিমধ্যেই লোকসভা ও রাজ্যসভায় পাশ করানো হয় আইনটিকে।

নিয়ম অনুযায়ী, 11টি রাজ্যের বিধানসভায় পাশ করতে হবে আইনটিকে । সেইমতো আগামী 10 জানুয়ারির মধ্যে রাজ‍্য বিধানসভায় আইনটি পাশ করিয়ে সংসদে পাঠানোর জন্য রাজ্যসভার সচিবালয় থেকে বিধানসভায় চিঠি এসেছে । সেকারণে আজ একদিনের জন্য অধিবেশন বসে ।

Intro:কলকাতা, ৪ জানুয়ারি: চলতি মাসের ৯ জানুয়ারি বিধানসভায় বসতে পারে ১ দিনের বিশেষ অধিবেশন। তপশিলি জাতি ও উপজাতির সংরক্ষণ সংক্রান্ত আইন।পাস করানোর জন্য ওই দিন মাত্র ২ ঘণ্টার জন্য অধিবেশন বসতে পারে বলে সূত্রের খবর। সম্প্রতি, একদিনের অধিবেশন বসানোর জন্য রাজ্যসভা থেকে বিধানসভায় চিঠি এসেছে বলে জানা যায়।



Body:তফসিলি জাতি এবং উপজাতি সংরক্ষণের মেয়াদ মোট ১০ বছর । ইতিমধ্যেই লোকসভা এবং রাজ্যসভায় পাস করানো হয়েছে আইনটিকে। নিয়ম অনুসারে ১৬ টি রাজ্যের বিধানসভায় পাস করতে হয়। সেইমতো আগামী ১০ জানুয়ারির মধ্যে রাজ‍্য বিধানসভায় আইনটি পাস করিয়ে সংসদে পাঠানোর জন্য রাজ্যসভার সচিবালয় থেকে বিধানসভায় চিঠি এসেছে। তার জন্য ৯ জানুয়ারি ১ দিনের অধিবেশন বসতে পারে বলে খবর।


Conclusion:
Last Updated : Jan 9, 2020, 4:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.