কলকাতা, 29 মার্চ : পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের বিজেপি সাংসদদের সাক্ষাতের দিন ৷ রাজ্য বিজেপি সূত্রে খবর, বুধবার নয়, বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এরাজ্যের বিজেপি সাংসদরা (Bengal BJP MPs to Meet PM Narendra Modi on Thursday) ৷ প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হওয়ার কথা ৷ অন্য কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী বুধবার সময় দিতে পারবেন না বলেই এই সাক্ষাতের দিন বদল হয়েছে বলে জানা গিয়েছে ৷ রামপুরহাটের বগটুই গণহত্যা ও সোমবার বিধানসভায় তৃণমূল-বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনার পর বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷
তাঁদের এই দিল্লি যাত্রা প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "শুধু রামপুরহাট নয়, বিধানসভাতেও বিরোধী বিধায়করা সুরক্ষিত নন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং বাংলার বিষয়ে চিন্তিত। কেন্দ্রীয় সরকারের সমালোচনা না করে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়টা আগে দেখুক তৃণমূল । তবে, আমরা প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করব দ্রুত রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে কেন্দ্র হস্তক্ষেপ করুক । না হলে বাংলার অবস্থা আরও খারাপ হবে । দু'মাসে বাংলায় 26 জনের মৃত্যু হয়েছে হিংসায় । প্রধানমন্ত্রীকে আমরা স্মারকলিপি দেব এই বিষয়ে ৷"
আরও পড়ুন : রাজ্যের চাপে আহত মনোজ টিগ্গাকে ভর্তি নিচ্ছে না হাসপাতাল, অভিযোগ শুভেন্দু-সুকান্তর
রাজনৈতিক মহল মনে করছে, রামপুরহাট ইস্যুতে এবার তৃণমূল সরকারকে ঘায়েল করতে ময়াদানে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি ৷ সেকারণেই এরাজ্যের বিজেপি সাংসদদের দিল্লি যাত্রা ও তাঁর সঙ্গে বৈঠক ৷ জাতীয় রাজনীতিতে কট্টর মোদি বিরোধী মুখ হিসাবেই পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে এবার তাই নতুন করে মমতার নেতৃত্বাধীন রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিজেপি ৷ রামপুরহাটের ঘটনার পর এর রাজনৈতিক লাভও নিজেদের ঘরে তুলতে সক্রিয় গেরুয়া শিবির ৷ তাই এই সক্রিয়তা ৷ এর ফলে একদিকে যেমন তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলা যাবে, অন্যদিকে গোটা দেশের সামনে তুলে ধরা যাবে বাংলার পরিস্থিতি ৷ বগটুইয়ের ঘটনার পর জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদি বিরোধী অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকেই টার্গেট করতে চাইছে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের ৷