কলকাতা, 19 জানুয়ারি : ঘড়িতে তখন বিকেল সোয়া চারটে৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গাড়ি থাকার পরই দেখলেন তাঁর দলের একাধিক শীর্ষ নেতা অপেক্ষা করছেন তাঁর জন্য৷ সেই সারিতে চতুর্থ স্থানে যিনি ছিলেন, তাঁর সঙ্গেই মুখোমুখি হয়ে একটু বেশিই সময় কাটালেন প্রধানমন্ত্রী৷
আর সেই নেতার নাম হল শুভেন্দু অধিকারী৷ বিজেপিতে যোগদানের পর এই প্রথম মুখোমুখি হলে শুভেন্দু ও মোদি৷ প্রথম সাক্ষাতেই দু’জনের মধ্যে যে আন্তরিকতা ঝরে পড়েছে, তা এক কথায় বেনজির৷ কুশল বিনিময়ের পর দুজনের মধ্যে সামান্য কথা হয়৷ তার পর শুভেন্দু প্রধানমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করতে যান, তখন মোদি বাহবা সূচক ভাবে শুভেন্দুর কাঁধে হাত দেন৷
বিজেপি নেতাদের ওই সারির একেবারে শুরুতে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার পর একে একে ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়, দলের নেতা রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, দলের সহ পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ শুভেন্দু-মোদির এই সাক্ষাতের সময় সকলের নজরই ছিল সেই দিকে৷ তবে এই দুই নেতার মধ্যে সেই সময় ঠিক কী কথা হল, তা অবশ্য জানা যায়নি৷
আরও পড়ুন : মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী মাস খানেক আগেই বিজেপিতে যোগদান করেন৷ যোগদানের দিন বিজেপির হেভিওয়েট নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন৷ এর পর প্রধানমন্ত্রীর একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি পূর্ব মেদিনীপুরের একটি শক্তিকেন্দ্র থেকে উপস্থিত ছিলেন৷ কিন্তু এই প্রথম দু’জনের মুখোমুখি সাক্ষাৎ হল৷