ETV Bharat / city

Suvendu Meets Arjun-Saumitra : অর্জুন-সৌমিত্রকে বোঝাতে নিজাম প্যালেসে বৈঠক শুভেন্দুর - BJP MP Saumitra Khan

বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ছে দুই সাংসদ অর্জুন সিং ও সৌমিত্র খাঁকে ঘিরে ৷ তাই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ওই দুই সাংসদকে নিয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী (Suvendu meets Arjun-Saumitra to know their Grievances) ৷

suvendu-meets-arjun-saumitra-to-know-their-grievances
Suvendu Meets Arjun-Saumitra : অর্জুন-সৌমিত্রকে বোঝাতে নিজাম প্যালেসে বৈঠক শুভেন্দুর
author img

By

Published : May 14, 2022, 9:31 PM IST

কলকাতা, 14 মে : দুই সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) এবং সৌমিত্র খাঁকে (BJP MP Saumitra Khan) নিয়ে বিজেপির অন্দরের অস্বস্তি দূর করতে নিজাম প্যালেসে বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP MLA Suvendu Adhikari) । শুক্রবারের ওই বৈঠক ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷

বিজেপি সূত্রে খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই সম্প্রতি ‘বেসুরো’ দুই সাংসদকে নিয়ে শুক্রবার কলকাতায় নিজের দফতরে ডেকে দীর্ঘ সময় কথা বলেন বিরোধী দলনেতা (Suvendu meets Arjun-Saumitra to know their Grievances) । তবে সেই বৈঠকের পরে দুই বিধায়কের সুর নরম হয়েছে কি না, তা জানা যায়নি ।

ঠিক কী হল বৈঠকে ?‌ সূত্রের খবর, এই বৈঠকে অর্জুন–সৌমিত্রকে পাশে বসিয়ে দুই সাংসদকে হালকা মেজাজে দল ছাড়ার সিদ্ধান্ত না নিতে বলেন শুভেন্দু । কিন্তু দলের একাধিক পদক্ষেপ তাঁদের পছন্দ নয় বলেও জানিয়ে দেন দুই সাংসদ । তখন বিষয়টি দেখার আশ্বাস দেন বিরোধী দলনেতা । শুক্রবার এই বৈঠকের কথা স্বীকার করলেও ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি ।

বিজেপির সূত্রে খবর, অর্জুন সিং-কে জুট কর্পোরেশনের নতুন কমিটিতে বড় জায়গা দেওয়া হতে পারে । এমনকি কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারেণে তাঁকে বস্ত্রমন্ত্রকে মন্ত্রী করা হতে পারে বলে খবর । এই বিষয়ে শুভেন্দু অধিকারী অর্জুন সিং-কে আশ্বস্ত করেছে বলে খবর ।

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, অর্জুনের জুটের বিষয়ে দাবি এবং সদ্য সমাপ্ত উপনির্বাচনে রণকৌশল নিয়ে সৌমিত্রের অভিযোগ রয়েছে । আর তা নিয়েই দু’‌জন সাংসদ বেসুরো। ইতিমধ্যেই তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন বলে সূত্রের খবর । এই খবর জানতে পেরেই কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে নির্দেশ দেন, এই দুই সাংসদের সঙ্গে কথা বলে মনের কথা জানতে । সেই রিপোর্ট পাওয়ার পর সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন বলে খবর । ইতিমধ্যেই অর্জুন সিং বলেন, ‘‘রাজনীতিতে এক দল থেকে অন্য দলে যাওয়া অপরাধ নয় ।’’

পাটশিল্পের সমস্যা নিয়ে সাংসদ কোনও ভাবেই সুর নরম করতে রাজি নন । এই নিয়ে আন্দোলন গড়ে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন । অনেকের মতে, তৃণমূলে যাওয়ার রাস্তা পরিষ্কার করতেই মমতাকে চিঠি পাঠান অর্জুন । এর পরেই অর্জুনকে বোঝাতে সক্রিয় হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব । জুট কমিশনারের অপসারণের দাবি নিয়ে তিনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠক করেছেন । এর পরে বস্ত্র মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন । তাঁর চাপেই কেন্দ্র রাজ্য এবং পাটশিল্পের সংগঠনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয় । কিন্তু তাতেও সমাধানের পথ পাওয়া যায়নি বলেই খবর । এই সবের মধ্যে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা নিয়ে অর্জুন বলেন, ‘‘রাজনীতিতে এক দল থেকে অন্য দলে যাওয়া অপরাধ নয় ।’’ যা জল্পনা আরও বাড়িয়ে দেয় ।

আরও পড়ুন : Suvendu Sends Letter to PM Modi : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

কলকাতা, 14 মে : দুই সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) এবং সৌমিত্র খাঁকে (BJP MP Saumitra Khan) নিয়ে বিজেপির অন্দরের অস্বস্তি দূর করতে নিজাম প্যালেসে বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP MLA Suvendu Adhikari) । শুক্রবারের ওই বৈঠক ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷

বিজেপি সূত্রে খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই সম্প্রতি ‘বেসুরো’ দুই সাংসদকে নিয়ে শুক্রবার কলকাতায় নিজের দফতরে ডেকে দীর্ঘ সময় কথা বলেন বিরোধী দলনেতা (Suvendu meets Arjun-Saumitra to know their Grievances) । তবে সেই বৈঠকের পরে দুই বিধায়কের সুর নরম হয়েছে কি না, তা জানা যায়নি ।

ঠিক কী হল বৈঠকে ?‌ সূত্রের খবর, এই বৈঠকে অর্জুন–সৌমিত্রকে পাশে বসিয়ে দুই সাংসদকে হালকা মেজাজে দল ছাড়ার সিদ্ধান্ত না নিতে বলেন শুভেন্দু । কিন্তু দলের একাধিক পদক্ষেপ তাঁদের পছন্দ নয় বলেও জানিয়ে দেন দুই সাংসদ । তখন বিষয়টি দেখার আশ্বাস দেন বিরোধী দলনেতা । শুক্রবার এই বৈঠকের কথা স্বীকার করলেও ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি ।

বিজেপির সূত্রে খবর, অর্জুন সিং-কে জুট কর্পোরেশনের নতুন কমিটিতে বড় জায়গা দেওয়া হতে পারে । এমনকি কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারেণে তাঁকে বস্ত্রমন্ত্রকে মন্ত্রী করা হতে পারে বলে খবর । এই বিষয়ে শুভেন্দু অধিকারী অর্জুন সিং-কে আশ্বস্ত করেছে বলে খবর ।

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, অর্জুনের জুটের বিষয়ে দাবি এবং সদ্য সমাপ্ত উপনির্বাচনে রণকৌশল নিয়ে সৌমিত্রের অভিযোগ রয়েছে । আর তা নিয়েই দু’‌জন সাংসদ বেসুরো। ইতিমধ্যেই তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন বলে সূত্রের খবর । এই খবর জানতে পেরেই কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে নির্দেশ দেন, এই দুই সাংসদের সঙ্গে কথা বলে মনের কথা জানতে । সেই রিপোর্ট পাওয়ার পর সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন বলে খবর । ইতিমধ্যেই অর্জুন সিং বলেন, ‘‘রাজনীতিতে এক দল থেকে অন্য দলে যাওয়া অপরাধ নয় ।’’

পাটশিল্পের সমস্যা নিয়ে সাংসদ কোনও ভাবেই সুর নরম করতে রাজি নন । এই নিয়ে আন্দোলন গড়ে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন । অনেকের মতে, তৃণমূলে যাওয়ার রাস্তা পরিষ্কার করতেই মমতাকে চিঠি পাঠান অর্জুন । এর পরেই অর্জুনকে বোঝাতে সক্রিয় হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব । জুট কমিশনারের অপসারণের দাবি নিয়ে তিনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠক করেছেন । এর পরে বস্ত্র মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন । তাঁর চাপেই কেন্দ্র রাজ্য এবং পাটশিল্পের সংগঠনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয় । কিন্তু তাতেও সমাধানের পথ পাওয়া যায়নি বলেই খবর । এই সবের মধ্যে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা নিয়ে অর্জুন বলেন, ‘‘রাজনীতিতে এক দল থেকে অন্য দলে যাওয়া অপরাধ নয় ।’’ যা জল্পনা আরও বাড়িয়ে দেয় ।

আরও পড়ুন : Suvendu Sends Letter to PM Modi : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.