ETV Bharat / city

SUCI Rally: এসইউসিআই-এর আইন অমান্য মিছিল ঘিরে রণক্ষেত্র ধর্মতলা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আচার্য পদে বসানো, শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসানোর বিরুদ্ধে বুধবার এসইউসিআই আইন অমান্য মিছিল (SUCI Rally)করে ৷ প্রথম থেকে মিছিল শান্তিপূর্ণভাবে এলেও নিউমার্কেট থানার সামনে পৌঁছতেই ধুন্ধুমার শুরু হয়ে যায় ।

SUCI Rally
SUCI Rally
author img

By

Published : Jun 29, 2022, 6:17 PM IST

কলকাতা, 29 জুন: এসইউসিআই আইন অমান্য মিছিল (SUCI Rally) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এসএন ব্যানার্জি রোড। দফায় দফায় লাঠিচার্জ ও পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে চলে ধস্তাধস্তি। পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন কর্মীরা ৷ এর পাশাপাশি মহিলা কর্মীকে রক্তাক্ত হতে দেখা গিয়েছে ।

আহত অবস্থাতেই 25-30 জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। 150 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে এসইউসিআই। কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, রাজ্য কমিটির সদস্য অশোক দাস, নারায়ণ অধিকারী, জৈমিনি বর্মন, সুজিত ঘোষ-সহ মোট 79 জন গ্রেফতার হন ৷ যাঁদের মধ্যে রয়েছেন 28 জন মহিলাকর্মী ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আচার্য পদে বসানো, শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসানোর বিরুদ্ধে বুধবার এসইউসিআই এই আইন অমান্য মিছিল করে ৷ প্রথম থেকে মিছিল শান্তিপূর্ণভাবে হলেও নিউমার্কেট থানার সামনে পৌঁছতেই ধুন্ধুমার শুরু হয়ে যায় । পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে, লাঠিচার্জ শুরু করে কলকাতা পুলিশ । প্রথমেই শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় ৷ এর পর বাকি কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে গ্রেফতার করা হয় (SUCI Rally stopped by Kolkata police in Esplanade)।

SUCI Rally stopped by Kolkata police in Esplanade
এসইউসিআইয়ের আইন অমান্য মিছিল

শুধু দু’টি ইস্যু নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এসইউসিআই-এর ৷ সেই সমস্ত ইস্যুতেও এদিন তাদের কর্মী-সমর্থকরা সরব হন ৷ সেই তালিকায় বাংলায় নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতন, স্বজনপোষণের মতো ইস্যু রয়েছে ৷ অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি-2020, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি, ‘ঠিকা সেনা’ নিয়োগের অগ্নিপথ-সহ একাধিক ইস্যু নিয়ে তাঁরা এসইউসিআই-এর তরফে সরব হয় ৷

এসইউসিআই-এর আইন অমান্য মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলায়

আরও পড়ুন: চন্দননগরের 17 নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়

রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শান্তিপূর্ণ আন্দোলনের উপর নৃশংস পুলিশী আক্রমণের তীব্র নিন্দা করেছেন ৷ এর প্রতিবাদে আগামী 1-7 জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

কলকাতা, 29 জুন: এসইউসিআই আইন অমান্য মিছিল (SUCI Rally) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এসএন ব্যানার্জি রোড। দফায় দফায় লাঠিচার্জ ও পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে চলে ধস্তাধস্তি। পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন কর্মীরা ৷ এর পাশাপাশি মহিলা কর্মীকে রক্তাক্ত হতে দেখা গিয়েছে ।

আহত অবস্থাতেই 25-30 জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। 150 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে এসইউসিআই। কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, রাজ্য কমিটির সদস্য অশোক দাস, নারায়ণ অধিকারী, জৈমিনি বর্মন, সুজিত ঘোষ-সহ মোট 79 জন গ্রেফতার হন ৷ যাঁদের মধ্যে রয়েছেন 28 জন মহিলাকর্মী ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আচার্য পদে বসানো, শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসানোর বিরুদ্ধে বুধবার এসইউসিআই এই আইন অমান্য মিছিল করে ৷ প্রথম থেকে মিছিল শান্তিপূর্ণভাবে হলেও নিউমার্কেট থানার সামনে পৌঁছতেই ধুন্ধুমার শুরু হয়ে যায় । পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে, লাঠিচার্জ শুরু করে কলকাতা পুলিশ । প্রথমেই শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় ৷ এর পর বাকি কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে গ্রেফতার করা হয় (SUCI Rally stopped by Kolkata police in Esplanade)।

SUCI Rally stopped by Kolkata police in Esplanade
এসইউসিআইয়ের আইন অমান্য মিছিল

শুধু দু’টি ইস্যু নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এসইউসিআই-এর ৷ সেই সমস্ত ইস্যুতেও এদিন তাদের কর্মী-সমর্থকরা সরব হন ৷ সেই তালিকায় বাংলায় নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতন, স্বজনপোষণের মতো ইস্যু রয়েছে ৷ অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি-2020, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি, ‘ঠিকা সেনা’ নিয়োগের অগ্নিপথ-সহ একাধিক ইস্যু নিয়ে তাঁরা এসইউসিআই-এর তরফে সরব হয় ৷

এসইউসিআই-এর আইন অমান্য মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলায়

আরও পড়ুন: চন্দননগরের 17 নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়

রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শান্তিপূর্ণ আন্দোলনের উপর নৃশংস পুলিশী আক্রমণের তীব্র নিন্দা করেছেন ৷ এর প্রতিবাদে আগামী 1-7 জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.