কলকাতা, 9 অগস্ট: দুর্নীতিগ্রস্তদের দল থেকে সরিয়ে ইতিমধ্যেই শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে । এসএসসি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ইতিমধ্যেই দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Strong Message of Abhishek Banerjee to TMC District Leaders) ৷ সূত্রের খবর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনও নেতার জীবনযাত্রায় যদি কোনও অস্বচ্ছতা প্রকাশ্যে আসে দল তাঁর সঙ্গে যোগাযোগ রাখবে না ৷ দলে শুদ্ধিকরণের স্বার্থে এই কড়া বার্তাই দিতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷
2024 লোকসভা নির্বাচনের বছর দেড়েক আগে থেকেই তৃণমূলের একটা স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল । মনে করা হচ্ছে সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রবিবার উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং দক্ষিণবঙ্গের নদিয়া জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক । সেখানে তিনি বার্তা দিয়েছেন, কোন্দল না করে সকলকে নিয়ে পঞ্চায়েত ভোট সম্পন্ন করতে হবে । দলের মধ্যে একাধিক লবি ও গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ৷
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা, অভিযুক্ত দলেরই অঞ্চল সভাপতি
এমনিতেই কোচবিহার এবং নদিয়া এই দুই জেলাতেই তৃণমূল সংগঠন অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ । বারবার কোচবিহারের নেতাদের পরস্পর বিরোধী বয়ান সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে । এই প্রেক্ষিতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বার্তা, নিজেদের মধ্যে কোনও অশান্তি করা যাবে না, একজোট হয়ে দলীয় কার্যালয়ে বসে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে ।
সম্প্রতি সংবাদমাধ্যমে বারবার শিরোনামে উঠে আসছে গত কয়েক বছরে তৃণমূল নেতাদের সম্পত্তির পরিমাণ অস্বাভাবিক ভাবে বৃদ্ধির প্রসঙ্গ । এ ক্ষেত্রেও দলীয় নেতাদের সাবধান করে দিয়েছেন অভিষেক । তাঁর স্পষ্ট বার্তা, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন নেতৃত্বকে সামনে রেখে আগামী দিনে দল চলবে । ছোট থেকে বড় সমস্ত নেতার উপর নজর রাখছে দল । কোনওভাবে কোনও নেতা, সে ছোটই হোক অথবা বড় যদি দেখা যায় তাঁর কাজকর্মে অস্বচ্ছতা রয়েছে, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন সেক্ষেত্রে দল তার পাশে দাঁড়াবে না ।
আরও পড়ুন: 'মানুষের চাহিদাই শেষ কথা বলবে', জাগো বাংলার সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে ঘোষণা সুখেন্দুশেখরের
বুথ থেকে শুরু করে ব্লক স্তরে দলীয় সংগঠন ঢেলে সাজানোর ক্ষেত্রে কোন নামগুলি বিবেচনা করা হবে তা নিয়ে জেলা সভাপতি এবং জেলার জনপ্রতিনিধিদের নিয়ে রবিবারের বৈঠকে আলোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠক ডাকা হয়নি দুর্নীতির অভিযোগ ওঠা 2 তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং তাপস সাহাকে । মানিকবাবু নদিয়ার পলাশীপাড়া বিধায়ক আর তাপস সাহা তেহট্টের বিধায়ক । তৃণমূলের দাবি, এর থেকেই স্পষ্ট শুধু কথার কথা নয় কাজেও স্বচ্ছতার নীতি মেনেই এগোচ্ছে দল ৷