কলকাতা, 25 অগস্ট: খাস কলকাতায় খোঁজ মিলল নকল টাকা ছাপার কারখানার (Fake Currency Factory)। কারখানায় হানা দিয়ে চক্ষু চড়কগাছ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের (STF raids fake currency factory)। তাঁর দেখেন, সেখানে টাকা ছাপাচ্ছেন একাধিক কর্মী । রয়েছে বড় বড় মেশিন ৷ রীতিমতো গান চালিয়ে টাকা ছাপানো হচ্ছে । ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে । উদ্ধার হয়েছে 70 হাজার 500 টাকার জাল নোট ৷ উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, পেনড্রাইভ, কালার প্রিন্টার, কাঠের একাধিক মেশিন ৷
এগুলির পাশাপাশি টাকা ছাপাতে সাহায্যকারী কাঁচি, বিভিন্ন রকমের রং এবং টাকা ছাপানোর জন্য যা যা জিনিস প্রয়োজন হয় সেইগুলিও বাজেয়াপ্ত করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বিধান নগর কমিশনারেটের আওতাধীন ইকোপার্ক থানার পূর্বপাড়ায় শাহী মসজিদ এলাকায় এই টাকা ছাপার কারখানায় হানা দিয়েছিলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।
আরও পড়ুন: কয়লাপাচার তদন্তে তিন পুলিশ আধিকারিককে তলব সিআইডির
কলকাতা পুলিশের যুগ্ম নগর পাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার জানিয়েছেন, গত 23 তারিখ শিয়ালদার টাকি বয়েজ হাইস্কুলের সামনে থেকে সি আলম ও মহম্মদ শাহাবুদ্দিন নামে 2 ব্যক্তিকে 70 হাজার 500 টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয় । রাতভর তাঁদের লালবাজারে জেরা করে গোয়েন্দারা এই চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন যে, কলকাতার বুকে বসেই এই নকল টাকা ছাপানো হয় । বিধান নগর কমিশনারেটের আওতাধীন ইকো পার্ক থানা এলাকার নির্জন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে ছাপানো হচ্ছিল জাল টাকা ৷ রীতিমতো জাল নোট তৈরির কারখানা খুলে বসেছিল অভিযুক্তরা । ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা । গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । লালবাজারের অনুমান, ধৃতরা প্রত্যেকেই আন্তর্জাতিক নোট পাচারকারী চক্র ও নকল টাকা ছাপানোর কারবারের সঙ্গে যুক্ত ।