ETV Bharat / city

Festival Bonus of State Government : বাণিজ্য সম্মেলন শুরুর আগেই ‘উৎসব বোনাস’ ঘোষণা করল রাজ্য সরকার - উৎসব বোনাস

প্রতিবারের মত এ বারেও রাজ্য সরকারের তরফে উৎসব বোনাস ঘোষণা করা হল সরকারি কর্মচারীদের জন্য ৷ 4 হাজার 800 টাকা উৎসব বোনাস দেওয়া হবে বলে এ বছর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ এই উৎসব বোনাস ক্যাজুয়াল স্টাফদের জন্য প্রযোজ্য হবে ৷

State Government Announces Festival Bonus for Their Employees
State Government Announces Festival Bonus for Their Employees
author img

By

Published : Apr 20, 2022, 9:14 AM IST

কলকাতা, 20 এপ্রিল : রমজান মাস চলছে ৷ দু’সপ্তাহ পরেই পবিত্র ঈদ ৷ এ বছর বাংলায় ঈদ দিয়েই শুরু হচ্ছে উৎসবের মরসুম ৷ আর প্রতি বছরের মত এ বারেও উৎসবের মরসুমে বোনাস ঘোষণা করল রাজ্য সরকার ৷ নবান্নের তরফে সেই ‘উৎসব বোনাস’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (State Government Announces Festival Bonus for Their Employees) ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল রাজ্য সরকারি কর্মচারীর বেতন মাসে 37 হাজার টাকার নিচে, তাঁরা উত্‍সব বোনাস বাবদ সর্বোচ্চ 4,800 টাকা পাবেন ৷ শুধু পূর্ণ সময়ের সরকারি কর্মচারীরাই নন ৷ চুক্তিভিত্তিক কর্মচারীরাও সেই বোনাস পাবেন বলে জানানো হয়েছে নবান্নের তরফে ৷

নবান্নের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, গত অর্থবর্ষ অর্থাত্‍, 2021-22 অর্থবর্ষে 31 মার্চ পর্যন্ত যে সরকারি কর্মচারীদের বেতন 37 হাজার টাকার কম, তাঁদের জন্যই মূলত এই বোনাস ঘোষিত হয়েছে ৷ নবান্নের তরফে জানানো হয়েছে, 4,800 টাকার এই উৎসব বোনাস শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় ৷ এই বোনাস ক্যাজুয়াল স্টাফদের জন্যও ৷ তাঁরাও বোনাস হিসেবে সম পরিমাণ ভাতা পাবেন ৷

আরও পড়ুন : BGBS 2022 : নৈশভোজে চাঁদের হাট, অতিথিদের স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কিন্তু, যে সব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 2021-22 অর্থবর্ষে বেড়ে 37 হাজার টাকার বেশি হয়েছে, তাঁদের ক্ষেত্রে কী হবে ? বিজ্ঞপ্তিতে তাঁদের বিষয়টিও উল্লেখ করা হয়েছে ৷ যে সকল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 2021-22 অর্থবর্ষে বেড়ে 37 হাজারের বেশি হয়েছে, তাঁরাও 4 হাজার 800 টাকা ভাতা পাবেন ৷ পাশাপাশি, যাঁদের বিগত 6 মাসের মধ্যে পদোন্নতি-সহ আরও নানা কারণে এই বেতন বৃদ্ধি হয়েছে এবং বিগত 6 মাস ধরে বর্ধিত বেতন পাচ্ছেন, তাঁরাও উৎসব বোনাসের তালিকায় রয়েছেন ৷

কলকাতা, 20 এপ্রিল : রমজান মাস চলছে ৷ দু’সপ্তাহ পরেই পবিত্র ঈদ ৷ এ বছর বাংলায় ঈদ দিয়েই শুরু হচ্ছে উৎসবের মরসুম ৷ আর প্রতি বছরের মত এ বারেও উৎসবের মরসুমে বোনাস ঘোষণা করল রাজ্য সরকার ৷ নবান্নের তরফে সেই ‘উৎসব বোনাস’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (State Government Announces Festival Bonus for Their Employees) ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল রাজ্য সরকারি কর্মচারীর বেতন মাসে 37 হাজার টাকার নিচে, তাঁরা উত্‍সব বোনাস বাবদ সর্বোচ্চ 4,800 টাকা পাবেন ৷ শুধু পূর্ণ সময়ের সরকারি কর্মচারীরাই নন ৷ চুক্তিভিত্তিক কর্মচারীরাও সেই বোনাস পাবেন বলে জানানো হয়েছে নবান্নের তরফে ৷

নবান্নের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, গত অর্থবর্ষ অর্থাত্‍, 2021-22 অর্থবর্ষে 31 মার্চ পর্যন্ত যে সরকারি কর্মচারীদের বেতন 37 হাজার টাকার কম, তাঁদের জন্যই মূলত এই বোনাস ঘোষিত হয়েছে ৷ নবান্নের তরফে জানানো হয়েছে, 4,800 টাকার এই উৎসব বোনাস শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় ৷ এই বোনাস ক্যাজুয়াল স্টাফদের জন্যও ৷ তাঁরাও বোনাস হিসেবে সম পরিমাণ ভাতা পাবেন ৷

আরও পড়ুন : BGBS 2022 : নৈশভোজে চাঁদের হাট, অতিথিদের স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কিন্তু, যে সব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 2021-22 অর্থবর্ষে বেড়ে 37 হাজার টাকার বেশি হয়েছে, তাঁদের ক্ষেত্রে কী হবে ? বিজ্ঞপ্তিতে তাঁদের বিষয়টিও উল্লেখ করা হয়েছে ৷ যে সকল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 2021-22 অর্থবর্ষে বেড়ে 37 হাজারের বেশি হয়েছে, তাঁরাও 4 হাজার 800 টাকা ভাতা পাবেন ৷ পাশাপাশি, যাঁদের বিগত 6 মাসের মধ্যে পদোন্নতি-সহ আরও নানা কারণে এই বেতন বৃদ্ধি হয়েছে এবং বিগত 6 মাস ধরে বর্ধিত বেতন পাচ্ছেন, তাঁরাও উৎসব বোনাসের তালিকায় রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.