ETV Bharat / city

12 ফেব্রুয়ারি থেকে খুলতে পারে স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী - শিক্ষা সংক্রান্ত খবর

কোরোনা সংক্রমণের পর গত বছর মার্চ মাস থেকে বন্ধ ছিল স্কুল-কলেজের পঠনপাঠন ৷ সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর ৷ ফেব্রুয়ারির 12 তারিখ থেকে ফের খুলতে পারে স্কুল ৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরুর চিন্তাভাবনা চলেছে ৷ জানালেন শিক্ষামন্ত্রী ৷

partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Feb 2, 2021, 5:31 PM IST

Updated : Feb 2, 2021, 8:10 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : ফেব্রুয়ারির 12 তারিখ থেকে চালু হতে পারে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ৷ আজ সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই শুরু হবে স্কুলের পঠনপাঠন ৷ প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হলেও পরে ধাপে ধাপে বাকি শ্রেণির ক্লাস শুরু হবে ৷ অন্যদিকে কলেজ খোলা নিয়ে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ৷

আরও পড়ুন : সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু 4 মে

কোরোনা সংক্রমণের জেরে গত বছর মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। তারপর থেকে বন্ধই রয়েছে স্কুলগুলি । গত বছরের শেষ থেকেই শিক্ষকমহলের তরফে স্কুল খোলার দাবি উঠেছিল । বিশেষত, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার পর এই দাবি আরও জোরালো হয় ৷ কারণ, মার্চ মাসে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা । অথচ, তারা একদিনও ক্লাস করতে পারেনি । মাধ্যমিকের পড়ুয়ারাও মাত্র আড়াই মাস ক্লাস করেছে । তাই দু'টি বোর্ড পরীক্ষার পরীক্ষার্থীদের স্বার্থে স্কুল খুলে ক্লাস চালু করার দাবি তোলা হয়েছিল বহুবার ।

আরও পড়ুন : 'তৃণমূল এখন টিকা চোর', বারুইপুরে বিস্ফোরক শুভেন্দু

আজ স্কুল খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খোলার কথা ভাবছি । 12 ফেব্রুয়ারি থেকে আমরা ক্লাস শুরুর চিন্তা-ভাবনা করছি । তারজন্য স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যেই স্কুলগুলি জীবাণুমুক্ত করা হচ্ছে । নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল, থিয়োরি সবটাই করতে বলব ৷ স্বাস্থ্যবিধি মেনে পঠনপাঠন চালানোর কথা বলা হবে । পড়ুয়াদের ব্যাচ করে করে ক্লাস করানো হতে পারে ৷"

আরও পড়ুন : প্রাদেশিকতার আগুন জ্বালাচ্ছে তৃণমূল, যা সাম্প্রদায়িকতার থেকেও ক্ষতিকর: রাজীব

এই সিদ্ধান্ত কি বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য ? উত্তরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, " স্কুল বলতে তো সবটাই পড়ে । তবে কেউ যদি না চায় তাহলে আমি তো তাঁকে জোর করে চালাতে পারব না । সরকারের সিদ্ধান্ত হচ্ছে, 12 ফেব্রুয়ারি থেকে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস ধাপে ধাপে শুরু করার ৷ যা সিদ্ধান্ত নেবে স্কুল ও স্কুল শিক্ষা দপ্তর নেবে । কিন্তু কোনও অবস্থাতেই আমরা স্বাস্থ্যবিধি না মেনে কোনও কাজ করতে রাজি নই ।"

12 ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে রাজ্যে খুলতে চলেছে স্কুল

আরও পড়ুন : 9 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে মমতা, জনসভার সঙ্গে করবেন মাটি উৎসবের উদ্বোধন

প্রাথমিকভাবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলা হবে । পরবর্তীকালে পরিস্থিতির বিচারে ধাপে ধাপে অন্য শ্রেণির জন্যও স্কুল খুলে দেওয়া হবে । এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "বাচ্চাদের জন্য আর একটু সময় বোধহয় দরকার । তাদের অভিভাবকরা চিন্তিত আছেন । আমরা এটা আগে চালু করি । তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে খুলব । আমরা তো অনেক কিছুই খুলে দিয়েছি । কিন্তু কেউ স্বাস্থ্যবিধির কথা চিন্তা করছে না । যদি একজনের কিছু হয় তার দায়িত্বটা কে নেবে ? উলটে ওটাই সংবাদমাধ্যমে দেখানো হবে যে স্কুল খুলেছিল তাই এটা হচ্ছে । সুতরাং আমরা সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি । অভিভাবকদের অনুমোদন সাপেক্ষে নিশ্চয়ই পড়ুয়ারা আসবে । "

আরও পড়ুন : বারুইপুরে যাওয়ার পথে শুভেন্দু-রাজীবকে কালো পতাকা

পাশাপাশি, আগামীকাল উচ্চশিক্ষা সংসদের বৈঠকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতামত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী । বলেন, " আমরা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক ডেকেছি । তাঁদের মতামত যা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । কলেজগুলো তো খোলা আছে । অনলাইনে প্রথম সেমেস্টার চলছে । অফিসগুলি খোলাই আছে । আগামীকাল বৈঠকে সবাই যা বলবেন, শুনব । তাঁদের ইচ্ছেটাকে সম্মান জানাতে আমাদের যদি অসুবিধা না থাকে তাহলে নিশ্চয়ই সম্মান জানাব ।"

আরও পড়ুন : সিএসআইআর নেটে তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের সংরক্ষণ থাকতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, 2 ফেব্রুয়ারি : ফেব্রুয়ারির 12 তারিখ থেকে চালু হতে পারে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ৷ আজ সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই শুরু হবে স্কুলের পঠনপাঠন ৷ প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হলেও পরে ধাপে ধাপে বাকি শ্রেণির ক্লাস শুরু হবে ৷ অন্যদিকে কলেজ খোলা নিয়ে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ৷

আরও পড়ুন : সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু 4 মে

কোরোনা সংক্রমণের জেরে গত বছর মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। তারপর থেকে বন্ধই রয়েছে স্কুলগুলি । গত বছরের শেষ থেকেই শিক্ষকমহলের তরফে স্কুল খোলার দাবি উঠেছিল । বিশেষত, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার পর এই দাবি আরও জোরালো হয় ৷ কারণ, মার্চ মাসে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা । অথচ, তারা একদিনও ক্লাস করতে পারেনি । মাধ্যমিকের পড়ুয়ারাও মাত্র আড়াই মাস ক্লাস করেছে । তাই দু'টি বোর্ড পরীক্ষার পরীক্ষার্থীদের স্বার্থে স্কুল খুলে ক্লাস চালু করার দাবি তোলা হয়েছিল বহুবার ।

আরও পড়ুন : 'তৃণমূল এখন টিকা চোর', বারুইপুরে বিস্ফোরক শুভেন্দু

আজ স্কুল খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খোলার কথা ভাবছি । 12 ফেব্রুয়ারি থেকে আমরা ক্লাস শুরুর চিন্তা-ভাবনা করছি । তারজন্য স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যেই স্কুলগুলি জীবাণুমুক্ত করা হচ্ছে । নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল, থিয়োরি সবটাই করতে বলব ৷ স্বাস্থ্যবিধি মেনে পঠনপাঠন চালানোর কথা বলা হবে । পড়ুয়াদের ব্যাচ করে করে ক্লাস করানো হতে পারে ৷"

আরও পড়ুন : প্রাদেশিকতার আগুন জ্বালাচ্ছে তৃণমূল, যা সাম্প্রদায়িকতার থেকেও ক্ষতিকর: রাজীব

এই সিদ্ধান্ত কি বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য ? উত্তরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, " স্কুল বলতে তো সবটাই পড়ে । তবে কেউ যদি না চায় তাহলে আমি তো তাঁকে জোর করে চালাতে পারব না । সরকারের সিদ্ধান্ত হচ্ছে, 12 ফেব্রুয়ারি থেকে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস ধাপে ধাপে শুরু করার ৷ যা সিদ্ধান্ত নেবে স্কুল ও স্কুল শিক্ষা দপ্তর নেবে । কিন্তু কোনও অবস্থাতেই আমরা স্বাস্থ্যবিধি না মেনে কোনও কাজ করতে রাজি নই ।"

12 ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে রাজ্যে খুলতে চলেছে স্কুল

আরও পড়ুন : 9 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে মমতা, জনসভার সঙ্গে করবেন মাটি উৎসবের উদ্বোধন

প্রাথমিকভাবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলা হবে । পরবর্তীকালে পরিস্থিতির বিচারে ধাপে ধাপে অন্য শ্রেণির জন্যও স্কুল খুলে দেওয়া হবে । এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "বাচ্চাদের জন্য আর একটু সময় বোধহয় দরকার । তাদের অভিভাবকরা চিন্তিত আছেন । আমরা এটা আগে চালু করি । তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে খুলব । আমরা তো অনেক কিছুই খুলে দিয়েছি । কিন্তু কেউ স্বাস্থ্যবিধির কথা চিন্তা করছে না । যদি একজনের কিছু হয় তার দায়িত্বটা কে নেবে ? উলটে ওটাই সংবাদমাধ্যমে দেখানো হবে যে স্কুল খুলেছিল তাই এটা হচ্ছে । সুতরাং আমরা সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি । অভিভাবকদের অনুমোদন সাপেক্ষে নিশ্চয়ই পড়ুয়ারা আসবে । "

আরও পড়ুন : বারুইপুরে যাওয়ার পথে শুভেন্দু-রাজীবকে কালো পতাকা

পাশাপাশি, আগামীকাল উচ্চশিক্ষা সংসদের বৈঠকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতামত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী । বলেন, " আমরা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক ডেকেছি । তাঁদের মতামত যা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । কলেজগুলো তো খোলা আছে । অনলাইনে প্রথম সেমেস্টার চলছে । অফিসগুলি খোলাই আছে । আগামীকাল বৈঠকে সবাই যা বলবেন, শুনব । তাঁদের ইচ্ছেটাকে সম্মান জানাতে আমাদের যদি অসুবিধা না থাকে তাহলে নিশ্চয়ই সম্মান জানাব ।"

আরও পড়ুন : সিএসআইআর নেটে তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের সংরক্ষণ থাকতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Last Updated : Feb 2, 2021, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.