ETV Bharat / city

SSC Recruitment Case : ইতিহাস বিষয়ে একই ব্যক্তিকে দু'বার সুপারিশপত্র ! নজিরবিহীন সওয়াল-জবাব হাইকোর্টে - SSC Recruitment Case in Calcutta High Court

এসএসসি-তে একই প্রার্থীকে দু'বার সুপারিশপত্র দেওয়া হয়েছিল । এনিয়ে এদিন এসএসসি মামলায় হাইকোর্টে দৃষ্টান্তমূলক সওয়াল-জবাব চলে (SSC Recruitment Case in Calcutta High Court) ।

SSC Recruitment Case News
এসএসসিতে একই প্রার্থীকে দু'বার সুপারিশপত্র দেওয়া হয়েছিল
author img

By

Published : Mar 2, 2022, 5:51 PM IST

কলকাতা, 2 মার্চ : আদালতের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশনের দুই আধিকারিক শান্তিপ্রসাদ সিনহা ও সমরজিৎ আচার্য বুধবার কলকাতা হাইকোর্টে এসে সশরীরে হাজিরা দিলেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সুদীর্ঘ সওয়াল জবাব চলল এই মামলার । আগামিকাল বেলা 12টায় এই মামলায় নির্দেশ দেবেন বলে বিচারপতি জানিয়েছেন (SSC Recruitment Case in Calcutta High Court) ।

অভিযোগ ছিল, প্যানেলে নাম না-থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক ব্যক্তিকে দু'বার রেকমেন্ডশন লেটার দিয়েছে স্কুল সার্ভিস কমিশন । সেই সুপারিশ অনুযায়ী তিনি চাকরিও করছিলেন একটি স্কুলে । তাঁর চাকরি ইতিমধ্যেই বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু বিচারপতি মনে করছেন, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে যে বিপুল দুর্নীতি হয়েছে এটা সেই হিমশৈলের চূড়া মাত্র । সেই কারণে কে বা কারা নিয়োগপত্র দিলেন ওই প্রার্থীকে খুঁজে বের করতে তিনি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন দুই চেয়ারম্যানকে ডেকে পাঠান আদালতে । তারপর আজ স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসবাদ করেন । 2016-এর এই নিয়োগ প্রক্রিয়ায় এঁরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন ।

প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য আদালতে জানান, তিনি সুপারিশপত্র ছাপিয়েছেন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে । কিন্তু শান্তিপ্রসাদ সিনহা জানান, তিনি স্কুল সার্ভিস কমিশনের ভিতরে একটা নিয়োগ সংক্রান্ত কমিটি আছে । সেই কমিটির একজন সদস্য মাত্র । তিনি কমিটির বৈঠক ডাকা সংক্রান্ত কাজ দেখতেন । তিনি কাউকে নিয়োগের সুপারিশ দেওয়ার কাজ করতেন না । যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের উত্তরে একেবারেই সন্তুষ্ট নন তা পরিষ্কার জানান ।

স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "কোনও কারণে ভুল হয়ে থাকতে পারে । তা সংশোধন করার ক্ষমতা ও স্কুল সার্ভিস কমিশনের হাতেই রয়েছে । আইন অনুযায়ী তা করা যায় ।" কিন্তু মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এই ধরনের ভুল ! কারো নামের বানানের ভুল হতে পারে । কিন্তু এই ধরনের ভুল বিশ্বাস যোগ্য নয় । কমিশনের মধ্যে নিয়োগ সংক্রান্ত যে কমিটি রয়েছেন, তাঁরাই এই দুর্নীতিতে যুক্ত । এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ।"

এদিন রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি । আগামিকাল 12টার সময় এই মামলার রায়দান করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন : SSC Recruitment Case: শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

কলকাতা, 2 মার্চ : আদালতের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশনের দুই আধিকারিক শান্তিপ্রসাদ সিনহা ও সমরজিৎ আচার্য বুধবার কলকাতা হাইকোর্টে এসে সশরীরে হাজিরা দিলেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সুদীর্ঘ সওয়াল জবাব চলল এই মামলার । আগামিকাল বেলা 12টায় এই মামলায় নির্দেশ দেবেন বলে বিচারপতি জানিয়েছেন (SSC Recruitment Case in Calcutta High Court) ।

অভিযোগ ছিল, প্যানেলে নাম না-থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক ব্যক্তিকে দু'বার রেকমেন্ডশন লেটার দিয়েছে স্কুল সার্ভিস কমিশন । সেই সুপারিশ অনুযায়ী তিনি চাকরিও করছিলেন একটি স্কুলে । তাঁর চাকরি ইতিমধ্যেই বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু বিচারপতি মনে করছেন, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে যে বিপুল দুর্নীতি হয়েছে এটা সেই হিমশৈলের চূড়া মাত্র । সেই কারণে কে বা কারা নিয়োগপত্র দিলেন ওই প্রার্থীকে খুঁজে বের করতে তিনি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন দুই চেয়ারম্যানকে ডেকে পাঠান আদালতে । তারপর আজ স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসবাদ করেন । 2016-এর এই নিয়োগ প্রক্রিয়ায় এঁরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন ।

প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য আদালতে জানান, তিনি সুপারিশপত্র ছাপিয়েছেন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে । কিন্তু শান্তিপ্রসাদ সিনহা জানান, তিনি স্কুল সার্ভিস কমিশনের ভিতরে একটা নিয়োগ সংক্রান্ত কমিটি আছে । সেই কমিটির একজন সদস্য মাত্র । তিনি কমিটির বৈঠক ডাকা সংক্রান্ত কাজ দেখতেন । তিনি কাউকে নিয়োগের সুপারিশ দেওয়ার কাজ করতেন না । যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের উত্তরে একেবারেই সন্তুষ্ট নন তা পরিষ্কার জানান ।

স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "কোনও কারণে ভুল হয়ে থাকতে পারে । তা সংশোধন করার ক্ষমতা ও স্কুল সার্ভিস কমিশনের হাতেই রয়েছে । আইন অনুযায়ী তা করা যায় ।" কিন্তু মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এই ধরনের ভুল ! কারো নামের বানানের ভুল হতে পারে । কিন্তু এই ধরনের ভুল বিশ্বাস যোগ্য নয় । কমিশনের মধ্যে নিয়োগ সংক্রান্ত যে কমিটি রয়েছেন, তাঁরাই এই দুর্নীতিতে যুক্ত । এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ।"

এদিন রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি । আগামিকাল 12টার সময় এই মামলার রায়দান করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন : SSC Recruitment Case: শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.