কলকাতা, 20 মে: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikarys job terminated) স্কুলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এখন থেকে তাঁকে আর শিক্ষিকা বলে গণ্য করা যাবে না বলে জানিয়েছে আদালত । পাশাপাশি এই মামলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে তাঁর বেতন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।
আরও পড়ুন: CBI again interrogating Paresh: প্রভাবশালীদের নাগাল পেতে পরেশকে আজ ফের জিজ্ঞাসাবাদ
শুধু তাই নয়, এতদিন পর্যন্ত চাকরি থেকে যে বেতন তিনি পেয়েছেন, তা তাঁকে ফেরত দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি । আগামী 30 জুন আর 30 জুলাই দুটি কিস্তিতে সেই টাকা ফেরত দিতে হবে তাঁকে (Paresh Chandra Adhikarys daughter)৷ মোট 41 মাসের বেতন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে অঙ্কিতা অধিকারীকে (SSC case latest news)৷
2018 সালের 31 অগাস্ট অঙ্কিতার নাম সুপারিশ করে স্কুল সার্ভিস কমিশন । সেই অনুযায়ী ইন্দিরা গার্লস হাইস্কুলে অঙ্কিতা অধিকারীকে নিয়োগ করা হয় ।অভিযোগ, পরেশ অধিকারী রাজ্যের শাসক দলে যোগ দেওয়ার পর তাঁর মেয়ের নাম 2016 সালের শিক্ষক নিয়োগের মেরিট লিস্টে (ওয়েটিং) যোগ হয় ।
মামলাকারী ববিতা সরকারের মোট নম্বর ছিল 77 আর পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নম্বর ছিল 61 । তা সত্ত্বেও অঙ্কিতা অধিকারীকে তালিকায় ঢুকিয়ে চাকরিতে নিয়োগ করা হয় ।