ETV Bharat / city

CBI again interrogating Paresh: প্রভাবশালীদের নাগাল পেতে পরেশকে আজ ফের জিজ্ঞাসাবাদ - এসএসসি মামলা

প্রভাবশালীদের নাগাল পেতে পরেশ অধিকারীকে আজ ফের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI again interrogating Paresh) ৷ আজ সকালেই বেশ কিছু নথি নিয়ে নিজাম প্যালেসে হাজির হন শিক্ষা প্রতিমন্ত্রী (Paresh Chandra Adhikary before CBI)৷

CBI to interrogate again Paresh Chandra Adhikary today to get clue over influential leaders linked with SSC case
প্রভাবশালীদের নাগাল পেতে পরেশকে আজ ফের জিজ্ঞাসাবাদ
author img

By

Published : May 20, 2022, 11:42 AM IST

কলকাতা, 20 মে: ফের পরেশ অধিকারীকে আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI again interrogating Paresh)। গতকাল তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর আজ ফের তাঁকে তলব করা হয় সিবিআইয়ের তরফে । বেশকিছু নথিপত্র নিয়ে আজ সকাল 10টা 40 মিনিটে নিজাম প্যালেসে যান পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary before CBI)৷

সিবিআইয়ের তরফে পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে (SSC case)৷ সেখানে তৃতীয় অনুচ্ছেদে দেওয়া বর্ণনায় লেখা আছে যে, তাঁর কন্যার মাথার উপর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে । তার জন্যই পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী সরকারি চাকরি পেয়েছেন । ফলে সিবিআইয়ের টার্গেট যে শুধুমাত্র রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, এমনটা নয় । বরং এই ঘটনায় আর কোন কোন প্রভাবশালী নেতা নিজেদের প্রভাব খাটিয়ে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে বেনিয়মে চাকরি পাওয়াতে সুবিধা করে দিয়েছিলেন, সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা ।

আরও পড়ুন: FIR against Paresh Adhikary : কন্যা-সহ পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের

আজ 10:40-এ নিজাম প্যালেসে পৌঁছন পরেশ অধিকারী । সেখানে গিয়ে তিনি সোজা 15 তলার দুর্নীতি দমন শাখায় চলে যান । তাঁকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে সিবিআই । আজ এসএসসি-র বেশকিছু কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছিল পরেশ অধিকারীকে । সেই মতোই দেখা যায়, বেশকিছু নথি হাতে নিয়ে নিজাম প্যালেসে প্রবেশ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ৷

কলকাতা, 20 মে: ফের পরেশ অধিকারীকে আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI again interrogating Paresh)। গতকাল তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর আজ ফের তাঁকে তলব করা হয় সিবিআইয়ের তরফে । বেশকিছু নথিপত্র নিয়ে আজ সকাল 10টা 40 মিনিটে নিজাম প্যালেসে যান পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary before CBI)৷

সিবিআইয়ের তরফে পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে (SSC case)৷ সেখানে তৃতীয় অনুচ্ছেদে দেওয়া বর্ণনায় লেখা আছে যে, তাঁর কন্যার মাথার উপর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে । তার জন্যই পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী সরকারি চাকরি পেয়েছেন । ফলে সিবিআইয়ের টার্গেট যে শুধুমাত্র রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, এমনটা নয় । বরং এই ঘটনায় আর কোন কোন প্রভাবশালী নেতা নিজেদের প্রভাব খাটিয়ে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে বেনিয়মে চাকরি পাওয়াতে সুবিধা করে দিয়েছিলেন, সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা ।

আরও পড়ুন: FIR against Paresh Adhikary : কন্যা-সহ পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের

আজ 10:40-এ নিজাম প্যালেসে পৌঁছন পরেশ অধিকারী । সেখানে গিয়ে তিনি সোজা 15 তলার দুর্নীতি দমন শাখায় চলে যান । তাঁকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে সিবিআই । আজ এসএসসি-র বেশকিছু কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছিল পরেশ অধিকারীকে । সেই মতোই দেখা যায়, বেশকিছু নথি হাতে নিয়ে নিজাম প্যালেসে প্রবেশ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.