ETV Bharat / city

সংরক্ষণ চেয়ে হাইকোর্টে স্পেশাল এডুকেটররা - সর্বশিক্ষা মিশন

প্যারা টিচারদের মতো আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন স্পেশাল এডুকেটররা। সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা স্পেশাল এডুকেটররা 10 শতাংশ সংরক্ষণের দাবি জানিয়েছেন।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 27, 2019, 8:33 PM IST

কলকাতা 27 মার্চ : আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে 10 শতাংশ সংরক্ষণ রয়েছে প্যারা টিচারদের জন্য। স্পেশাল এডুকেটর হিসাবে সর্বশিক্ষা মিশনের আওতায় বিভিন্ন স্কুলে যাঁরা পড়ান, তাঁদেরও ওই সংরক্ষণের আওতায় আনতে হবে। এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চারজন। আবেদনকারীরা প্রত্যেকেই স্পেশাল এডুকেটর হিসেবে বিভিন্ন স্কুলে পড়ান।

স্পেশাল এডুকেটর কাদের বলা হয়?

বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করান স্পেশাল এডুকেটররা। সর্বশিক্ষা মিশনের আওতায় স্পেশাল এডুকেটর নিয়োগ করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি।

মামলাকারীদের আইনজীবী অনিন্দ্য বসু জানান, "2016 থেকে আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে 10 শতাংশ আসন সংরক্ষণ পাচ্ছেন প্যারা টিচাররা। স্পেশাল এডুকেটরদের বক্তব্য, তাঁরা প্যারা টিচারদের মতো সব কিছু করছেন। তাহলে তাঁরা কেন সংরক্ষণ পাবেন না? তাঁদেরও সংরক্ষণের সুযোগ দিতে হবে। এই দাবিতেই মামলা দায়ের করা হয়েছে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।"

কলকাতা 27 মার্চ : আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে 10 শতাংশ সংরক্ষণ রয়েছে প্যারা টিচারদের জন্য। স্পেশাল এডুকেটর হিসাবে সর্বশিক্ষা মিশনের আওতায় বিভিন্ন স্কুলে যাঁরা পড়ান, তাঁদেরও ওই সংরক্ষণের আওতায় আনতে হবে। এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চারজন। আবেদনকারীরা প্রত্যেকেই স্পেশাল এডুকেটর হিসেবে বিভিন্ন স্কুলে পড়ান।

স্পেশাল এডুকেটর কাদের বলা হয়?

বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করান স্পেশাল এডুকেটররা। সর্বশিক্ষা মিশনের আওতায় স্পেশাল এডুকেটর নিয়োগ করে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি।

মামলাকারীদের আইনজীবী অনিন্দ্য বসু জানান, "2016 থেকে আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে 10 শতাংশ আসন সংরক্ষণ পাচ্ছেন প্যারা টিচাররা। স্পেশাল এডুকেটরদের বক্তব্য, তাঁরা প্যারা টিচারদের মতো সব কিছু করছেন। তাহলে তাঁরা কেন সংরক্ষণ পাবেন না? তাঁদেরও সংরক্ষণের সুযোগ দিতে হবে। এই দাবিতেই মামলা দায়ের করা হয়েছে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.